বিদ্যার দেবী সরস্বতী

 হিন্দু ধর্মে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী হল সরস্বতী। সরস্বতী, লক্ষী ও পার্বতী হিদুধর্মে ত্রিদেবী নামে পরিচিত। সরস্বতী অনেক রুপ ধারন করতে পারেন তাই তার আরেক নাম শতরুপা। সারদা, ইলা, মহাশ্বেতা, বীণাপানি, বীণাবাদিনী, ভারতী, বাণী, বাগদেবী নামেও ডাকা হয় সরস্বতীকে।

শিব তার সহোদর আর ব্রক্ষ্মা তার সঙ্গী।




হিন্দু ছাড়াও পশ্চিম ও মধ্য ভারতের জৈন ধর্মাবলম্বী সরস্বতী পুজা পালন করেন। আবার বৌদ্ধ ধর্মের কোন কোন সম্প্রদায় সরস্বতী পুজা পালন করে।

ঋদবেদের মতে সরস্বতী হলে মাতৃকাগণের মধ্যে শ্রেষ্ঠ, নদীগণের মধ্যে শ্রেষ্ঠ এবং দেবীগণের মধ্যে শ্রেষ্ঠ।

আজ সরস্বতী পুজা।

মানবিকতার ছোঁয়াতে ছেয়ে যাক বিশ্ব।

শুভকামনা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ