ভেড়ামারায় সরকারি ক্যানেল থেকে মাটি চুরির অভিযোগ

 


সরকারি ক্যানেল থেকে মাটির চুরির অভিযোগ প্রশাসনের চোখে ধুলো দিয়েই দিনের আলোয় ক্যানেল থেকে মাটি চুরির অভিযোগ এক স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে। দিনমজুর দিয়ে ১৫ দিন ধরে চলছে মাটি কাটার কাজ।আর মাটি কাটার ঘটনাটি ঘটে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ২ নং ওয়ার্ড চরদামুকদিয়া জিকে ক্যানেলের উপর।জানা যায় ওই এলাকার মোঃ আব্দুল জলিল (৫৯), পিতা মৃত অকছেদ আলি চরদামুকদিয়া, বাহিরচর ইউনিয়ন, ভেড়ামারা, কুষ্টিয়া। স রে জমিনে পরিদর্শন করে দেখা যায় যে, মোঃ আব্দুল জলিল (৫৯), পিতা মৃত অকছেদ আলি সে নিজে এবং তার দলবল নিয়ে দিনের বেলায় তারা জিকে ক্যানেলের কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে মাটি কাটতে থাকে। সে নিজ মুখে স্বীকার করেন যে কোন অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি ঐ এলাকার একশ্রেণীর মানুষ সরাসরি বাধা না দিয়ে গণমাধ্যম ব্যক্তিদের খবর দেয়। পরে তারা সরেজমিনে বিষয়টি সত্যতা দেখতে পাই।ভে ড়ামারা জিকে ২নং কলোনির পাশে ক্যানেল রয়েছে। সেই ক্যানেল দিয়েই বর্ষাকালে সমগ্র এলাকার পানি নিকেশ হয়। শীতকালে শুকিয়ে গিয়েছে ক্যানেল। অভিযোগ সেখান থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। মাটি কাটার কাজে যুক্ত  দিনমজুররাও স্বীকার করে নিয়েছে সেই কথা।  এই মাটি নিয়ে বাড়ি তৈরীর কাজে ব্যবহার করা হচ্ছে। সরকারি জায়গার মাটি ব্যক্তিগত কোন কাজে ব্যবহার করা যায় না। এছাড়াও এইভাবে মাটি কাটলে নষ্ট হয়ে যেতে পারে ভারসাম্য। ওই ব্যক্তির বিরুদ্ধে সরকারি জমি দখল করার অভিযোগ রয়েছে। স্থানীয় বাহিরচর ইউনিয়ন ২ নং ওয়ার্ড মেম্বার ফজলুল হক মালুকে জানানো হলে, সে এই বিষয়ে কিছু জানানে না বলে জানান।জি কে ২নং কলোনির নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমানকে মুঠোফোনে ফোন দেওয়া হলে ফোন বন্ধ পাওয়া যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ