জীবন যুদ্ধ!! একজন সংগ্রামী ব্যক্তির ইতিবৃত্ত

 লিখেছেন সাংবাদিক আজিজুল হাকিম #

জীবন একটা যুদ্ধের ময়দান, এখানে প্রতিনিয়ত সংগ্রাম করে বাঁচতে হয়। হার মেনে নেওয়ার নাম জীবন নয়।

লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন।



আজ এখানে আমরা একজন সংগ্রামী ব্যক্তির জীবন যুদ্ধের ইতিবৃত্ত তুলে ধরছি। 

আব্দুল হাই, বাড়ি খাঁড়ারা, কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। এই বৃদ্ধ বয়সে সে প্রতিদিন জীবিকর জন্য  এক অসম লড়াই করে চলেছে। প্রচন্ড শীত, রোদ -বৃষ্টি- ঝড় অথবা বৈরী আবহাওয়া তাকে কখনো থামাতে পারেনি। প্রতিদিন ছোলার ঘুগনি বিক্রয় করে মেহনত এর মাধ্যমে অর্জিত পয়সায় কোনরকমে সংসার চালায় ও নিত্য দিনের চাহিদা পূরণ করেন। লেখক এর সাথে কিছুক্ষণ আলাপের মাঝে আব্দুল হাই জানালেন, দুইটা ছেলে সন্তান রয়েছে তার। তবে তারা কেউ দেখভাল করেনা তার। কোনপ্রকার খেয়ালও রাখেনা তারা তাদের জন্মদাতার প্রতি।

তবুও এই বৃদ্ধ বয়সে সে ভিক্ষার ঝুলি হাতে না নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে সহযোগিতা চেয়ে হাত না পেতে ছুটে চলেছেন তিনি রিজিকের সন্ধানে। 



এই বৃদ্ধ বয়সেও সন্তানগণ কর্তৃক উপেক্ষিত কষ্টকর জীবনে ছোলা সিদ্ধ (স্থানীয় ভাষায় ঘুগনি) এর গামলা মাথায় নিয়ে মাইলের পর মাইল হেঁটে ক্রেতার খোঁজে তার অবিরাম ছুটে চলা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। কারো কাছে হাত না পেতে জীবন সংগ্রাম চালিয়ে যাওয়া আব্দুল হাই এর লড়াইয়ের ইতিবৃত্ত গৌরবময় কোন বিষয় কিনা সে প্রসঙ্গে আমরা যাচ্ছি না। আব্দুল হাই শুধু একা নন। আব্দুল হাইয়ের মত ভাগ্যাহত অনেকেই রিকশা চালিয়ে, মজুরি খেটে জীবনের শেষ প্রান্তে এসেও সংসারের ঘানি টানতে বাধ্য হন।  সামান্য রোজগারে কোনরকমে খেয়ে, না খেয়ে জীবন অতিবাহিত করেন। জীবনের স্বাদ-আহ্বলাদ এর পরিবর্তে এদের ভাগ্যে জমা হয় চরম অনিশ্চয়তা। রোগ-শোকে চিকিৎসা নেওয়ার সামর্থ্য থেকেও বঞ্চিত তারা। এই যুদ্ধ দারিদ্র্য মোচনের যুদ্ধ নয়। এই যুদ্ধ কোনরকমে টিকে থাকার যুদ্ধ। বর্তমান এই দুর্মূল্যের বাজারে এদের জীবন আরো অনেক অসহায়ত্বের মুখে নিপতিত।  জীবন সংগ্রামী আব্দুল হাইদের জন্য সহমর্মিতা বোধ জাগ্রত হোক  স্বচ্ছল ও বিত্তবানদের হৃদয়ে💓

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ