ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান শহীদ দিবস উদযাপন

 


কুষ্টিয়ার ভেড়ামারায় আজ মঙ্গলবার সকাল আটটার সময় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা , দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ। এর আগে রাত বারোটা এক মিনিটে ভেড়ামারা উপজেলা পরিষদে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জ্ঞাপনার্থে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আওয়ামীলীগ নেতৃবৃন্দ। দলীয় কার্যালয়ের সামনে পালিত কর্মসূচিতে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি আবুহেনা মোস্তফা কামাল মুকুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাকির হোসেন বুলবুল, ভেড়ামারা উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও অ্যাডভোকেট মারুফ বিল্লাহ, বাহিরচর ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান কচি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উল্লেখ্য আজ শহীদ দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতাকারে উত্তোলন করেন নেতৃবৃন্দ। জাতীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে দলীয় কর্মসূচি ছাড়াও নেতৃবৃন্দ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রভাত ফেরী সহ অন্যান্য কর্মসূচিতে যোগ দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ