ভেড়ামারা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত। সরকারি ঘোষণা আসছে আগামীকাল

 


অবশিষ্ট ২১ টি‌ প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূনর্বাসনের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত একটি উপজেলা হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামীকাল বুধবার দেশব্যাপী একযোগে অনুষ্ঠিতব্য একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেবেন বলে জানা গেছে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ আজ মঙ্গলবার সকাল দশটায় তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এই তথ্য জানিয়েছেন। জানা গেছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে সর্বমোট ২৭৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার সনাক্ত করা যায়। সনাক্তকৃত পরিবারগুলোর মধ্যে প্রথম পর্যায়ে ১০০ টি, দ্বিতীয় পর্যায়ে ৫৫ টি ও তৃতীয় পর্যায়ে ৮৩ টি সর্বমোট ২৩৮ টি পরিবারকে এই উপজেলার বিভিন্ন স্থানে সরকারি খাস জমি ও ক্রয়কৃত জমিতে ইতোমধ্যেই পূনর্বাসন করা হয়েছে। অবশিষ্ট ৩৭টি পরিবারের মধ্যে দুইটি পরিবার মুজিব বর্ষের ঘর নিতে অনাগ্রহ দেখায় এবং অন্য ৩৭ টি পরিবার তাদের নিজ নিজ আবাসস্থল হতে অন্যত্র যেতে অনিচ্ছুক মর্মে প্রত্যয়ন দেন। গত  ১৯ মে ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে অত্র উপজেলায় আশ্রয়ন দুই প্রকল্প সংক্রান্ত উপজেলা টাস্ক ফোর্স কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার পর সমগ্র উপজেলা ব্যাপী এই সংক্রান্তে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ইলেকট্রনিক ও মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে এবং পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে অবশিষ্ট একুষ্টি প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ২২ মার্চ ২০২৩ তারিখে উদ্বোধনের মাধ্যমে সারাদেশের ১৫৮ উপজেলার সাথে ভেড়ামারা উপজেলা কেও ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ