ভেড়ামারায় মানববন্ধন

 মোঃ মনোয়ার হোসেন

কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের প্রতিবাদে বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির মানববন্ধন অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারায় সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে ফসলি জমি ও নদীর পাড় থেকে অবাধে মাটি ও বালি উত্তোলনের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১ টার সময় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটি।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক সোলায়মান চিশতী মানববন্ধনে বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ অবিলম্বে যত্রতত্রভাবে বালু ও মাটি উত্তোলনের প্রতিবাদ করেন এবং এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসন ও ভেড়ামারা উপজেলা প্রশাসনের সদয় হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য ভেড়ামারা উপজেলার পদ্মা নদী ও নদী তীরবর্তী এলাকা, সড়কের পার্শ্ববর্তী এলাকা এবং ফসলি জমি থেকে দীর্ঘদিন ধরে মাটি উত্তোলন ও বালি উত্তোলন চলছে। কিন্তু এ ব্যাপারে কারোরই কোন যেন মাথাব্যথা নেই। এ ব্যাপারে একটি বিহিত করার জন্য এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বলে জানিয়েছেন আয়োজকেরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ আরো বলেন ভারী যানবাহনে করে মাটি ও বালি পরিবহনের ফলে সড়কে নানামুখী বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। জনগণের চরম ভোগান্তি হচ্ছে। এ বিষয়ে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। মানববন্ধনে বিপুল পরিমাণ প্রতিবাদী জনতা অংশগ্রহণ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ