News লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
News লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু

ভেড়ামারা-প্রাগপুর সড়কের সাতবাড়ীয়া দারুসসুন্নাহ মাদ্রাসা নামক স্থানে রাস্তা পারাপারের সময় পটাং গাড়ীর ধাক্কায় বাকু (৫৫) নামে চাটাই ব্যাবসায়ী নিহত‌ হয়েছেন। নিহত বাচ্চু মিয়া বাকু সাতবাড়িয়া মন্ডল পাড়া গ্রামেই থাকতেন। তিনি ঘটনাস্থলের পাশে বাঁশ-চাটাই এর ব্যবসা করতেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত বাচ্চু মিয়া বাকু প্রকৃতির ডাকে সাড়া দিতে সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি স্যালো ইঞ্জিন চালিত পটাং গাড়ি তাকে ধাক্কা দেয়। সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। 




ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব অফিসার আজিজুল হক বলেন, স্যালো ইঞ্জিন চালিত পটাং গাড়ির ধাক্কায় বাচ্চু মিয়া নামে এক ব্যক্তি আহত হয়। আমরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম  বলেন, পটাং এর ধাক্কায় বাকু নামে এক ব্যক্তি নিহত হয়েছে। চালক পালিয়েছে। পটাং গাড়িটিকে জব্দ  করে ভেড়ামারা থানা হেফাজতে নেওয়া হয়েছে। । গ্রামের বাড়ী মাগুড়া হলেও দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে পরিবার নিয়ে সাতবাড়ীয়াতেই থাকতেন।  তার ৩ ছেলে মিঠুন, মিতুল ও লিটন  ৩ জনই বিদেশে রয়েছেন। ১ ছেলে কুয়েত এবং ২ ছেলে সৌদি আরবে। তার স্ত্রী রয়েছে আরব আমিরাতে। তিনি এখানে একাই থাকতেন। বাচ্চু মিয়া বাকুর লাশ দেশের বাড়ি মাগুরা নেয়ার প্রক্রিয়া চলছে।

নির্বাচনে ফলাফল পুনঃর্বিবেচনার জন্য হাইকোর্টে যাবেন হিরো আলম

 নির্বাচনে হেরে যাওয়ায় ফলাফল পুনরবিবেচনার জন্য হাইকোর্টে যাবেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তিনি বাংলাদেশের জাতীয় সংসদের উপ নির্বাচনে বগুড়ার দুটি আসন থেকে এমপি নির্বাচন করেছেন। হিরো আলম একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং সমাজের নিম্ন পর্যায় থেকে উঠে আসা সফল ব্যক্তিদের একজন। একাডেমিক শিক্ষাগত যোগ্যতা না থাকলেও প্রকৃতি প্রদত্ত মেধা ও যোগ্যতার বলে তিনি চলচ্চিত্র নির্মাণ করে এবং ইউটিউব ফেসবুকে ভিডিও তৈরি করে অর্থ কড়ির মানুষ হয়েছেন।

সেই সুবাদে গণমানুষের মধ্যে অর্জন করেছেন জনপ্রিয়তা। গত ১ ফেব্রুয়ারি তারিখে বগুড়া সদর এবং কাহালু -নন্দীগ্রাম সংসদীয় আসন থেকে উপ নির্বাচনে অংশ নেন। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি প্রচন্ড আশাবাদী ছিলেন। মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার ছড়িয়ে পড়ে যে হিরো আলম নির্বাচনে জিতে যাচ্ছেন। কিন্তু ফলাফল ঘোষণার পর দেখা যায় যে সামান্য কিছু ভোটের ব্যবধানে হিরো আলম পরাজিত হয়েছেন।



ভোটে পরাজিত হবার পরদিন দুই ফেব্রুয়ারি তারিখে হিরো আলম মিডিয়াকে জানান তিনি এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন। কারচুপি করে তার বিজয়কে ছিনিয়ে নেয়া হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন ইভিএম মেশিনে একপ্রতিকে ভোট দিলে আরেক প্রতীকে চলে যায়। ইভিএম মেশিনে ভোট সুষ্ঠু হয় না। হিরো আলম একতারা প্রতীক নিয়ে নির্বাচন করেন এবং তিনি মশাল প্রতীকের প্রার্থীর কাছে পরাজিত হন। হিরো আলম বলেন তিনিই বিজয়ী হয়েছেন। তার এজেন্টদের নির্বাচন কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেন। তিনি আরো বলেন তার এজেন্ট দের ফলাফলের সিট সরবরাহ করা হয়নি। নন্দীগ্রামের ৪৯ টি কেন্দ্রের মধ্যে ৩৯ টি কেন্দ্রের ফলাফল আসার পরে বাকি ১০ টি কেন্দ্রের পৃথক ফলাফল ঘোষণা না করে একযোগে ঘোষিত ফলাফলে তাকে পরাজিত ঘোষণা করা হয়। গতকাল 2 ফেব্রুয়ারি তারিখে তিনি নির্বাচন অফিসে উপস্থিত হয়ে নির্বাচন অফিসারের সাথে সাক্ষাৎ করে সকল কেন্দ্রের ফলাফল সিট গ্রহণ করেন। এ সময় তিনি নির্বাচন অফিসার সহ সেখানে উপস্থিত সবাইকে মিষ্টি খাওয়ান।

হাইকোর্টে গেলে তিনি এর কোন সুরাহা পাবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এর আগেও নির্বাচনে নানা জটিলতার বিষয়ে তিনি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন এবং সুবিচার পেয়েছেন।

ভেড়ামারায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পান‌ বরজে আগুন

 ভেড়ামারার পাটুয়াকান্দীত  উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা তালেবুর রহমান টুকুর পান বরজে শত্রুতাবশতঃ আগুন  ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। পুড়ে  ছাই হয়ে গেছে ৫ কাঠা জমির পান। 




রাত ৭ টার দিকে পাটুয়াকান্দিতে তালেবুর রহমান টুকুর ২ বিঘার পান বরজে ডিজেল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। 


ঘটনাস্থলের নিকট দিয়ে পথ চলতি মোঃ সাদেক আলী পান বরজে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করলে আশে পাশের মানুষ ছুটে এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে নেন। 



ততো


ক্ষণে ৫ কাঠা পরিমান জমির পান পুড়ে যায়। 

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় ভেড়ামারা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ।



সরেজমিনে গিয়ে দেখা যায় পানের গায়ে ডিজেল ছিটানো রয়েছে। 


তালেবুর রহমান টুকু জানান পূর্বশত্রুতার জের ধরেই

আমার পান বরজে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। 

তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচারের দাবি করেন তিনি।

আজ পহেলা ফেব্রুয়ারী । বাঙালী প্রাণের ভাষার মাস !!

 মনোয়ার হোসেন মারুফ #

 আজ পহেলা ফেব্রুয়ারী। ফেব্রুয়ারী মাসের প্রথম দিন।  এই মাসটি বাঙালীর কাছে প্রাণের মাস। এই মাসটির ২১ তারিখ বাঙালী জাতির ইতিহাসে এক মহা মূল্যবান সংযোজন।  ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস হিসেবে পালিত হয়। জাতীয়ভাবে দিবসটি পালন উপলক্ষে নেয়া হয় নানা কর্মসূচী। জাতীয় শোক দিবস হওয়ায় ঐদিন জাতীয় পাকা থাকে অর্ধনমিত। ফেব্রুয়ারী তাই শোকের মাস হিসেবে পরিচিত। এটি একটি ঐতিহাসিক মর্যাদা ও ভিত্তির উপর প্রতিষ্ঠিত দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারীর মর্যাদা বিশ্ব পরিমন্ডলে বিস্তৃত হয়েছে। বাঙালীর গর্ব ও অহংকারের দিনও এটি। ভাষা দিবস হিসেবেও দিবসটির পরিচিতি আছে। ১৯৫২ সালে পশ্চিম পাকিস্তানীগণ কর্তৃক শাসিত তৎকালীন পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের দামাল ও অকুতোভয় ছেলেরা নিজেদের মাতৃভাষা রক্ষার তাগিদে রাজপথে ১৪৪ ধারা ভঙ্গ করে “রাষ্ট্র ভাষা বাংলা চাই” শ্লোগানে আকাশ-বাতাস প্রকম্পিত করে মিছিল করেন। দাবি আদায়ের উক্ত মিছিল-সমাবেশগুলোতে পাকিস্তানী বর্বর পুলিশের নিক্ষিপ্ত তপ্ত বুলেটে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকসহ আরো অনেকে শহীদ হন। তাদের মহান আত্মত্যাগে বেগবান ভাষা আন্দোলন অপ্রতিহত এক আন্দোলনে রুপ নেয়। একসময় পাকিস্তানী শাসক গোষ্ঠী বাংলা ভাষাকে যথার্থ স্বীকৃতি দিলে এই আন্দোলন সফল এক আন্দোলন হিসেবে ইতিহাসে স্থান পায়। ভাষা আন্দোলনের সঞ্জিবনী শক্তিই পরবর্তীতে বাঙ্গালী জাতিকে আত্ম চেনা এক জাতিতে পরিণত করে। এরই ধারাবাহিকতায় অনেক ত্যাগ-তীতিক্ষার মাধ্যমে ১৯৭১ সালে পরাধীনতার নাগপাশ ছিন্ন করে বিশ্বের বুকে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যূদয় ঘটে।


দ্বিজাতিত্ব এর ভিত্তিতে পাক-ভারত সীমানা চিহ্নিত হওয়ার পর পাকিস্তানের ঊর্দূ ভাষী শাসকগোষ্ঠী চেয়েছিল ঊর্দূকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে। কিন্তু বাঙালী ছাত্র-কৃষকসহ আমজনতা পাকিস্তান শাসকদের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান ও রুখে দেয়ার জন্য মরণপণ লড়াইয়ের সিদ্ধান্ত নেন। এই লড়াইয়ের মাঠে প্রাণ দেন জাতীর শ্রেষ্ঠ সন্তানেরা। তাদের স্মৃতি রক্ষার্থে গড়ে ওঠে শহীদ মিনার।  প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারী ভোরে এই মহীদ মিনারে শ্রদ্ধা ও মমতায় পূষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতি বীর ভাষা শহীদদের অমর করে রাখে। বাঙালী জাতি বিশ্বাস করে ভাষা মানে তাদের অস্তিত্ব। এই ভাষা হারিয়ে গেলে বাঙালী তার ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐতিহ্য হারিয়ে ফেলবে। অস্তিত্ব রক্ষা ও সময়ের প্রয়োজনে  ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারীর গর্বিত আত্মত্যাগ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছিল। বিশ্বের বুকে সেদিন বাঙালী জাতি এক সাহসী ও প্রতিবাদী জাতি হিসেবে নিজেদেরকে নতুনভাবে জানান দিয়েছিল। সেদিন শাসকের রক্তচোক্ষু স্তব্ধ করে দিয়েছিল এই বাংলার দামাল ছেলেদের প্রত্যয়ী মনোভাব। ২১ শে ফেব্রুয়ারীকে নিয়ে  বাঙালী কবি সাহিত্যিকেরা রচনা করেছেন অসংখ্য কবিতা, গান ও প্রবন্ধ। যা বাংলা ভাষা ও সাহিত্যকে করেছে সমৃদ্ধ। আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটি এই দিবসটিকে নিয়ে রচিত সর্বাধিক জনপ্রিয় গান। এই গান গাইতে গাইতেই প্রভাত ফেরি করে শহীদ মিনারের দিকে ফুল হাতে আজো ছুটে চলেছে বাঙালী। ভাই হারানোর শোক বুকে নিয়ে আজো বাঙালী বয়ে বেড়াচ্ছে সেই আবেগঘণ স্মৃতি। ভাষা শহীদদের এই রক্তঋণ কোনদিন শোধ হবেনা। এই দিনটির কল্যাণে পুরো ফেব্রুয়ারী মাসটি বাঙালীর কাছে বছরের অন্য ১১ টি মাসের চেয়ে একটু ভিন্ন আবেদন বহন করে।

 

 

 

ভেড়ামারায় উচ্ছেদ অভিযান। ভাঙ্গা পড়লো নর্দমার উপর স্থাপিত অসংখ্য অট্রালিকার দেয়াল ও গেট।

 মনোয়ার হোসেন মারুফ # কুষ্টিয়ার ভেড়ামারায় আজ সোমবার সকাল ১০.০০ টা থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভেড়ামারা পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগে এই কার্যক্রম এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অব্যাহত ছিল।  উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে ক্রেন দিয়ে গুড়িয়ে দেয়া হয় ড্রেনের জায়গার উপর স্থাপিত দেয়াল ও গেটসহ অন্যান্য স্থাপনা।কুষ্টিয়ার ভেড়ামার পৌর এলাকার দক্ষিণ রেলগেট থেকে শুরু করে বামনপাড়া ও চার রাস্তার মোড় হয়ে হিসনা নদী পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হতে দেখা যায়। 



পৌর কর্তৃপক্ষ শহরে জলাবদ্ধতা দূর করার মহৎ উদ্দেশ্যে ড্রেন দখল মুক্ত করার পরিকল্পনা গ্রহন করে। জনদাবির ভিত্তিতে ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে অবৈধ দখলবাজদের কবল থেকে সরকারি সম্পত্তি মুক্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আইওডিপি প্রকল্পের আওতায় নর্দমা নির্মাণের জন্য ভেড়ামারা পৌরসভায় বাস্তবায়নের জন্য ৫ কোটি ৪১ লক্ষ টাকা স্কীম অনুমোদিত হয়েছে।




 কিন্তু জায়গা জমি বেহাত অবস্থায় থাকায় এই স্কীম বাস্তবায়নের কাজ থমকে আছে। এমতাবস্থায়, পৌর কর্তৃপক্ষ এব্যাপারে বিভিন্ন সময়ে বিভিন্ন বৈঠক আহ্বান করেন। সেই সাথে  সংশ্লিষ্ট দখলবাজদের প্রতি নোটিশ প্রদান করেন। শহরে মাইকিংও করা হয়। কিন্তু দখলবাজ বাড়ি-ঘরের মালিকেরা জায়গা ছেড়ে না দেয়ায় পৌর কর্তৃপক্ষ আজকের এই মিশন পরিচালনা করার চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করে। এব্যাপারে ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল ডেইলি ভেড়ামারা ডট ব্লগ স্পটকে বলেন, ঠিকাদারকে সাইট বুঝিয়ে দেয়া ছাড়া আমাদের হাতে দ্বিতীয় কোন বিকল্প নেই। শহরে জলাবদ্ধতা দূর করা এটি গণদাবি। এই গণদাবি বাস্তবায়নের জন্যই ড্রেন নির্মানের স্কীম বাস্তবায়ন অত্যন্ত প্রয়োজন। 

এমতাবস্থায়, অবৈধভাবে যারা ড্রেন দখল করে গেট ও দেয়াল নির্মাণ করেছেন তাদের সেই অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হচ্ছে। 

উল্লেখ্য এই উচ্ছেদ প্রক্রিয়ার মাধ্যমে ভাঙা পড়লো অসংখ্য অট্রালিকাসম বিল্ডিংয়ের অবৈধভাবে নির্মিত সুরম্য দেয়াল ও নয়নাভিরাম গেট। যা নর্দমা দখল করে নির্মাণ করেছিলেন সুযোগ সন্ধানী দালান মালিকরা।

 

 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শারমিন আঁখি অগ্নিদগ্ধ

 ছোট পর্দার বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শারমিন আখি বৈদ্যুতিক শর্ট সার্কিট দুর্ঘটনায় অভিনয়ের শুটিং চলাকালীন মুহূর্তে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকাস্থ্য শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া চিকিৎসকেরা জানিয়েছেন তার শরীরের বিশাল একটি অংশ আগুনে ঝলসে গেছে।‌ অভিনেত্রী শারমিন আঁখি শুটিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।




চিকিৎসক ও পারিবারিক সূত্রে জানা গেছে, শারমিন আখির  শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে।

গতকাল ২৮ জানুয়ারী শনিবার রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিংয়ের সময় শারমিন আঁখি আহত হয়েছেন বলে জানিয়েছেন উক্ত অভিনেত্রীর স্বামী  রাহাত কবির। 

উল্লেখ্য শারমিন আঁখি তার অভিনয়গুণে সম্প্রতি দেশব্যাপী দর্শকদের মনে বিপুল সাড়া ফেলতে সক্ষম হয়েছিলেন। অগ্নি দগ্ধ হয়ে তার গুরুতর আহত হবার সংবাদে ভক্ত কুলের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।


অশীতিপর এক বৃদ্ধের জীবন সংগ্রাম !!

জীবন যুদ্ধ!  অশীতিপর এক বৃদ্ধের জীবন সংগ্রাম 
রাজু আহাম্মেদ# 
তাঁতের গামছা তৈরি ও ফেরি করে ক্রেতা খুঁজে সেই গামছা বিক্রি করে জীবন চলছে অশীতিপর এক  বৃদ্ধের জীবন। দারিদ্র্য বিমোচন নয় টিকে থাকার সংগ্রাম নিয়ে আমাদের আরেকটি প্রতিবেদন। এবারের প্রতিবেদন একজন জীবন সংগ্রামী মোকাদ্দেস আলীকে নিয়ে।



৮০ বছর বয়সের বৃদ্ধ মোকাদ্দেস আলী। বয়সের ভারে ভালো করে হাঁটতেও পারেন না তিনি। তবুও জীবিকার তাগিদে এখনো তাঁতে (hand loom) তৈরি করেন গামছা। এরপর কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গায় কাঁধে গামছা ভর্তি ব্যাগ ঝুলিয়ে ফেরি করে সেই গামছা বিক্রি করেন। তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেলেও তার আত্মবিশ্বাস সমুন্নত । মনোবল সুদৃঢ়। আর তাই ভিক্ষা না করে গামছা বিক্রি করে সংসার চালান তিনি। 


দীর্ঘ ৩০ বছর যাবৎ হেঁটে হেঁটে গামছা বিক্রি করে আসছেন মোকাদ্দেস। এর আগে ছোটবেলা থেকে প্রায় ৪০ বছর পায়ের শক্তিতে চালিয়েছেন প্যাডেলের ভ্যান। বয়স বাড়লেও সবসময় কাজের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এই বয়সে বাড়িতে গামছা তৈরি করেন এবং সেই গামছা হাতে নিয়ে কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ছুটে চলেন তিনি। কারোর দয়ার উপরে নির্ভরশীল না হয়ে। কারোর দুয়ারে দুয়ারে যেয়ে হাত না পেতে বৃদ্ধ বয়সে শারীরিক নানা সীমাবদ্ধতার মাঝেও সম্মানজনক জীবিকা অব্যাহত রেখেছেন তিনি। তার এই স্বাধীনচেতা মনোভাবের জীবন সংগ্রাম পথ দেখাক আজকের তরুণদেরকে।

ভেড়ামারায় বসতে যাচ্ছে মাঙ্গন সাহেব স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় আসর

 কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি তারিখে দুই দিনব্যাপী বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক মাঙ্গন সাহেব স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ভেড়ামারা চলন্তিকা ক্রীড়া চক্রের আয়োজনে এবং  মাঙ্গন কনস্ট্রাকশনের সার্বিক সহযোগিতায় স্বর্নপট্টিস্থ সিকেসি ব্যাডমিন্টন কোর্টে  "মজিবুল হক মাঙ্গন সাহেব স্মৃতি" ব্যাডমিন্টন টুর্নামেন্টের ২য় আসর বসতে চলেছে। প্রাইজ মানি হিসাবে  চ্যাম্পিয়ন দল পাবে ৬০,০০০= টাকা। পক্ষান্তরে রানারআপ দল প্রাইজ মানি হিসাবে পাবে ৪০,০০০/= টাকা। 

আগ্রহীদেরকে অংশগ্রহনের জন্য আমন্ত্রন জাননো হচ্ছে। এন্ট্রি এর জন্য যোগাযোগ ঃঃ  ০১৭১২০৯৮৮৫১



জীবন যুদ্ধ!! একজন সংগ্রামী ব্যক্তির ইতিবৃত্ত

 লিখেছেন সাংবাদিক আজিজুল হাকিম #

জীবন একটা যুদ্ধের ময়দান, এখানে প্রতিনিয়ত সংগ্রাম করে বাঁচতে হয়। হার মেনে নেওয়ার নাম জীবন নয়।

লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন।



আজ এখানে আমরা একজন সংগ্রামী ব্যক্তির জীবন যুদ্ধের ইতিবৃত্ত তুলে ধরছি। 

আব্দুল হাই, বাড়ি খাঁড়ারা, কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। এই বৃদ্ধ বয়সে সে প্রতিদিন জীবিকর জন্য  এক অসম লড়াই করে চলেছে। প্রচন্ড শীত, রোদ -বৃষ্টি- ঝড় অথবা বৈরী আবহাওয়া তাকে কখনো থামাতে পারেনি। প্রতিদিন ছোলার ঘুগনি বিক্রয় করে মেহনত এর মাধ্যমে অর্জিত পয়সায় কোনরকমে সংসার চালায় ও নিত্য দিনের চাহিদা পূরণ করেন। লেখক এর সাথে কিছুক্ষণ আলাপের মাঝে আব্দুল হাই জানালেন, দুইটা ছেলে সন্তান রয়েছে তার। তবে তারা কেউ দেখভাল করেনা তার। কোনপ্রকার খেয়ালও রাখেনা তারা তাদের জন্মদাতার প্রতি।

তবুও এই বৃদ্ধ বয়সে সে ভিক্ষার ঝুলি হাতে না নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে সহযোগিতা চেয়ে হাত না পেতে ছুটে চলেছেন তিনি রিজিকের সন্ধানে। 



এই বৃদ্ধ বয়সেও সন্তানগণ কর্তৃক উপেক্ষিত কষ্টকর জীবনে ছোলা সিদ্ধ (স্থানীয় ভাষায় ঘুগনি) এর গামলা মাথায় নিয়ে মাইলের পর মাইল হেঁটে ক্রেতার খোঁজে তার অবিরাম ছুটে চলা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। কারো কাছে হাত না পেতে জীবন সংগ্রাম চালিয়ে যাওয়া আব্দুল হাই এর লড়াইয়ের ইতিবৃত্ত গৌরবময় কোন বিষয় কিনা সে প্রসঙ্গে আমরা যাচ্ছি না। আব্দুল হাই শুধু একা নন। আব্দুল হাইয়ের মত ভাগ্যাহত অনেকেই রিকশা চালিয়ে, মজুরি খেটে জীবনের শেষ প্রান্তে এসেও সংসারের ঘানি টানতে বাধ্য হন।  সামান্য রোজগারে কোনরকমে খেয়ে, না খেয়ে জীবন অতিবাহিত করেন। জীবনের স্বাদ-আহ্বলাদ এর পরিবর্তে এদের ভাগ্যে জমা হয় চরম অনিশ্চয়তা। রোগ-শোকে চিকিৎসা নেওয়ার সামর্থ্য থেকেও বঞ্চিত তারা। এই যুদ্ধ দারিদ্র্য মোচনের যুদ্ধ নয়। এই যুদ্ধ কোনরকমে টিকে থাকার যুদ্ধ। বর্তমান এই দুর্মূল্যের বাজারে এদের জীবন আরো অনেক অসহায়ত্বের মুখে নিপতিত।  জীবন সংগ্রামী আব্দুল হাইদের জন্য সহমর্মিতা বোধ জাগ্রত হোক  স্বচ্ছল ও বিত্তবানদের হৃদয়ে💓

ভেড়ামারায় রচিত হলো ইতিহাস। মসজিদে জামাতে নারীদের সালাত আদায়

 কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আজ ২৭ জানুয়ারি ২০২৩ খ্রীষ্টাব্দ শুক্রবার মসজিদে জুম্মার নামাজ জামাতের সাথে আদায় করেছেন নারীরা। প্রথমবারের মতো কোনো মসজিদে পুরুষের পাশাপাশি সালাত আদায়ের ঘটনার মধ্য দিয়ে এখানে সূচিত হলো নব ইতিহাস।  ভেড়ামারা মডেল মসজিদে  আজ জামায়াতের সঙ্গে  জুম্মার নামাজ  আদায় করতে ভেড়ামারার সর্বস্তরের নারীর সমাবেশ ঘটে।  নামাজ আদায়কারী নারীদের অনেকেই দৈনিক ভেড়ামারা ব্লগ স্পট ডট কমকে জানিয়েছেন, তাদের নতুন অভিজ্ঞতার কথা। তারা বলেন,  এই প্রথমবার  ঘরের বাইরে মসজিদে গিয়ে  নামাজ  আদায় করলেন তারা। তাদের অনেক দিনের  চাওয়া ছিল এটি । মহান  আল্লাহ্ পাক বান্দার মনের অজানা কথাও জানেন। ফেসবুক -এ স্ট্যাটাস দিয়ে এই  সুযোগ করে দেয়ায়  পরম করুণাময় এর দরবারে কোটি কোটি শুকরিয়া  আদায় করছেন সম্ভ্রান্ত রমনীকুল‌ এর নেতৃস্থানীয়রা। এত সুন্দর পরিবেশে সালাত আদায় করতে পেরে ভীষণ  আনন্দিত তারা সবাই। তারা আশা প্রকাশ করে বলেন, ইনশাআল্লাহ  প্রতি জুম্মাতেই উপস্থিত হবেন তারা।  মুসলিম মা - বোনদের প্রাতি আহ্বান জানিয়ে বলা হয়েছে আসুন, জুম্মার দিন একসঙ্গে সবাই  সালাত আদায় করব! উল্লেখ্য, গত সপ্তাহে ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে দীর্ঘ চার পাঁচ বছরের নির্মাণ কাজ শেষে মডেল মসজিদ উদ্বোধন করা হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ এখানে নারীরা জুম্মার নামাজ আদায় করতে পারবেন বলে ঘোষণা দেন। উপজেলা প্রশাসনের আমন্ত্রণে ও উদ্যোগে ভেড়ামারা উপজেলায় কোন মসজিদে প্রথমবারের মতো নারীদের জামাত অনুষ্ঠিত হলো। প্রগতিশীল মুসলিম সমাজ এই সংবাদে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন।

                         ভেড়ামারা মডেল মসজিদ


ভেড়ামারার লেখক কবি আসমান আলীর তিনটি গল্পগ্রন্থ প্রকাশিত

 সোনা পুড়ে পুড়ে যেমন খাঁটি হয়, লিখতে লিখতে তেমনই সত্যিকারের লেখক হয়ে উঠেছেন বিশিষ্ট কবি লেখক ও গল্পকার ডাঃ মোঃ আসমান আলী।  

একাধিক যৌথ কাব্যগ্রন্হ তাঁর সম্পাদনায় প্রকাশিত হলেও এককভাবে ভেড়ামারার লেখক কবি আসমান আলীর তিনটি গ্রন্থ প্রকাশিততিনটি একক গল্পগ্রন্থ বের হয়েছে তাঁর। 



তাঁর তিনটি বই ই ব্যাপক পাঠক জনপ্রিয়তা পেয়েছে। ২০২২ সালে কলকাতা বইমেলায় তাঁর লিখা দেনমোহর বইটি সেখানে সাড়া জাগিয়েছে। ২০২৩ সালের অমর একুশে বইমেলা উপলক্ষে এ লেখকের আসছে গল্পগ্রন্থ পথে যেতে যেতে । বইটিতে সাতটি টানটান উত্তেজনাকর গল্প রয়েছে যা পাঠকদের  মনে একদিকে  রসনা যেমন যোগাবে তেমনি বাস্তবতার এক প্রামান্য দলিল হিসেবে সমাজ ও সংসারের প্রাত্যাহিক জীবনে  কাজে আসবে।


এ বইয়ের একটি গল্প সিমকার্ড।  সিমকার্ডের ভুল ব্যবহারে সমাজ- সংসারে কতটা ক্ষতি হচ্ছে এবং এ থেকে বাঁচার উপায়গুলো অতি সাহসিকতার সাথে তুলে ধরা হয়েছে। বিশিষ্ট কবি লেখক ও গল্পকার ডাঃ মোঃ আসমান আলী'র লিখার বৈশিষ্ট্যই হচ্ছে তিনি যা দেখেন তা সাহসিকতার সাথে তুলে ধরেন যা অনেকেই পারেন না।

পথে যেতে যেতে ঘেঁটে দেখা যায় সামান্য কারণে স্ত্রীকে ছেড়ে চলে যান। ৪০ বছর পরে দুজন ঘটনাক্রমে একত্রে হলে কেউ কাউকে চিনতে পারেন না। লেখকের ভাষায়,

গাড়ি ছুটে চলেছে আপন গতিতে। বাইরে সবুজের সমারোহ। জীবনের পড়ন্ত বেলায় এসে কেন জানি আশরাফকে খুব দেখতে ইচ্ছে করছে। বিয়ের পর যে ঘরে প্রথম উঠেছিলাম অতি সাধারণ অথচ ছিমছাম।  সে ঘরটি চোখের সামনে ভেসে উঠছে।  


আইনতঃ আমরা এখনো স্বামী -স্ত্রী।  কেননা কাগজ- কলমে তো আমাদের আজো ছাড়াছাড়ি হয়নি। ভাবতে ভাবতে কাউন্টারে অসুস্থ লোকটির অসহায়ত্বের কথা মনে পড়লো। আহা এই বয়সে এই মানুষটি ভালো করে খেতেও পায় না। 



ভাবছি আমার ছেলে তো কতো টাকাই যাকাত-ফেতরা দেয়। সেখানে থেকে না হয় এই অসহায় মানুষটিকে কিছুটা সাহায্য করবো ভেবে তার ঠিকানাটা বের করে চোখের সামনে ধরলাম। কিন্তু এ কি এ আমি কি দেখছি যাকে ৪০ বছর ধরে খুঁজছি তাঁকে কাছে পেয়েও হারালাম সব গল্পতেই এমন টানটান উত্তেজনা রয়েছে।  

বইটি পাবেন অমর একুশে বইমেলায় প্রতিভা প্রকাশ এর ৬০০,৬০১,৬০২ নং স্টলে। বইটির মুদ্রিত মুল্য ৩০০ টাকা।২৫% কমিশনে ২২৫ টাকায় নিতে পারবেন। 


বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন। বইয়ের চেয়ে ভালো উপহার অন্য কিছু হতে পারে না।

ভেড়ামারার সাংবাদিক চমন গাজী গুরুতর অসুস্থ। পিজি হাসপাতালে ভর্তি

 কুষ্টিয়ার ভেড়ামারার সাংবাদিক চমন গাজী গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (সাবেক আইপিজিএম‌আর) এ ভর্তি হয়েছেন। আজ চার দিন যাবত তিনি উক্ত হাসপাতালে ডাক্তার সাইমন মনসুর এর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।


তিনি fibromyalgia রোগে আক্রান্ত বলে প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন। চিকিৎসকেরা তার শরীরে ক্যান্সার কোষ থাকতে পারে এমন অনুমানের ভিত্তিতে  fnac টেস্ট এর পরামর্শ দিয়েছেন।

চমন গাজী ভেড়ামারা প্রেসক্লাবের নির্বাহী সদস্য এবং সে দৈনিক মাতৃভূমির খবরের ভেড়ামারা প্রতিনিধি।

তার অসুস্থতার খবরে ভেড়ামারার সাংবাদিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তার রোগ মুক্তি কামনায় সহযোদ্ধা সাংবাদিকগণ সকলের নিকটে দোয়া কামনা করেছেন।

সহকর্মীদের সাথে সাংবাদিক চমন গাজী

ভেড়ামারা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হীরক জয়ন্তী উদযাপন নিয়ে নানা গুঞ্জন

 ভেড়ামারা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী অনুষ্ঠান নিয়ে নানা গুঞ্জন

আগামী ২৮শে জানুয়ারী ২০২৩ তারিখে স্থানীয় একটি ফুড পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তীর অনুষ্ঠান। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো এই যে, এই তথাকথিত অনুষ্ঠান আয়োজনের বিষয়ে কোন কিছুই অবগত নন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হক। জানা গেছে বিদ্যালয় কর্তৃপক্ষকে পাশ কাটিয়ে একটি মহল নিজেদের  স্বার্থে একতরফাভাবে হীরক জয়ন্তীর উদযাপনের তারিখ ও ভেন্যূ নির্ধারন করেছে। এই খবরে এলাকায় ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। 



বিভিন্ন সূত্রে জানা গেছে, এই হীরক জয়ন্তী উপলক্ষে একটি মনগড়া কমিটি করে অর্থ সংগ্রহ করেছে। এই অর্থ ঠিক মত ব্যাংকে জমা প্রদান না করে নিজেদের কাছে তা রেখে দেয়ার অভিযোগ উঠেছে। জন প্রতি ১ হাজার টাকা করে মোট ৪৪২ জন প্রাক্তন ছাত্রী রেজিষ্ট্রেশন করিয়েছেন। কিন্তু রুপালী ব্যাংক লিঃ ভেড়ামারা শাখার ব্যাংক স্টেটমেন্ট সূত্রে জানা যায়, ২৪ অক্টোবর ২০১৯ তারিখে HEROK JOYONTEE GOVT BHERAMARA SEC GIRLS SCHOOL নামে একটি সঞ্চয়ী হিসাব যাহার নম্বর 5371010006864 ৩০ জুন ২০২২ তারিখে ১ম ২ লক্ষ ৩৬ হাজার ৮৪৩ টাকা জমা দেয়া হয়। এরপর কয়েক দফা ১১ ই জানুয়ারী ২০২৩ তারিখ পর্যন্ত উক্ত হিসাবে ২ লক্ষ ৬০ হাজার ৯৪৭ টাকা ব্যালান্স ছিল। 

ব্যাংকের উক্ত একাউন্টকে পূঁজি করে হীরক জয়ন্তীকে উপলক্ষ করে এবং বিদ্যালয়ের নাম ভাঙিয়ে সহজ=সরল মানুষদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। সূত্র গুলো জানাচ্ছে, ১৪ ই আগষ্ট ২০১৯ তারিখে  ১০ সদস্য বিশিষ্ট হীরক জয়ন্তী উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটিতে ভেড়ামারার সম্ভ্রান্ত, শিক্ষিত ও সম্মানিত ব্যক্তিদের নাম থাকলেও বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহন নেই। এমতাবস্থায় এই কমিটি গত ১১ ই জানুয়ারী ২০২৩ তারিখে ব্যাংক থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা উত্তোলন করে ২৮ জানুয়ারী অনুষ্ঠানের দিন ঘোষনা করে। উক্ত অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে না করে ভিন্ন একটি স্থানে করা রহস্যের জন্ম দিয়েছে। এব্যাপারে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মুখোমুখি হলে তিনি বলেন, হীরক জয়ন্তী উদযাপনের বিষয়ে তিনি কোন কিছু জানেননা। অফিসিয়ালি কোন কাজ সম্পন্ন করা হয়নি। কে কিভাবে কোন স্থানে স্কুলের নাম ভাঙিয়ে কোন অনুষ্ঠান করলে আমরা কোনভাবেই তার দায়-দায়ীত্ব নেবোনা। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভিন বলেন, বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহন নিশ্চিত করেনি আয়োজক কমিটি। অনুষ্ঠানটি অংশগ্রহনমূলক না হওয়ায় আমরা এতে সম্মতি দিতে পারছি না। তাছাড়া অনুষ্ঠান আযোজনকে ঘিরে কমিটির সদস্যদের মধ্যে ব্যাপক মতপার্থক্যের সৃষ্টি হয়েছে।হিীরক জয়ন্তী উদযাপন কমিটির নীরিক্ষা কমিটির আহ্বায়ক রুখসানা লাকি’র মুখোমুখি হলে তিনি এ সংক্রান্ত কোনরুপ হিসাব-নিকাশ বা জমা-খরচ তার কাছে নেই বলে প্রতিবেদককে জানান। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সাথে মুঠোফোনে যোগযোগ করা হলে তিনি বলেন, এ সংক্রান্তে তাকে একটি আমন্ত্রণপত্র দেয়া হয়েছে। তবে এর বেশি কিছু তিনি জানেন না। 

এদিকে নিজেদেরকে আয়োজক দাবি করে ২৮ তারিখের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে মর্মে জানা গেছে। অন্যদিকে উক্ত বিদ্যালয়ের নামে ফেসবুক আইডি খুলে তাতে হীরক জয়ন্তীর অনুষ্ঠানের বিষয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছে। এব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ফেসবুকে তাদের কোন আইডি নাই। কে কিভাবে ফেসবুকে বিদ্যালয়ের নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করছে তা তাদের জানা নেই।


সব মিলিয়ে ভেড়ামারার ঐতিহ্যবাহী ও সদ্য সরকারিকরণের আওতায় আসা ভেড়ামারা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিকে সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষা বিভাগের বিশেষ নজর দেয়ার প্রয়োজনীয়তার তাগিদ অনুভব করছেন সচেতন মহল।

বিদ্যার দেবী সরস্বতী

 হিন্দু ধর্মে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী হল সরস্বতী। সরস্বতী, লক্ষী ও পার্বতী হিদুধর্মে ত্রিদেবী নামে পরিচিত। সরস্বতী অনেক রুপ ধারন করতে পারেন তাই তার আরেক নাম শতরুপা। সারদা, ইলা, মহাশ্বেতা, বীণাপানি, বীণাবাদিনী, ভারতী, বাণী, বাগদেবী নামেও ডাকা হয় সরস্বতীকে।

শিব তার সহোদর আর ব্রক্ষ্মা তার সঙ্গী।




হিন্দু ছাড়াও পশ্চিম ও মধ্য ভারতের জৈন ধর্মাবলম্বী সরস্বতী পুজা পালন করেন। আবার বৌদ্ধ ধর্মের কোন কোন সম্প্রদায় সরস্বতী পুজা পালন করে।

ঋদবেদের মতে সরস্বতী হলে মাতৃকাগণের মধ্যে শ্রেষ্ঠ, নদীগণের মধ্যে শ্রেষ্ঠ এবং দেবীগণের মধ্যে শ্রেষ্ঠ।

আজ সরস্বতী পুজা।

মানবিকতার ছোঁয়াতে ছেয়ে যাক বিশ্ব।

শুভকামনা।



ভেড়ামারায় সরকারি জায়গায় ইট পাথর বালির ব্যবসা

 ভেড়ামারায় সরকারি জমি দখল করে ইট, পাথর, খোয়া, বালির ব্যবসা করার অভিযোগ। 


কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ব্যবসা করার অভিযোগ উঠেছে। উল্লেখ্য ভেড়ামারা জি. কে ২নং কলোনির সামনে পানি উন্নয়ন বোর্ডের আম বাগান সহ বেশ কিছু সরকারি জমি আছে। সেই জমিকে কেন্দ্র করে বেশ কিছু ব্যক্তি গড়ে তুলেছেন ইট, পাথর, খোয়া সহ বালির ব্যবসা। 



সাধারণ মানুষের কাছে একই প্রশ্ন ঘুরাফেরা করছে কিভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করছে। এদের কাছে কি কোন অনুমতিপত্র আছে নাকি জবর দখল করে ব্যবসা করছে। এসব জমি দখল করে ব্যবসা করার অনুমতি থাকে তাহলে ঠিক আছে। আর যদি অনুমতি না থাকে তাহলে এসব জমি দখল মুক্ত করা প্রয়োজন মনে করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গন।


ভেড়ামারায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সেচাগার বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কে বা কাহারা এখানে ইট, বালি, পাথর, খোয়া রেখেছে বা কি কারণে রেখেছে এটা আমার জানা নাই। এখানে সে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হয়েও জানেননা এই জমিটা ইজারা দেওয়া হয়েছে কিনা? এই কর্মকর্তা আরো বলেন, কুষ্টিয়া অফিসের সাথে যোগাযোগ করলে সঠিক তথ্য পাওয়া যাবে।


সরেজমিনে গিয়ে দেখা যায় যে তার সরকারি বাসভবন থেকে অফিস যেতে হয় এই জমির পাশ দিয়ে। তাহলে তিনি কিভাবে বলে এই সম্বন্ধে সে জানেনা। এখানে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হয়েও সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য কিছুই কি করার ছিল না। উনার এই খামখেয়ালির কারণে নষ্ট হতে চলেছে জমি সহ কিছু ঐতিহ্যবাহী গাছপালা। 



নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, 

এখান থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন এসব ব্যবসায়ীরা। এই সব সরকারি জমি উদ্ধার করা হলে এখান থেকে সরকারের রাজস্ব আয় করা সম্ভব এবং প্রশাসন পানি উন্নয়ন বোর্ডের জমি উদ্ধারে কার্যকরী পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ছায়ানীড় // সানু তাছমিন সাগরিকা

 ছায়ানীড়

সানু তাছমিন সাগরিকা 


মা!!

তিনি কে জানেন?

যে দশ মাস দশদিন গর্ভে ধারণ করে

অসহ্য যন্ত্রণা সহ্যের পরে একটি শিশুকে

পৃথিবীর আলোকিত মুখ দেখায়।।


বাবা!!

তিনি কে জানেন?

উওপ্ত রোদে ঝালসীত একটি দক্ষ বাহু

যিনি দিন রাত পরিশ্রম করে পরিবারের

মুখে এক চিলতি হাসির ঝলক দেখতে ব্যতিব্যস্ত।। 



জিবন চলে সময়ের গতিতে

সময় চলে যায় স্রোতের মত

আঁধার কেটে আলো আসে

কিছু আপনজন বদলায় সময়ের ন্যায়ে 

কিন্তু বাবা-মায়ের স্নেহ মমতা

কখনোই শেষ হয়না,স্নেহের রং হয়না

মমতা মাখা ভালোবাসা যেন অনন্তকাল

জুড়ে ঠিক নবজাতক শিশুর মতই রয়।।  


বাবা-মা !!

তারা কি জানেন?

শত অভাব অনাটনের মাঝেও

সন্তানের শত আবদার পূরণে অবিচল,

এক চিলতি হাসির মাঝে

লুকিয়ে রাখে মনের হাজারো যন্ত্রনা।।


স্বপ্ন!!

বাবার পরিশ্রমী ঘামে ভেজা শরীরটা 

দেখার পরে মনের মাঝে স্বপ্ন গুলো 

অনেক লজ্জা পায়, 

আর মনের মাঝে উজ্জীবিত স্বপ্নগুলো

অস্থির হয়ে সামনের দিকে এগিয়ে যাবার

একবুঁক আশায় নিশ্চুপ শপথ গ্রহণ করে ।। 


শিক্ষক!!

হয়তো জন্মদাতা মায়ের ডিগ্রি না থাকলেও

তিনি সন্তানের জিবনের প্রথম শিক্ষক

কারণ,শিশুর প্রথম বুলি মা, 

যা মায়ের মুখের বুলি হতে শেখা

আর সন্তানের পারিবারিক শিক্ষায়

একটি মানুষ স্ব-শিক্ষায় শিক্ষিত হতে পারে।।



কষ্ট!!

বাবা-মায়ের কষ্ট কি জানেন?

এত ত্যাগ তিতিক্ষার পরেও যখন

একটি সন্তান বড় হবার পরেও

সেই বাবা মা কে অবমূল্যায়ন করে

এবং যে বাবা মা জিবনের শেষ বয়সে এসে

সন্তানের দিকে তাকিয়ে রয়, একটু সুখের আশায়

কিন্তু পরিবর্তে পায় হাজরো যন্ত্রণা।

অভিশপ্ত সন্তানের জন্য ধিক্কার যারা একটু

সুখের তরে বাবা-মা কে শেষ বেলাতে

বানালে খেলার পুতুল।।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিতের প্রবাসী সাংবাদিকবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়

<p> জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিতের  প্রবাসী সাংবাদিকবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি#

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি  মোহাম্মদ আব্দুল মুহিত ‘ইংরেজি নববর্ষ ২০২৩’ উপলক্ষ্যে  গত ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার সন্ধ্যা ৬:০০ ঘটিকায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে নিউইয়র্কে দায়িত্বরত প্রবাসী বাংলাদেশী সাংবাদিকবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছেন। ১৭ জানুয়ারি,জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশন নিউইয়র্কের 

স্থায়ী প্রতিনিধি জনাব মুহিত শুরুতে সবাইকে স্বাগত জানান 



এবং লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি ১৯৭৪ সালে

বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের পর এ পর্যন্ত

বাংলাদেশের সাফল্য তুলে ধরেন। বাংলাদেশ বর্তমানে

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীসহ বিভিন্ন ফোরামে অত্যন্ত 

দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। রোহিঙ্গা সমস্যার দ্রুত 

 সমাধানের ব্যাপারে মিয়ানমার এবং জাতিসংঘের প্রতিটি 

দেশের সাথে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। 



২১শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৯৯৯ সাল থেকে জাতিসংঘসহ বিশ্বের প্রতিটি দেশে পালিত হচ্ছে,

এই কৃতিত্ব বাংলাদেশের। 

বাংলাদেশের উদ্দোগে জাতিসংঘে শান্তির সংস্কৃতি পালিত 

হচ্ছে। জনাব মুহিত তার দায়িত্ব পালনকালে বাংলা সংবাদ 

মাধ্যমের সমর্থন কামনা করেন এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে তুলে ধরার আহবান 

জানান।

আই-অন-বাংলাদেশ টিভির পরিচালক রিমন ইসলামের

এক প্রশ্নের জবাবে আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গাদের 

গণহত্যার বিচার দাবিতে মিয়ানমারের বিরুদ্ধে যে মামলা করেছিল ICC & ICJ কোর্টে, সেটির বর্তমান অবস্থা এবং

অগ্রগতি ব্যাখ্যা করেন জনাব মুহিত। গাম্বিয়ার মামলার উত্তরের জবাব দেন বাংলাদেশ মিশনের ডিফেন্স মিনিস্টার ব্রিগেডিয়ার জেনারেল সাদেক, মিয়ানমারে সদ্য নিয়োগ পাওয়া বাংলাদেশের রাস্ট্রদূত ডঃ হোসেন বিশদভাবে প্রশ্নের জবাব দেন। জাতিসংঘ ৩য় কমিটির মিনিস্টার মোসাম্মতসা হানারা মনিকা গাম্বিয়ার মামলার ব্যাপারে  বিস্তারিত আলোচনা করেন।এই মামলায় মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট অং সান সুচি ২০১৯ সালে ICC Court, The Hague, Netherlands এ সাক্ষ্য প্রদান করেন।




নিউইয়র্কে ইংরেজি নতুন বছর উপলক্ষে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির মতবিনিময় সভায়

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের পক্ষ থেকে কোন চাপ বা দিক নির্দেশনা নেই বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি- রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। জাতিসংঘের পক্ষ থেকে এ ধরণের দিক নির্দেশনা দেওয়ার সুযোগ আছে বলে তিনি মনে করেন না।



বরং তিনি বলেন,সদস্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশ জাতিসংঘে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিউইয়র্কে ইংরেজি নতুন বছর উপলক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে স্থায়ী প্রতিনিধির মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।


এ সময় রোহিঙ্গা ইস্যূতে রাষ্ট্রদূত মুহিত বলেন, ইতিমধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে দুটি প্রস্তাবনা পাশ হয়েছে। এ দুটি প্রস্তাবণাকে সামনে রেখে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ তরান্বিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত মোহাম্মদ আব্দুল মুহিত।


সংবাদ সম্মেলনে জানানো হয়, মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার যৌক্তিকতা নিয়ে মিয়ানমারের চ্যালেন্জ করা রিট আন্তর্জাতিক আদালত খারিজ করে দিয়েছে। ফলে এখন দায়েরকৃত মামলার কার্যক্রম চলতে আর বাধা নেই।


রেমিট্যান্স ইস্যূতে কথা বলতে গিয়ে রাষ্ট্রদূত আব্দুল মুহিত বলেন, রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখন শীর্ষে। যেটি আগে সৌদি আরবের দখলে ছিল। তিনি মনে করেন বৈধ পথে অর্থ পাঠানোর জন্যই এমনটি হয়েছে - যা নিয়ে আমরা গর্ব করতে পারি। এই জায়গায় যুক্তরাষ্ট্র প্রবাসীদের কিভাবে আরও উৎসাহিত করা যায় সেটি নিয়ে কাজ করার সুযোগ রয়েছে মনে করেন তিনি।




জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত খুনী রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে মোহাম্মদ আব্দুল মুহিত বলেন, খুনীরা প্রতিটি দেশে একটি আইনের অধীনে আশ্রয়ে আছে। তাই তাদের ফেরত নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট দেশের আইনী কাঠামোর উপর নির্ভর করছে। তবে খুনীদের ফিরিয়ে নেওয়ার সব চেষ্টাই করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজেকে সফল মনে করেন কিনা এমন প্রশ্নে রাষ্ট্রদূত আব্দুল মুহিত বলেন, আমি এখানে এসেছি মাত্র ৫ মাস। আমার আরও কাজ করার সুযোগ আছে। নিজেকে ব্যর্থ বা সফল বলার সময় এখনও আসেনি বলে জানান স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত।


এর আগে মতবিনিময় সভার শুরুতে লিখিত বক্তৃতায় রাষ্ট্রদূত আব্দুল মুহিত ২০২২ সালে মিশন কর্তৃক সম্পাদিত বিভিন্ন কাজের কথা তুলে ধরেন। তিনি নিউইয়র্কের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকগণকে নতুন বছরের শুভেচ্ছা জানান।


এ সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন মিয়ানমারে সদ্য নিযুক্ত রাষ্ট্রদূত ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি ড. মনোয়ার হোসেন।


প্রশ্নোত্তর পর্ব শেষে সাংবাদিকগণ তাদের নিজ নিজ পরিচয় তুলে ধরেন।


অনুষ্ঠানে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের সব কর্মকর্তা

উপস্থিত ছিলেন। 

দায়িত্বপ্রাপ্ত প্রেস মিনিস্টার নাসির উদ্দীন ধন্যবাদ জানিয়ে

অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

সবাইকে নতুন বছরের উপহার দেয়া হয়।

শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।



এবার পুত্রের সাথে পিতার গাদ্দারী

 কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কোদালিয়া পাড়ায় এক পিতা তার অন্য পুত্রদের বঞ্চিত করে ছোট পুত্রের নামে লিখে দিয়েছেন সমস্ত জমা জমি। এতে উক্ত জমির উপরে বসবাসকারী অন্যান্য পুত্ররা পড়েছেন চরম বিপাকে। নিজভূমে পরবাসের মতন অসহায় অবস্থায় নিপতিত হয়েছেন বঞ্চিত পুত্র এবং তার পরিবার। পাড়া-প্রতিবেশী সহ স্থানীয় লোকজন পিতার এই অবিবেচনা প্রসূত কাজের চরম সমালোচনা করছেন এবং নিন্দা ও ধিক্কার জানাচ্ছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।



 ভুক্তভোগী পুত্র এলাকাবাসীর সূত্রে জানা যায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কোদালিয়া পাড়া মৌজা ১৯৪ নম্বর খতিয়ানে দাগ নম্বর ২২১ ২৩৫ ও ৩২৩ নম্বর দাগে পয়েন্ট ৩৩১৭ শতাংশ জমির মালিক ছিলেন বিমল কুমার দেবনাথ। বিমল কুমার দেবনাথ তার পুত্র শুভ কুমার দেবনাথ এর নামে সমুদয় জমি রেজিস্ট্রি করে দিয়েছেন মর্মে জানা যয়। সম্প্রতি জমির নাম খারিজ করার সময় বিষয়টি জানাজানি হয়। জানতে পেরে বঞ্চিত পুত্র বিদ্বান কুমার দেবনাথ এর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এ ব্যাপারে প্রতিকারের আশায় বিদ্বান কুমার দেবনাথ তাদের সম্প্রদায়ের লোকজনকে বিষয়টি অবহিত করেছেন। এই বিষয়ে সুরাহার জন্য তিনি ভেড়ামারা উপজেলা ভূমি অফিসে মিস কেস নম্বর ৩৭৫৩, তারিখ ০৯/০১/২০২৩ দায়ের করেছেন। এ বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে স্থানীয় পরিষদের চেয়ারম্যান মেম্বারগণ কেও। এলাকাবাসী এই বিষয়টির একটি মানবিক সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। এলাকাবাসীর প্রশ্ন কিসের মোহে পিতা বিমল কুমার দেবনাথ তার সমুদয় সম্পত্তি থেকে অন্য পুত্রদেরকে বঞ্চিত করে শুধুমাত্র এক পুত্রের নামে লিখে দিলেন?

স্বর্ণ পদক প্রাপ্ত ক্রীড়া সংগঠক আমিরুলকে সম্বর্ধনা

 ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ জনপ্রিয় ক্রীড়া সংগঠক কুষ্টিয়ার আমলা-সদরপুরের ক্রীড়াঙ্গণের পরিচিত মুখ আমিরুল ইসলামকে স্বর্ণ পদকে ভূষিত হয়েছেন। বাংলাদেশ জাগ্রত জনতা ব্যবসায়ী সোসাইটি, ঢাকা এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করে। 

আমিরুল ইসলাম বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলোকিত আমলা-সদরপুরের অন্যতম সদস্য । এলাকার জন্য অভাবিত সুনাম বয়ে আনায় আলোকিত আমলা-সদরপুরের পক্ষ থেকে আজ ২৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে আমলা প্রেসক্লাবের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমিরুল ইসলাম কুষ্টিয়ার আমলা-সদরপুরে শত শত সাঁতারুকে প্রশিক্ষণ দিয়েছেন। তার সঠিক প্রশিক্ষণে অগণিত সাঁতারু জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। কয়েক যুগ ধরে সদ্য স্বর্ণ পদক প্রাপ্ত এই সংগঠক স্থানীয় ও জাতীয় ক্রীড়াঙ্গনকে বিকশিত করার ক্ষেত্রে নজর কাড়া ভুমিকা রেখে চলেছেন।



 আমলা প্রেসক্লাবের উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাংবাদিক কাঞ্চন কুমার, আলোকিত আমলা-সদরপুরের অন্যতম সংগঠক আমিরুল বিশ্বাস, হাজী আসাদুল হক মিল্টন, আব্দুর রাজ্জাক রাজা, সাইফুজ্জামান হিরা ও আসাদুজ্জামান রতন প্রমুখ উপস্থিত ছিলেন। 

আ্যডভোকেট আব্দুল হামিদ বাংলাদেশের ইতিহাসে সর্বদীর্ঘ মেয়াদের রাষ্ট্রপতি



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাষ্ট্রপতি থাকার রেকর্ড আ্যাডভোকেট আব্দুল হামিদের। তিনি ১০ বছর রাষ্ট্রীয় সর্বোচ্চ পদটিতে আসীন থাকার অভাবিত গৌরব অর্জন করেছেন। এর আগে এই রেকর্ডটি ছিল হুসেইন মুহাম্মদ এরশাদের দখলে। তিনি ৬ বছর ৩৬০ দিন রাষ্ট্রপতির ক্ষমতায় ছিলেন।এছাড়া সর্ব দীর্ঘ মেয়াদের রাষ্ট্রপতি ছিলেন ইয়াজ উদ্দিন আহম্মেদ। তিনি ৬ বছর ১৫৯ দিন দায়ীত্বে ছিলেন।এছাড়া ২ মেয়াদে ৬ বছরের ২০ দিন কম সময় পর্যন্ত দায়ীত্ব পালন করেছেন শাহাবুদ্দিন আহমেদ।  বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বল্প মেয়াদের রাষ্ট্রপতি হলেন জমির উদ্দিন সরকার। তিনি মাত্র ৭৭ দিন দায়ীত্ব পালন করেন। ২য় স্বল্প মেয়াদী রাষ্ট্রপতি ছিলেন খন্দকার মোশতাক। তিনি মাত্র ৮৩ দিন রাষ্ট্রপতি ছিলেন।

অ্যডভোকেট আব্দুল হামিদের পূর্বতন রাষ্ট্রপতি ছিলেন জিল্লুর রহমান। আব্দুল হামিদও বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নাম স্থির হওয়া ড. শিরিন শারমিন দৌধুরীর মত জাতীয় সংসদের স্পীকার ছিলেন। অ্যাডভোকেট আব্দুল হামিদ বিতর্কের ঊর্ধে থেকে নিজের দায়ীত্ব পালন করে গেছেন মর্মে জনশ্রুতি আছে।

জিল্লুর রহমান রাষ্ট্রপতির পদে থাকা অবস্থায় তার অসুস্থতার কারনে ২০১৩ সালের ১৪ ই মার্চ আব্দুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়ীত্বভার গ্রহন করেন। একই বছর ২৪ এপ্রিল থেকে ২০১৮ সালের ২৪ এপ্রিল পর্যন্ত তিনি নিয়মিত প্রথম মেয়াদ শেষ করেন। দ্বিতীয় মেয়াদে তিনি ২৪ এপ্রিল ২০১৮ থেকে ২০২৩ সালের ২৩শে এপ্রিল পর্যন্ত মেয়াদ পূর্ণ করবেন বলে আশা প্রকাশ করা যায়। সেই হিসাবে তিনি ১০ বছর রাষ্ট্রপতি থাকার এলিট গ্রুপে একমাত্র ব্যক্তি হিসেবে ইতোমধ্যেই ইতিহাসের স্বর্ণাক্ষরে নিজের নাম লিখিয়ে ফেলেছেন।



অ্যাডভোকেট আব্দুল হামিদ ১ জানুয়ারী ১৯৪৪ সালে জন্মগ্রহন করেন।সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অসুস্থতাজনিত কারনে তার চির প্রয়াণের ৬ দিন পূর্বে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়ীত্ব লাভ করেন। তিনি নবম জাতীয় সংসদের স্পীকার ছিলেন। তিনি ২০১৩ সালে স্বাধীনতা দিবস পদকে ভূষিত হন।কিশোরগঞ্জের মিঠামাইন উপজেলার কামালপুর গ্রাম তার জন্মস্থান। তিনি সরকারি গুরুদয়াল কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশের ২১ তম রাষ্ট্রপতি।

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ