দর্শনায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

 



বিশেষ প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনায় ০১ টি লোহার তৈরি আগ্নেয়াস্ত্র (পিস্তল) ও ০১ (এক) রাউন্ড গুলি উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে দর্শনা পৌরসভাধীন আনোয়ারপুর হঠ্যাৎপাড়াস্থ ভুট্টা ক্ষেতের পাশ থেকে একটি  LOTTO শপিং ব্যাগের মধ্যে ০১টি লোহার তৈরি আগ্নেয়াস্ত্র (পিস্তল) ও ০১ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। জানা যায়, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এর সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নিরব হোসেন, এসআই (নিঃ) রাম প্রসাদ সরকার, এএসআই (নিঃ) মোঃ তুহিন হোসেন, এএসআই (নিঃ) শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন দর্শনা পৌরসভা এলাকায় আনোয়ারপুর হঠ্যাৎপাড়া সাকিনস্থ জনৈক মোঃ আবুল হোসেন (৪৫), পিতা-আব্দুল সাত্তারের ভুট্টা ক্ষেতের পূর্বপাশে জীবননগর টু চুয়াডাঙ্গাগামী পাকা সড়কের পাশে জংলাময় স্থান হতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে একটি   LOTTO শপিং ব্যাগের মধ্যে ০১টি লোহার তৈরি আগ্নেয়াস্ত্র পিস্তল যার বডিতে ইংরেজিতে খোদাই করা MADE IN JAPAN এবং অপর পাশে ইংরেজিতে খোদাই করা JAPAN NO 114 লেখা সহ ০১ রাউন্ড গুলি উদ্ধার করে।আ গ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার সংক্রান্ত আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

নিউইয়র্কে মেইড ইন চিটাগাং এর প্রদর্শনী শুরু


হাকিকুল ইসলাম খোকন/রিমন ইসলাম,যুক্তরাষ্ট্র থেকে/



গত ৬ ফেব্রুয়ারী নিউইয়র্কে এক সাংবাদিক সম্মেলনে বায়োস্কোপ ফিল্মের কর্নধার রাজ হামিদ বাংলাদেশের প্রথম আঞ্চলিক ভাষায় নির্মীত চলচ্চিত্র মেইড ইন চিটাগং এর উত্তর এমেরিকায় শুভমুক্তি উপলক্ষে বক্তব্য রাখেন। ছবিটির প্রযোজক এনামুল কবির সুজন মেইড ইন চিটাগং এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন এবং এমেরিকায় ছবিটি দর্শক সমাদৃত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।ছবিটির অভিনেতা পার্থ বড়ুয়া ঢাকা থেকে ভিডিও কলেযুক্ত হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এর আগে ছবিটির কিছু ক্লিপিং এবং "ফেট পুরেদ্দে তুয়ারলাই" গানটি ডিজিটাল স্ক্রিনে প্রদর্শন করা হয়। ছবিটিতে প্রথম বাংলা ও ইংরেজি সাবটাইটেল ব্যবহার করা হয়েছে। দর্শকরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বুঝতে পারবেন না বলে এই সাবটাইটেল ব্যবহার করা হয়েছে। এবং শুক্রবার ১০ ফেব্রুয়ারি নিউইয়র্কের জামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা হলে মেইড ইন চিটাগং এর প্রদর্শনী শুরু হয়েছে। হলের সামনে দর্শকদের শুভেচ্ছা জানান রাজ হামিদ এবং এনামুল কবির সুজন। নিউইয়র্কের বাংলাদেশ কন্সাল জেনারেল ডঃ মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দর্শকদের সাথে ছবিটি উপভোগ করেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি পদে মোঃ সাহাবুদ্দিনকে মনোনয়ন দিল আওয়ামীলীগ

 


বাংলাদেশ আওয়ামী লীগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে মোঃ সাহাবুদ্দিন কে মনোনয়ন প্রদান করেছে। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের পার্লামেন্টারি কমিটির প্রধান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মনোনয়ন চূড়ান্ত করেছেন। 

মোঃ সাহাবুদ্দিন পেশায় একজন আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য। তিনি ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি ইতিপূর্বে জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭১ সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে বিসিএস (বিচার) বিভাগে যোগদান করেন এবং ১৯৯৫ সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালের সাধারণ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি-জামাত জোটের নেতা কর্মীর দ্বারা সংঘটিত হত্যা, ধর্ষণ ও লুণ্ঠন  এবং মানবতা বিরোধী কর্মকাণ্ডের অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছাত্র জীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং ১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে সংঘটিত জাতির পিতা বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর কারাবরণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের  সর্বশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে এক পুত্র সন্তানের পিতা এবং তার স্ত্রী প্রফেসর ড, রেবেকা সুলতানা সাবেক যুগ্ম সচিব ।

ভেড়ামারায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

 


কুষ্টিয়ার ভেড়ামারায় বিয়ের প্রলোভনে  ধর্ষনের অভিযোগ উঠেছে। বিয়ের দাবীতে প্রেমিক ছালাম ভান্ডারীর বাড়ীতে সেই প্রবাসীর স্ত্রীর অনশন শুরু করেছে।ব উ সন্তান ও পরিবারকে একটু সুখে রাখতে সৌদি আরবে পাড়ি জমান উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের দলুয়া গ্রামের ডেন্টু আলীর ছেলে শামীম রেজা। স্বামী বিদেশ থাকার সুযোগে একই এলাকার কামালের ছেলে ছালামের সাথে পরকিয়া প্রেমের গভীর সম্পর্ক গড়ে উঠে প্রবাসীর স্ত্রীর। ভুক্তভোগী নারী ছদ্মনাম ফুলকলি জানান,সম্পর্কের পর থেকে প্রেমিক ছালাম বিয়ের প্রলোভন দেখিয়ে সুযোগ বুঝে দফায় দফায় শারীরিক সম্পর্কে জড়ায়। পরে বিয়ের জন্য চায় প্রয়োগ করলে ছালাম নানা ভাবে টালবাহানা করতে থাকে এবং অস্বীকৃতি জানায়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উত্তেজনাকর পরিস্থিতি দেখে স্থানীয় চেয়ারম্যান, পরিষদের মেম্বারগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ দুজনকেই বিচারের জন্য উপস্থিত হতে বলে গতকাল রোববার সকাল ১১ টায়। দীর্ঘ সময় শালিস বর্গ অপেক্ষা করলেও অভিযুক্ত সালাম হাজির হয়না। একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে শালিসবর্গ ভুক্তভোগী নারীকে ছালামের বাড়ীতে তুলে দেয়ার সিদ্ধান্ত নেন। জুনিয়াদহ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বারশাহাজুল ইসলাম ও মহিলা মেম্বার পারভীন আক্তার সহ উৎসুক জনতা ভুক্তভোগী নারীকে ছালামের বাড়ীতে উঠিয়ে দিতে গিয়ে তালা বন্ধ পায়। পরে ভুক্তভোগী নারীকে গ্রামপুলিশ আরমান হোসেনের বাড়ীতে রাখা হয়েছে।অভিযুক্ত ছালাম ভান্ডারীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। সে পলাতক রয়েছে। ভুক্তভোগী নারীর প্রবাসী স্বামী ও শশুরবাড়ীর লোকজন তাকে আর বাড়ীতে উঠাবেননা বলেওসাফ জানিয়ে দিয়েছেন। ভুক্তভোগী নারীর সাড়ে ৪ বছরের সিনথিয়া নামে একটি কন্যা সন্তান রয়েছে।বি ষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। উল্লেখ্য সালাম ভান্ডারি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে নারীদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও আপলোড দিয়ে থাকে।

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গলায় কোপ দিয়ে যুবকের আত্ম'হত্যা!

 



কুষ্টিয়ার দৌলতপুরে হাতে থাকা হাসুয়া দিয়ে নিজেই নিজের গলায় কোপ দিয়েই মাঠের (ক্ষেতের) মধ্যে দৌড় দেন সোহেল রানা (২৭) নামের এক যুবক।  হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাজারপাড়া এলাকার ফসলের মাঠে এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা ওই এলাকার এজের বিশ্বাসের ছেলে।

প্রত্যাক্ষদর্শী সাইদুর রহমান জানান, আমি ফসলের মাঠে কাজ করছিলাম। হঠাৎ দেখি সোহেল রানা নিজের গলা ধরে দৌড়াচ্ছে এবং তার শরীরে রক্ত। তখন আমিসহ আশেপাশের জমিতে কাজ করা লোকজন মিলে তার বাড়িতে খবর পাঠায়। নিহত সোহেল রানার মা যমুনা খাতুন জানান, প্রতিদিনের মতো আমার ছেলে সকালে খাওয়া-দাওয়া শেষে মাঠে যায়। 

আমিও তার সঙ্গে বাজার পাড়ার পশ্চিমের মাঠে যাই। আমি তাকে রেখে সকাল অনুমানিক ৯টার পরে চলে আসি। পরে শুনতে পাই, আমার ছেলে নিজেই নিজের গলায় হাঁসুয়া দিয়ে কোপ দিয়েছে।  তিনি আরও বলেন, তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পথিমধ্যে আমার ছেলেটা অনুমানিক ১১টার দিকে মারা যায়।  ছেলে হারানো মা বলেন, আমাদের পারিবারিক কোনো সমস্যা ছিল না। তবে প্রায় দুই মাস যাবত ছেলেটার মাথায় একটু সমস্যা মনে হচ্ছিল। তবে কি কারনে সে নিজের গলাই কোপ দিয়ে আত্মহত্যা করেছে তা আমাদের জানা নেই।

সংসারে কোনো ঝামেলা ছিল না বলে জানান সোহেল রানার স্ত্রী চাঁদনী খাতুন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাংবাদিক আফরোজা আক্তার ডিউ এর জন্মদিন আজ। ব্লগস্পট ডট কম‌ এর‌ পক্ষ থেকে শুভেচ্ছা


 কুষ্টিয়া জেলা উইমেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সুযোগ্য সভাপতি, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি 'র নির্বাহী সদস্য, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য, দৈনিক অারশীনগর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, নিউ নেশন এর জেলা প্রতিনিধি, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য, কালেক্টরেট স্কুলের সহকারী শিক্ষিকা অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর, ত্যাগী রাজনৈতিক পরিবারের সন্তান জেলার কৃতি নারী, স্বনামধন্য সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম বিপ্লব এর সুযোগ্য সহধর্মিণী অাফরোজা অাক্তার ডিউ এর জন্হমদিন আজ।
এ উপলক্ষে dailyheramra.blogspot.com এর পক্ষ থেকে তাকে জানাই আমাদের হৃদয় নিংড়ানো সশ্রদ্ধ ভালবাসা । 
একজন নারী হয়েও অসামান্য অবদান রেখে কুষ্টিয়ার সাংবাদিকতা জগতকে তিনি করেছেন পরিশুদ্ধ ও পরিপুষ্ট। সাংবাদিক অন্তপ্রাণ এই মহৎ ব্যক্তিত্ব কুষ্টিয়ার নারী সাংবাদিকদের পথিকৃৎ হিসাবেও বিবেচিত হওয়ার দাবি রাখেন।
জন্মদিন উপলক্ষে এই মহীয়সী রমনীর উত্তরোত্তর সাফল্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

একুশে বইমেলায় আনান্নিয়া আন্নি'র একটি বই

একুশে বইমেলা একটা আলাদা আবেগের নাম একটা আলাদা অনুভুতি প্রকাশের জায়গা। যেখানে হাজারো লেখক পাঠকের স্বপ্ন ঝলমল করে সাজিয়ে রাখা হয় এক একটি বইয়ের মধ্যে দিয়ে। 




লেখক আনান্নিয়া আন্নি'র প্রথম বইটি প্রকাশিত হওয়ার অনুভূতি জানতে চাওয়া তিনি যা বললেন, গত কয়েক বছর যখন বইমেলায় গিয়েছিলাম এক একটা স্টল ঘুরে দেখেছি তখন মনে হয়েছে ইস যদি আমার বই ও বইমেলায় কোন স্টোলে থাকতো সাজিয়ে রাখা হাতে কোন স্টোর, পাঠক দলে দলে আসবে সাজিয়ে রাখা বাইয়ে হাত বুলাবে প্রথম পাতা খুলে দেখবে খানিকটা হয়তো পড়বে ও কারো ভালো লেগে যাবে কেউবা কিনে নিয়ে যাবে আবার কেউবা সাজিয়ে রেখে চলে যাবে। সুন্দর অনুভূতি গুলো বড় বড় লেখকদের বইয়ের সাথে আমার বই নিয়ে ঘিরে থাকবে। এভাবে তার অনুভূতি জানান।


অমর একুশে বইমেলা

প্রতিবছরের মত এবারও এসেছে হাজারো বই। লেখকদের কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিনেতা, কেউবা গানের শিল্পী, কেউ ব্যবসায়ী,কেউবা আবার শিক্ষার্থী,  কেউ রাজনীতিবিদ, কেউ পরিচালক কিংবা গীতিকার। তবে অমর একুশে বইমেলা তাদের আরও এক সৃজনশীল পরিচয়কে সামনে নিয়ে এসেছে। বেঁধেছে এক সুতায়। তারা সবাই লেখক। এমনই একজন ,আনান্নিয়া আন্নি, কবি নজরুল সরকারি কলেজ বাংলা সাহিত্য বিভাগে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থ। "গোয়েন্দাগিরি"একটি বই প্রকাশিত হয়।

 এবারের গ্রন্থমেলায় এই বইগুলো পাওয়া যাবে- ইচ্ছে স্বপ্ন প্রকাশানীর, লিটল ম্যাগাজিন চত্বরে, স্টল নং  ১২১এবং১৪১।

লেখকের বই  " গোয়েন্দাগিরি" সকল শ্রেণির পাঠকের কাছে উপভোগ্য হবে বলে লেখক বিশ্বাস করেন। 

উল্লেখ্য, কর্ম জীবনে বর্তমানে কবি নজরুল সরকারি কলেজের বাংলা সাহিত্য বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ