শিশুর মনোদৈহিক বিকাশে মোবাইল ফোন যেন অন্তরায় না হয়ে দাঁড়ায় …ইউএনও হাসিনা মমতাজ

 

মনোয়ার হোসেন মারুফ # 


 

আজকের শিশুই আগামী দিনে জাতির কর্ণধার। শিশুর স্বাভাবিক বিকাশ সুস্থ্য ও বিবেকবান জাতি গঠনে অতীব প্রয়োজন। তাদের মনোদৈহিক বিকাশে মোবাইল ফোনের যথেচ্ছাচার ব্যবহার যেন অন্তরায় না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে অভিভাবক, শিক্ষক তথা পরিবারের বয়স্ক সদস্যদেরকে ইতিবাচক দায়ীত্ব পালন করতে হবে। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ আজ সোমবার ঐতিহ্যবাহী আল হেরা মডেল একাডেমির অভিভাবক সমাবেশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে উপরাক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আজকাল প্রায়শঃই দেখা যাচ্ছে শিশুরা মোবাইল ফোনের গেমস ও ভিডিওতে আসক্ত হয়ে পড়ছে। এর ফলে অল্প বয়সেই তাদের দৃষ্টিশক্তি কমে আসছে। চোখের নানাবিধ সমস্যায় ভুগছে। দৃষ্টি শক্তি কমে যাওয়ায় অনেক শিশু অপটিক্যাল চশমা ব্যবহার করছে। যা সুস্থ্য জাতি গঠনে বিরুপ প্রভাব ফেলতে শুরু করেছে। এরুপ আসক্তি পরিবার ও সমাজের জন্য উদ্বেগের কারণ।  ইউএনও আরো বলেন, শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে তাদের ব্যক্তিত্ব গঠন ও নৈতিক শিক্ষার দিকে শিক্ষক-অভিভাবকদের মনযোগ দিতে হবে। পড়ালেখার পাশাপাশি শিশুর খেলাধুলার পরিবেশের প্রতি যত্ন নিতে হবে। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চ্চা শিশুর ভবিষ্যত শারীরিক সুস্থ্যতা ও বিকাশের ক্ষেত্রে অবদান রাখে। তিনি তার বক্তব্যে এই জনপদে শিশু শিক্ষার ক্ষেত্রে অনবদ্য অবদান রাখায় অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল , ভেড়ামারা উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা, মেয়র পত্নী বিশিষ্ট কবি আমেনা খানম, পিডিবি হাই স্কুলের প্রধান শিক্ষক শিরিনা আক্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আল-হেরা মডেল একাডেমির অধ্যক্ষ বিশিষ্ট লেখক গবেষক হাসানুজ্জামান খসরু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শারমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অভিভাবক সমাবেশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে সফল জননীদেরকে সম্মাননা সনদ প্রদান করা হয়। উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরাএর আগে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছে তিনি নবনির্মিত হলরুম পরিদর্শন করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ