ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজিত

 



ভেড়ামারা পৌরসভার সড়ক প্রশস্তকরণসহ উন্নতির প্রতিবন্ধকতা অপসারনে সহায়তা করবো। সংস্থাপন সন্ত্রণালয়ের সাবেক সচিব যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, ভেড়ামারার কৃতি সন্তান রশিদুল আলম আজ শনিবার ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রদত্ত বক্তব্যে একথা বলেন। তিনি তার বক্তব্যে ছাত্রদের উদ্দেশ্যে বলেন, তোমরা প্রতিযোগিতায় হার মানবা না। হারার আগে হারবা না। কারো কাছে মাথা নত করবা না। জীবনে সফলতা অর্জনের জন্য প্রচেষ্টা অবাহত রাখতে হবে। রশিদুল আলম নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে বর্তমান সরকারের অবদানের ভূয়সী প্রশংসা করে ছাত্রীদেরকে পাঠে মনযোগী হওয়ার জন্য উৎসাহিত করেন। তিনি ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রশংসা করে বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন এমন শিক্ষার্থীরা কর্মজীবনে উচ্চস্তরে আসীন হয়েছেন। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে যাওয়ার সুযোগ পেয়েছেন। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি তার বক্তব্যে আরো বলেন, ভেড়ামারার উন্নয়নের বিষয়ে তিনি অত্যন্ত আন্তরিক। প্যৗরসভার সড়ক প্রশস্তকরণের প্রতিবন্ধকতার বিষয়ে তাকে অবহিত করা হলে তিনি অবশ্যই এবিষয়ে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার প্রতিশ্রুতি দেন। সড়কের উন্নয়নের জন্য তিনি দোকানদারকে কিছুটা সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। তিনি আরো বলেন, ৮ই ডিসেম্বর ১৯৭১ সালে আমরা মুক্তিযোদ্ধারা ভেড়ামারাকে শত্রুমুক্ত করি। রেলগেটে সম্মুখ সমরে পাকহানাদার বাহিনীর গুলিতে আমি আহত হয়ে বিদেশে চিকিৎসা গ্রহন করি। রশিদুল আলম তার বক্তব্যে আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নানাবিধ কারনে ভেড়ামারার উন্নয়নের জন্য আন্তরিক। রাশেদুল আলমের সহধর্মিনী, মরহুম আব্দুর রব সেরনিয়াবাত এর কন্যা হাবিবা আলম প্রধান অতিথির সফর সঙ্গী হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামীলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল ইসলাম, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এর আগে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে পৌছালে তাকে বিএনসিসি ও রোভার স্কাউট দল গার্ড অব অনার প্রদান করেন। প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ বিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা পরিদর্শন করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ