আল্ হেরা মডেল একাডেমির সরকারি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

 



 ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল্ হেরা মডেল একাডেমি ও এ. বি. এল ফাউন্ডেশনের উদ্যোগে ২০২২ সালের সরকারি বৃত্তি প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। (১৮মার্চ) রোজ শনিবার সকালে আল্ হেরা  মিলনায়তনে   সংবর্ধনার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জনাব  এ্যাডঃ আব্দুর রশিদ,সভাপতি আল্ হেরা মডেল একাডেমি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ভেড়ামারা পৌরসভার মেয়র জনাব  আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র  আল্ হাজ্ব  শামিমুল ইসলাম ছানা, উপজেলা শিক্ষা অফিসার  জনাব আহসান আরা,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃনুরুল আমিন, ভেড়ামারা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র এ্যাডঃ জনাব আব্দুল মান্নাফ, অধ্যাপক মোঃ আরশেদ আলী,  ভেড়ামারা সরকারি মহিলা কলেজ।উক্ত অনুষ্ঠানে আল্ হেরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক লেখক ও গবেষক মোঃ হাসানুজ্জামান খসরু স্বাগত বক্তব্য রাখেন।  এ সময় প্রতিষ্ঠানটির  প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে  আল্ হেরা মডেল একাডেমির ১৪ জন  কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করেন এবং শুভেচ্ছা স্বরূপ ফুলের মালা পরিয়ে বরন করে নেই  অতিথিবৃন্দ।

অনলাইন প্ল্যাটফর্মে উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক।

 

গতকাল বুধবার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে অনলাইন প্লাটফর্মের উদ্যোক্তাদের এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্জ আক্তারুজ্জামান মিঠু মহোদয়, সম্মানিত চেয়ারম্যান ,উপজেলা পরিষদ ভেড়ামারা ,কুষ্টিয়া।



রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, জনাব হাসিনা মমতাজ, সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, ভেড়ামারা ,কুষ্টিয়া ও  মোছাঃ বলাকা পারভীন স্বপ্না, চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা, ভেড়ামারা ,কুষ্টিয়া মহোদয়। উপস্থিত ছিলেন  মোছাঃ তানিয়া খন্দকার ,তথ্যসেবা কর্মকর্তা ,ভেড়ামারা,কুষ্টিয়া।এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত সুধীজন ,রাজনৈতিক  ব্যক্তিবর্গ এবং তথ্যকেন্দ্র ভেড়ামারার স্টাফবৃন্দ।

১০০ জন উদ্যোক্তা নিয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

 


কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতি রেজি নম্বর ২১১৬ এর নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ আজ রোববার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গত ০৪ মার্চ তারিখে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মডেল হাই স্কুল কেন্দ্রে ভোটের মাধ্যমে কমিটির সদস্যরা নির্বাচিত হন। ভোটের দিন ৩২২ জন ভোটারের মধ্যে ৩০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সিএনজি মালিক চালকদের ভোটে নির্বাচিত সভাপতি সোলায়মান চিশতী, সাধারণ সম্পাদক সোলায়মান মাস্টার, সিনিয়র সহ-সভাপতি আলী আহসান সনি, সহ-সভাপতি বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত জোয়ারদার শালুক, সহ-সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক পিকে বাপ্পি শেখ, দপ্তর সম্পাদক এজাজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহজালাল আজ শপথ নেন। মোট ১১ টি পদে নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান সিএনজি মালিক সমিতির নির্বাচন কমিশনার এডভোকেট মারুফ বিল্লাহ। এ সময় নির্বাচন কমিটির অন্য দুই সদস্য ফয়জুল ইসলাম মিলন ও বাবলু মোস্তাফিজ উপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন




তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।


এ ঘটনায় ৪৭ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে জরুরি বিভাগ। এর মধ্যে একজন স্থানীয়। বাকিরা সবাই শিক্ষার্থী।


প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়া থেকে ‘মোহাম্মদ’ নামের একটি বাসে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলামিন আকাশ। বাসের আসনে বসাকে কেন্দ্র করে তার সঙ্গে বাসের চালক শরিফুল ও চালকের সহকারী রিপনের কথা–কাটাকাটি হয়। পরে বাসটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুরে পৌঁছালে রিপনের সঙ্গে ওই শিক্ষার্থীর আবার বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় স্থানীয় এক দোকানদার এসে ওই শিক্ষার্থীর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয়ে ওই দোকানদারের ওপর চড়াও হন। একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা এক জোট হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। তখন শিক্ষার্থীরাও তাদের পাল্টা ধাওয়া করেন। 


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক গণমাধ্যমকে বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে।’


শিক্ষার্থী ও স্থানীয়রা মুখোমুখি অবস্থানে আছেন। স্থানীয় দোকানদারেরা অবস্থান করছেন বিনোদপুর বাজারে। আর সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের ভেতরে ক্যাম্পাসে।


এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বিজিবির ১ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজশাহী-ঢাকা মহাসড়কের বিনোদপুরে অবস্থান নিয়েছে তারা।’


এছাড়া শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় আগামীকাল রোববার ও সোমবার সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম টিপু বিষয়টি নিশ্চিত করেন।

ভেড়ামারায় তাফসিরুল কোরআন মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠানের আয়োজন

 



কুষ্টিয়ার ভেড়ামারায় ফারাকপুর চরদামুকদিয়া গোরস্থান কমিটির উদ্যোগে আজ শনিবার সন্ধ্যায় এক তাফসীরুল কোরআন মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন বাইতুন নূর জামে মসজিদ গাউছিয়া ঢাকা এর খতিব মুফতি আবিদ আল আহসান।

 দ্বিতীয় বক্তা হিসাবে ওয়াজ করেন হাফেজ মাওলানা মুফতি শাহিদুজ্জামান শাহিদ, মেহেরপুর। 

উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দারুল এহসান মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার সভাপতি আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আমিরুল ইসলাম।

ভেড়ামারা মওলাহাবাসপুর শান্তিপাড়ায় জনৈক তোফাজ্জেলের নির্মাণাধীন বাড়ি-ঘরে হামলা-ভাংচুর

 



কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মলোহাবাসপুর শান্তিপাড়ায় অশান্তির সৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে গতকাল শুক্রবার সকাল ১১.০০ টার সময় প্রতিপক্ষের লোকজন কর্তৃক জনৈক তোফাজ্জেলের বাড়িতে হামলা ও বাড়ি-ঘর ভাংচুর উপর্যুপরী তার বোনের বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট করেছে একই অপরাধীরা। এঘটনায় ৭ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা অন্ততঃ ১৫ জনের নামে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন, ঘটনার প্রত্যক্ষদর্শী ও থানায় দাখিল করা লিখিত অভিযোগের সূত্রে ঘটনার লোমহর্ষক বর্ণনা পাওয়া যায়। ঘটনার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব থেকে চলমান বিরোধের জের ধরে তোফাজ্জেলের ক্রয়কৃত নিজ নামীয় জমিতে বিবাদীগণ পরস্পর যোগসাজসে বাদীর সাথে অহেতুক ঝগড়া-বিবাদসহ অশান্তি সৃষ্টি করে আসছে। এরই ধারাবহিকতায় গতকাল শুক্রবার সকাল ১১.০০ টার সময় তোফাজ্জেল তার নিজ জমিতে বসত বাড়ি নির্মাণের সময় বিবাদীগণ একত্রে বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্র রামদা, হাসুয়া, চাইনজ কুড়াল, হকিষ্টিক, কাঠের বাটাম, বাঁশের লাঠি সহ আরো অন্যান্য অস্ত্রে সজ্জ্বিত হয়ে অনধিকার প্রবেশ করে বসত ঘর নির্মাণের কাজ জোরপূর্বক বন্ধ করে দেয়। বাদীকে গালিগালাজ ও মারমুখি আচরণ করার সময় বাদী বাঁধা দিলে আসামীরা বাড়ি-ঘর ভাংচুর ও তান্ডব করে। তারা হাসুয়া-চাইনিজ কুড়াল নিয়ে তোফাজ্জেলের উপর হামলা করতে উদ্যত হয়। এসময় প্রাণ ভয়ে দৌড়ে সে আত্মরক্ষা করে। নির্মাণাধীন ঘর গুড়িয়ে দেয়াসহ আসামীরা উক্ত জমিতে থাকা একটি টিউবওয়েল, বীমের রড ও ৩ টন লোহার রড তাদের সঙ্গে আনা ট্রাকে করে নিয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ পাঁচ হাজার টাকা। এরপর আসামীরা তোফাজ্জেল এর বোন তাসলিমা খাতুনের বাড়িতে অনধিকার প্রবেশ করে। একইভাবে তার ঘরবাড়িতেও ব্যাপক ভাংচুর করে। আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল ভাংচুর করে। আলমারির ড্রয়ারে থাকা ২ লক্ষ ২০ হাজার টাকা, ষ্টীলের আলমারির ড্রয়ারে থাকা ১২ আনা ওজনের ৩টি স্বর্ণ নির্মিত গলার চেইন, ১৪ আনা ওজনের হাতের ১টি রুলি, ৫ জোড়া ১০ আনা ওজনের কানের দুল, ৪ আনা ওজনের ৪ টি হাতের আংটি লুটপাট করে নিয়ে যায়। তাসলিমা বাধা দিলে তাকে হেনস্থা করে আসামীরা। ঘটনার শোর চিৎকার শুনে স্থানীয় অধিবাসীরা এগিয়ে আসলে আসামীরা খুন-জখমের হুমকি দিতে দিতে প্রস্থান করে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা শঙ্কায় রয়েছে আক্রান্ত পরিবার।

ভেড়ামারা জুনিয়াদহে সন্ত্রাসী হামলায় আহত ১




কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়রদহ ইউনিয়ন পরিষদের সন্নিকটে গতকাল শুক্রবার রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিত সন্ত্রাসী হামলায় মোঃ শামস উদ্দিন (৭২) নামের এক বয়োবৃদ্ধ ব্যক্তি গুরুতর আহত হয়ে ভেড়ামারা উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ব্যাপারে জখমী শামসুদ্দিনের পক্ষে তার পুত্র মোঃ গিয়াস উদ্দিন বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। ভুক্তভোগী, এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, জনৈক শুকুর গাড়োয়ানের বাড়িতে অনুষ্ঠিত মিলাদ মাহফিল শেষে নিজ বাড়ি ফেরার পথে ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার পাশে, ৩ জন ব্যক্তি পরস্পর যোগসাজশে ও পূর্ব পরিকল্পিতভাবে তার গতিরোধ করে। আসামী যদুর হাতে থাকা ধারাল হাসুয়া দিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত ভাবে শামসুদ্দিনের মাথায় আঘাত করতে গেলে শামসুদ্দিন সরে দাঁড়ালে হাসুয়ার কোপটি তার বাম চোয়ালে চোখের উপরে লেগে রক্তাক্ত কাটা জখম প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন আসামী বদু ও তুষার তাদের হাতে থাকা লোহার রড ও বাটাম দিয়ে শামসুদ্দিনের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি ভাবে পিটিয়ে গুরুতর জখম করে। জখমীর আর্ত চিৎকার শুনতে পেরে আশেপাশে থাকা লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসার সময় আসামিরা দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় আসামিরা জখমীকে বিভিন্ন ধরনের হুমকি দেয়। আহত অবস্থায় এলাকাবাসী শামসুদ্দিনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগে জখমী শামসুদ্দিনের বাম গালে ছয়টি সেলাই লাগে। এ ঘটনায় জুনিয়াদহ বাবু পাড়া এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আসামিদের বাড়ি জুনিয়াদহ কাচারিপাড়া এলাকায়। এই ঘটনার বিষয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ