শিশুর মনোদৈহিক বিকাশে মোবাইল ফোন যেন অন্তরায় না হয়ে দাঁড়ায় …ইউএনও হাসিনা মমতাজ

 

মনোয়ার হোসেন মারুফ # 


 

আজকের শিশুই আগামী দিনে জাতির কর্ণধার। শিশুর স্বাভাবিক বিকাশ সুস্থ্য ও বিবেকবান জাতি গঠনে অতীব প্রয়োজন। তাদের মনোদৈহিক বিকাশে মোবাইল ফোনের যথেচ্ছাচার ব্যবহার যেন অন্তরায় না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে অভিভাবক, শিক্ষক তথা পরিবারের বয়স্ক সদস্যদেরকে ইতিবাচক দায়ীত্ব পালন করতে হবে। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ আজ সোমবার ঐতিহ্যবাহী আল হেরা মডেল একাডেমির অভিভাবক সমাবেশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে উপরাক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আজকাল প্রায়শঃই দেখা যাচ্ছে শিশুরা মোবাইল ফোনের গেমস ও ভিডিওতে আসক্ত হয়ে পড়ছে। এর ফলে অল্প বয়সেই তাদের দৃষ্টিশক্তি কমে আসছে। চোখের নানাবিধ সমস্যায় ভুগছে। দৃষ্টি শক্তি কমে যাওয়ায় অনেক শিশু অপটিক্যাল চশমা ব্যবহার করছে। যা সুস্থ্য জাতি গঠনে বিরুপ প্রভাব ফেলতে শুরু করেছে। এরুপ আসক্তি পরিবার ও সমাজের জন্য উদ্বেগের কারণ।  ইউএনও আরো বলেন, শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে তাদের ব্যক্তিত্ব গঠন ও নৈতিক শিক্ষার দিকে শিক্ষক-অভিভাবকদের মনযোগ দিতে হবে। পড়ালেখার পাশাপাশি শিশুর খেলাধুলার পরিবেশের প্রতি যত্ন নিতে হবে। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চ্চা শিশুর ভবিষ্যত শারীরিক সুস্থ্যতা ও বিকাশের ক্ষেত্রে অবদান রাখে। তিনি তার বক্তব্যে এই জনপদে শিশু শিক্ষার ক্ষেত্রে অনবদ্য অবদান রাখায় অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল , ভেড়ামারা উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা, মেয়র পত্নী বিশিষ্ট কবি আমেনা খানম, পিডিবি হাই স্কুলের প্রধান শিক্ষক শিরিনা আক্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আল-হেরা মডেল একাডেমির অধ্যক্ষ বিশিষ্ট লেখক গবেষক হাসানুজ্জামান খসরু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শারমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অভিভাবক সমাবেশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে সফল জননীদেরকে সম্মাননা সনদ প্রদান করা হয়। উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরাএর আগে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছে তিনি নবনির্মিত হলরুম পরিদর্শন করেন।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ককটেল উদ্ধার আটক-০১

 র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৬ ফেব্রুয়ারি, ২০২৩-ইং তারিখ রাত ০৩:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন ছেউড়িয়া পশ্চিমপাড়া গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৬টি ককটেল সহ ০১ জন আসামি মোঃ জহুরুল ইসলাম @ বাবু (২৮), পিতা-মৃত মনোয়ার ইসলাম, সাং-ছেউড়িয়া মন্ডলপাড়া, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। 



র‍্যাব উল্লেখ করেন, এই ধরণের অভিযান অব্যাহত রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়াকে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

ভেড়ামারায় সিএনজি মালিক সমিতির প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু

 



আগামী ৪ মার্চ তারিখে অনুষ্ঠিতব্য কুষ্টিয়া সিএনজি মালিক সমিতির নির্বাচনের প্রার্থীরা আজ রোববার থেকে তাদের নিজ নিজ প্রতিকের প্রচারণা শুরু করেছেন। বিকালে ভেড়ামারা সিএনজি ও অটো স্ট্যান্ডগুলো প্রার্থী ও তাদের সমর্থকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। হ্যান্ডবিল বিতরণসহ প্রার্থীদের কর্মী-সমর্থকেরা তাদের সমর্থিত প্রার্থীর প্রতিকের প্রচারণার অংশ হিসেবে মিছিল করেন। প্রার্থীরা ভোটারদের সাথে জনসংযোগ করেন ও ভোট প্রার্থনা করেন। এসময় সভাপতি প্রার্থী সমাজসেবক সোলায়মান চিশতী, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী সুমন মেকার সহ বেশ কয়েকজন প্রার্থীকে মাঠে দেখা যায়। সভাপতি পদে সোলায়মান চিশতী ছাতা মার্কায় এবং সহ-সভাপতি পদে সুমন মেকার আনারস মার্কায় ভোট করছেন। উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে যাচাই-বাছাইয়ের মাধ্যমে কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের প্রার্থী তালিকা চুড়ান্ত করেন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মারুফ বিল্লাহ ডেইলি ভেড়ামারা ডট ব্লগস্পট ডট কম’কে জানিয়েছেন, মনোনয়নপত্র দাখিল করা প্রত্যেক প্রার্থী যাচাই-বাছাইয়ে টিকেছেন। ৪ টি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এদিকে সিএনজি মালিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

চিনি না থাকায় টিসিবির ক্রেতারা হতাশ!!

 


ভেড়ামারায় বাহিরচর ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে ৭১৬ জন সুবিধাভোগীর মধ্যে টিসিবির পণ্য বিতরণ।‌কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বাহিরচর ১৬ দাগ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ রোববার ৭১৬ জন সুবিধা ভোগী কার্ড হোল্ডারদের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।এ সময় ই বাহিরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সৈয়দ আলী, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উক্ত ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক  মাহাবুল আলম, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বাহিরচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমূখ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সরকার নির্ধারিত মূল্যে সুষ্ঠুভাবে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। তবে এবারের টিসিবির বিক্রয় যোগ্য পণ্য তালিকা থেকে চিনি বাদ দেয়া হয়েছে। ‌ চিনির সরবরাহ না থাকায় ৪২০  টাকার স্থলে জনপ্রতি ৩৬০ টাকায় পণ্য ক্রয় করেন। সরবরাহকৃত পণ্যের মধ্যে শুধু ডাল এবং তেল রয়েছে। চিনি না পাওয়া যাওয়ায় টিসিবির  পণ্য নিতে আসা লোকজন হতাশা ব্যক্ত করেছেন। ডিলার সূত্রে জানা গেছে এলসি না খুলতে পারায় চিনি আমদানি করা সম্ভব না হওয়ায় চিনি সরবরাহ করা যাচ্ছে না। জানা গেছে,  ভেড়ামারা পৌরসভা এলাকাতেও এবারের চালানে টিসিবির পণ্যে চিনি সরবরাহ করা হয়নি।

আবারো নাশকতা করলে একাত্তরের প্রেতাত্মাদেরকে কুষ্টিয়া থেকে চিরতরে বিতাড়ন করা হবে ……………সেলিম আলতাফ জর্জ এমপি

 

আবারো নাশকতা বা বিশৃঙ্লার সৃষ্টি করলে এবার একাত্তরের প্রেতাত্মা বিএনপি-জামাতকে কুষ্টিয়ার মাটি থেকে চিরতরে বিতাড়ন করা হবে। এই দেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক শক্তি বা দল হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের কোন বিক্ল্প নেই।” কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে ভেড়ামারা উপজেলা যুবলীগ আয়োজিত আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত এক শান্তি সমাবেশে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত শান্তি সমাবেশে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উক্ত উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামারুল আরেফিন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা,  কুষ্টিয়া জেলা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম ও সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সমাবেশে অন্যান্যের মধ্যে ভেড়ামারা উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আজিজ ও মারুফ বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। 


 

শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ এমপি আরো বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি প্রতিবার নির্বাচনের আগে ঐকবদ্ধ হয়। জামাত-বিএনপি তাদের রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ হিসেবে জ্বালাও-পোড়াও এবং জঙ্গিবাদ বাস্তবায়নে উঠে পড়ে লাগে। তাদের নেতা খালেদা জিয়া ও তারেক জিয়া বিজ্ঞ আদালতের রায়ে কারাদন্ডপ্রাপ্ত আসামী। আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না। তাই ভোল পাল্টে গত নির্বাচনের মত এবার তারা আর খালেদা জিয়ার মুক্তি দাবি না করে তত্বাবধায়ক সরকারের দাবিতে পরিবেশ ঘোলা করার অপতৎপরতা চালাচ্ছে। কৌশলগত কারনে বিভিন্ন অজুহাত খাড়া করছে। তাদের বিশৃঙ্খলার রাজনীতি রুখে দিতে আমরা জনগণের সাথে রয়েছি। জননেতা মাহবুব-উল আলম হানিফ এমপি’র নেতৃত্বে ও নির্দেশনায় যুবলীগ আজ ঐক্যবদ্ধ।সুসংঠিত যুবলীগেকে অতীতের মতন আওয়ামীলীগের ভ্যানগার্ড হিসেবে এক হয়ে কাজ করে যেতে হবে। মনে রাখতে হবে, একাত্তরের প্রেতাত্মারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পাঁয়তারার অংশ হিসেবে দেশকে আবারো আশান্ত করার নীল নকশা করছে। ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ এমপি আরো বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা দেশের পূনর্গঠন প্রক্রিয়ায় হাত দিয়েছেন। আগামী প্রজন্মের জন্য একটি আধুনিক, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অসামাপ্রদায়িক বাংলাদেশ বিনির্মাণই আমাদের লক্ষ্য। সমাবেশে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনসমূহের স্থানীয় পদস্থ নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।  

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ