ভেড়ামারায় রচিত হলো ইতিহাস। মসজিদে জামাতে নারীদের সালাত আদায়

 কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আজ ২৭ জানুয়ারি ২০২৩ খ্রীষ্টাব্দ শুক্রবার মসজিদে জুম্মার নামাজ জামাতের সাথে আদায় করেছেন নারীরা। প্রথমবারের মতো কোনো মসজিদে পুরুষের পাশাপাশি সালাত আদায়ের ঘটনার মধ্য দিয়ে এখানে সূচিত হলো নব ইতিহাস।  ভেড়ামারা মডেল মসজিদে  আজ জামায়াতের সঙ্গে  জুম্মার নামাজ  আদায় করতে ভেড়ামারার সর্বস্তরের নারীর সমাবেশ ঘটে।  নামাজ আদায়কারী নারীদের অনেকেই দৈনিক ভেড়ামারা ব্লগ স্পট ডট কমকে জানিয়েছেন, তাদের নতুন অভিজ্ঞতার কথা। তারা বলেন,  এই প্রথমবার  ঘরের বাইরে মসজিদে গিয়ে  নামাজ  আদায় করলেন তারা। তাদের অনেক দিনের  চাওয়া ছিল এটি । মহান  আল্লাহ্ পাক বান্দার মনের অজানা কথাও জানেন। ফেসবুক -এ স্ট্যাটাস দিয়ে এই  সুযোগ করে দেয়ায়  পরম করুণাময় এর দরবারে কোটি কোটি শুকরিয়া  আদায় করছেন সম্ভ্রান্ত রমনীকুল‌ এর নেতৃস্থানীয়রা। এত সুন্দর পরিবেশে সালাত আদায় করতে পেরে ভীষণ  আনন্দিত তারা সবাই। তারা আশা প্রকাশ করে বলেন, ইনশাআল্লাহ  প্রতি জুম্মাতেই উপস্থিত হবেন তারা।  মুসলিম মা - বোনদের প্রাতি আহ্বান জানিয়ে বলা হয়েছে আসুন, জুম্মার দিন একসঙ্গে সবাই  সালাত আদায় করব! উল্লেখ্য, গত সপ্তাহে ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে দীর্ঘ চার পাঁচ বছরের নির্মাণ কাজ শেষে মডেল মসজিদ উদ্বোধন করা হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ এখানে নারীরা জুম্মার নামাজ আদায় করতে পারবেন বলে ঘোষণা দেন। উপজেলা প্রশাসনের আমন্ত্রণে ও উদ্যোগে ভেড়ামারা উপজেলায় কোন মসজিদে প্রথমবারের মতো নারীদের জামাত অনুষ্ঠিত হলো। প্রগতিশীল মুসলিম সমাজ এই সংবাদে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন।

                         ভেড়ামারা মডেল মসজিদ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ