কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

 


কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতি রেজি নম্বর ২১১৬ এর নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ আজ রোববার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গত ০৪ মার্চ তারিখে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মডেল হাই স্কুল কেন্দ্রে ভোটের মাধ্যমে কমিটির সদস্যরা নির্বাচিত হন। ভোটের দিন ৩২২ জন ভোটারের মধ্যে ৩০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সিএনজি মালিক চালকদের ভোটে নির্বাচিত সভাপতি সোলায়মান চিশতী, সাধারণ সম্পাদক সোলায়মান মাস্টার, সিনিয়র সহ-সভাপতি আলী আহসান সনি, সহ-সভাপতি বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত জোয়ারদার শালুক, সহ-সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক পিকে বাপ্পি শেখ, দপ্তর সম্পাদক এজাজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহজালাল আজ শপথ নেন। মোট ১১ টি পদে নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান সিএনজি মালিক সমিতির নির্বাচন কমিশনার এডভোকেট মারুফ বিল্লাহ। এ সময় নির্বাচন কমিটির অন্য দুই সদস্য ফয়জুল ইসলাম মিলন ও বাবলু মোস্তাফিজ উপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন




তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।


এ ঘটনায় ৪৭ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে জরুরি বিভাগ। এর মধ্যে একজন স্থানীয়। বাকিরা সবাই শিক্ষার্থী।


প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়া থেকে ‘মোহাম্মদ’ নামের একটি বাসে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলামিন আকাশ। বাসের আসনে বসাকে কেন্দ্র করে তার সঙ্গে বাসের চালক শরিফুল ও চালকের সহকারী রিপনের কথা–কাটাকাটি হয়। পরে বাসটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুরে পৌঁছালে রিপনের সঙ্গে ওই শিক্ষার্থীর আবার বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় স্থানীয় এক দোকানদার এসে ওই শিক্ষার্থীর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয়ে ওই দোকানদারের ওপর চড়াও হন। একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা এক জোট হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। তখন শিক্ষার্থীরাও তাদের পাল্টা ধাওয়া করেন। 


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক গণমাধ্যমকে বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে।’


শিক্ষার্থী ও স্থানীয়রা মুখোমুখি অবস্থানে আছেন। স্থানীয় দোকানদারেরা অবস্থান করছেন বিনোদপুর বাজারে। আর সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের ভেতরে ক্যাম্পাসে।


এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বিজিবির ১ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজশাহী-ঢাকা মহাসড়কের বিনোদপুরে অবস্থান নিয়েছে তারা।’


এছাড়া শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় আগামীকাল রোববার ও সোমবার সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম টিপু বিষয়টি নিশ্চিত করেন।

ভেড়ামারায় তাফসিরুল কোরআন মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠানের আয়োজন

 



কুষ্টিয়ার ভেড়ামারায় ফারাকপুর চরদামুকদিয়া গোরস্থান কমিটির উদ্যোগে আজ শনিবার সন্ধ্যায় এক তাফসীরুল কোরআন মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন বাইতুন নূর জামে মসজিদ গাউছিয়া ঢাকা এর খতিব মুফতি আবিদ আল আহসান।

 দ্বিতীয় বক্তা হিসাবে ওয়াজ করেন হাফেজ মাওলানা মুফতি শাহিদুজ্জামান শাহিদ, মেহেরপুর। 

উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দারুল এহসান মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার সভাপতি আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আমিরুল ইসলাম।

ভেড়ামারা মওলাহাবাসপুর শান্তিপাড়ায় জনৈক তোফাজ্জেলের নির্মাণাধীন বাড়ি-ঘরে হামলা-ভাংচুর

 



কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মলোহাবাসপুর শান্তিপাড়ায় অশান্তির সৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে গতকাল শুক্রবার সকাল ১১.০০ টার সময় প্রতিপক্ষের লোকজন কর্তৃক জনৈক তোফাজ্জেলের বাড়িতে হামলা ও বাড়ি-ঘর ভাংচুর উপর্যুপরী তার বোনের বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট করেছে একই অপরাধীরা। এঘটনায় ৭ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা অন্ততঃ ১৫ জনের নামে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন, ঘটনার প্রত্যক্ষদর্শী ও থানায় দাখিল করা লিখিত অভিযোগের সূত্রে ঘটনার লোমহর্ষক বর্ণনা পাওয়া যায়। ঘটনার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব থেকে চলমান বিরোধের জের ধরে তোফাজ্জেলের ক্রয়কৃত নিজ নামীয় জমিতে বিবাদীগণ পরস্পর যোগসাজসে বাদীর সাথে অহেতুক ঝগড়া-বিবাদসহ অশান্তি সৃষ্টি করে আসছে। এরই ধারাবহিকতায় গতকাল শুক্রবার সকাল ১১.০০ টার সময় তোফাজ্জেল তার নিজ জমিতে বসত বাড়ি নির্মাণের সময় বিবাদীগণ একত্রে বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্র রামদা, হাসুয়া, চাইনজ কুড়াল, হকিষ্টিক, কাঠের বাটাম, বাঁশের লাঠি সহ আরো অন্যান্য অস্ত্রে সজ্জ্বিত হয়ে অনধিকার প্রবেশ করে বসত ঘর নির্মাণের কাজ জোরপূর্বক বন্ধ করে দেয়। বাদীকে গালিগালাজ ও মারমুখি আচরণ করার সময় বাদী বাঁধা দিলে আসামীরা বাড়ি-ঘর ভাংচুর ও তান্ডব করে। তারা হাসুয়া-চাইনিজ কুড়াল নিয়ে তোফাজ্জেলের উপর হামলা করতে উদ্যত হয়। এসময় প্রাণ ভয়ে দৌড়ে সে আত্মরক্ষা করে। নির্মাণাধীন ঘর গুড়িয়ে দেয়াসহ আসামীরা উক্ত জমিতে থাকা একটি টিউবওয়েল, বীমের রড ও ৩ টন লোহার রড তাদের সঙ্গে আনা ট্রাকে করে নিয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ পাঁচ হাজার টাকা। এরপর আসামীরা তোফাজ্জেল এর বোন তাসলিমা খাতুনের বাড়িতে অনধিকার প্রবেশ করে। একইভাবে তার ঘরবাড়িতেও ব্যাপক ভাংচুর করে। আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল ভাংচুর করে। আলমারির ড্রয়ারে থাকা ২ লক্ষ ২০ হাজার টাকা, ষ্টীলের আলমারির ড্রয়ারে থাকা ১২ আনা ওজনের ৩টি স্বর্ণ নির্মিত গলার চেইন, ১৪ আনা ওজনের হাতের ১টি রুলি, ৫ জোড়া ১০ আনা ওজনের কানের দুল, ৪ আনা ওজনের ৪ টি হাতের আংটি লুটপাট করে নিয়ে যায়। তাসলিমা বাধা দিলে তাকে হেনস্থা করে আসামীরা। ঘটনার শোর চিৎকার শুনে স্থানীয় অধিবাসীরা এগিয়ে আসলে আসামীরা খুন-জখমের হুমকি দিতে দিতে প্রস্থান করে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা শঙ্কায় রয়েছে আক্রান্ত পরিবার।

ভেড়ামারা জুনিয়াদহে সন্ত্রাসী হামলায় আহত ১




কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়রদহ ইউনিয়ন পরিষদের সন্নিকটে গতকাল শুক্রবার রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিত সন্ত্রাসী হামলায় মোঃ শামস উদ্দিন (৭২) নামের এক বয়োবৃদ্ধ ব্যক্তি গুরুতর আহত হয়ে ভেড়ামারা উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ব্যাপারে জখমী শামসুদ্দিনের পক্ষে তার পুত্র মোঃ গিয়াস উদ্দিন বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। ভুক্তভোগী, এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, জনৈক শুকুর গাড়োয়ানের বাড়িতে অনুষ্ঠিত মিলাদ মাহফিল শেষে নিজ বাড়ি ফেরার পথে ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার পাশে, ৩ জন ব্যক্তি পরস্পর যোগসাজশে ও পূর্ব পরিকল্পিতভাবে তার গতিরোধ করে। আসামী যদুর হাতে থাকা ধারাল হাসুয়া দিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত ভাবে শামসুদ্দিনের মাথায় আঘাত করতে গেলে শামসুদ্দিন সরে দাঁড়ালে হাসুয়ার কোপটি তার বাম চোয়ালে চোখের উপরে লেগে রক্তাক্ত কাটা জখম প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন আসামী বদু ও তুষার তাদের হাতে থাকা লোহার রড ও বাটাম দিয়ে শামসুদ্দিনের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি ভাবে পিটিয়ে গুরুতর জখম করে। জখমীর আর্ত চিৎকার শুনতে পেরে আশেপাশে থাকা লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসার সময় আসামিরা দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় আসামিরা জখমীকে বিভিন্ন ধরনের হুমকি দেয়। আহত অবস্থায় এলাকাবাসী শামসুদ্দিনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগে জখমী শামসুদ্দিনের বাম গালে ছয়টি সেলাই লাগে। এ ঘটনায় জুনিয়াদহ বাবু পাড়া এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আসামিদের বাড়ি জুনিয়াদহ কাচারিপাড়া এলাকায়। এই ঘটনার বিষয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

ভেড়ামারায় মকবুল হোসেন সাহিত্য-সংস্কৃতি-সমাজকল্যাণ পরিষদের শুভ উদ্বোধন

 


কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সমলেমপুর গ্রামে আজ শনিবার মকবুল হোসেন সাহিত্য-সংস্কৃতি-সমাজকল্যাণ পরিষদের শুভ উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১.০০ টার সময় জাতীয় ও প্রাতিষ্ঠানিক পতাকা উত্তোলন এবং ফলক উন্মোচন এর মাধ্যমে পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর মকবুল হোসেন সাহিত্য-সংস্কৃতি-সমাজকল্যাণ পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব, সাহিত্যক মকবুল হোসেনের জেষ্ঠ পুত্র মোঃ রফিকুল ইসলাম (লালু) এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন। বিজেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দীন ও ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান বিশেষ আতিথি হিসেবে বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে মকবুল হোসেন রচিত “যে নামের আবৃত্তিতে এত মধু আছে” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মকবুল হোসেন এর আমেরিকা প্রবাসী নাতনী কবি, সাহিত্যিক ও অনুবাদক রওশন হাসান বক্তব্য রাখেন। খায়রুল ইসলাম রিক্তার সার্বিক তত্বাবধানে এই অনুষ্ঠানের সফল আযোজন উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। উল্লেখ্য, মকবুল হোসেন বাহাদুরপুর ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। তিনি একজন রাজনীতিবিদ ছিলেন এবং পরবর্তীতে নানা কারনে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে সমাজকল্যাণ ও সাহিত্য চর্চায় মনযোগী হন। তিনি বাহাদুরপুর ইউনিয়নের একজন কীর্তিমান পুরুষ হিসেবে পরিচিতি অর্জন করেন। তার পুত্র রফিকুল ইসলাম সংস্থাপন মন্ত্রণায়ের যুগ্ম সচিব হন এবং একসময় পিরোজপুরের এসডিও হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেন। তার আরেক পুত্র রবিউল ইসলাম বিদ্যূৎ উন্নয়ন বোর্ডের পরিচালক হিসেবে দায়ীত্ব পালন করেন। মকবুল হোসেন একজন সুশিক্ষক ছিলেন। তার নামে এই প্রতিষ্ঠানটি উদ্বোধন উপলক্ষে আমেরিকাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে অবস্থানকারী তার বংশের বর্তমান প্রজন্ম তথা উত্তরসুরীগণ গ্রামের বাড়িতে সমবেত হন। বক্তারা মকবুল হোসেনের সমৃদ্ধ জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। তার উত্তরসূরীরাও সাহিত্য চর্চায় নিজেদেরকে নিবেদিত রেখেছেন। তাদের মধ্যে আমেরিকা প্রবাসী নাতনী রওশন জাহান এর নাম বিশেষভাবে উল্লেখ করা যায়। এবারের বাংলা একাডেমির বই মেলায় রওশন জাহানের “তোমাকে প্রদক্ষিণ করি” কাব্য গ্রন্থটি প্রকাশিত হয়েছে। এছাড়া তার রচিত “অনূদিত বর্ণমালা” এবং “ওভার দ্যা হরিজন” পাঠক মহলে বিশেষভাবে সমাদৃত হয়েছে।

সাতবাড়িয়ায় যুবলীগ নেতা আব্দুল আজিজের মায়ের নামাজে জানাজা শেষে ধর্মীয় মর্যাদায় দাফন

 



ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল আজিজ এবং ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হকের মাতা জৈগন নেছা এর নামাজে জানাজা আজ শনিবার সকাল দশটায় সাতবাড়িয়া ও শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ‌ জানাজায় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন। জানাযার নামাজ শেষে মরহুমাকে তাদের পারিবারিক গোরস্থানে ধর্মীয় রীতিনীতি ও মর্যাদায় দাফন করা হয়। 

জানাজা উপলক্ষে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে মরহুমার পুত্র ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক ও যুবলীগ নেতা আব্দুল আজিজসহ পরিবারের অন্যান্য সদস্যগণ বক্তব্য রাখেন। এ সময় ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এজাজ আল মামুন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান প্রমূখ কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গতকাল পবিত্র জুম্মার দিন বেলা আড়াইটার দিকে যুবলীগ নেতা আব্দুল আজিজ এর মা বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি মৃত আবু বক্কর সিদ্দিক এর সহধর্মিনী ছিলেন।

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ