ভেড়ামারায় মকবুল হোসেন সাহিত্য-সংস্কৃতি-সমাজকল্যাণ পরিষদের শুভ উদ্বোধন

 


কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সমলেমপুর গ্রামে আজ শনিবার মকবুল হোসেন সাহিত্য-সংস্কৃতি-সমাজকল্যাণ পরিষদের শুভ উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১.০০ টার সময় জাতীয় ও প্রাতিষ্ঠানিক পতাকা উত্তোলন এবং ফলক উন্মোচন এর মাধ্যমে পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর মকবুল হোসেন সাহিত্য-সংস্কৃতি-সমাজকল্যাণ পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব, সাহিত্যক মকবুল হোসেনের জেষ্ঠ পুত্র মোঃ রফিকুল ইসলাম (লালু) এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন। বিজেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দীন ও ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান বিশেষ আতিথি হিসেবে বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে মকবুল হোসেন রচিত “যে নামের আবৃত্তিতে এত মধু আছে” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মকবুল হোসেন এর আমেরিকা প্রবাসী নাতনী কবি, সাহিত্যিক ও অনুবাদক রওশন হাসান বক্তব্য রাখেন। খায়রুল ইসলাম রিক্তার সার্বিক তত্বাবধানে এই অনুষ্ঠানের সফল আযোজন উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। উল্লেখ্য, মকবুল হোসেন বাহাদুরপুর ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। তিনি একজন রাজনীতিবিদ ছিলেন এবং পরবর্তীতে নানা কারনে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে সমাজকল্যাণ ও সাহিত্য চর্চায় মনযোগী হন। তিনি বাহাদুরপুর ইউনিয়নের একজন কীর্তিমান পুরুষ হিসেবে পরিচিতি অর্জন করেন। তার পুত্র রফিকুল ইসলাম সংস্থাপন মন্ত্রণায়ের যুগ্ম সচিব হন এবং একসময় পিরোজপুরের এসডিও হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেন। তার আরেক পুত্র রবিউল ইসলাম বিদ্যূৎ উন্নয়ন বোর্ডের পরিচালক হিসেবে দায়ীত্ব পালন করেন। মকবুল হোসেন একজন সুশিক্ষক ছিলেন। তার নামে এই প্রতিষ্ঠানটি উদ্বোধন উপলক্ষে আমেরিকাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে অবস্থানকারী তার বংশের বর্তমান প্রজন্ম তথা উত্তরসুরীগণ গ্রামের বাড়িতে সমবেত হন। বক্তারা মকবুল হোসেনের সমৃদ্ধ জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। তার উত্তরসূরীরাও সাহিত্য চর্চায় নিজেদেরকে নিবেদিত রেখেছেন। তাদের মধ্যে আমেরিকা প্রবাসী নাতনী রওশন জাহান এর নাম বিশেষভাবে উল্লেখ করা যায়। এবারের বাংলা একাডেমির বই মেলায় রওশন জাহানের “তোমাকে প্রদক্ষিণ করি” কাব্য গ্রন্থটি প্রকাশিত হয়েছে। এছাড়া তার রচিত “অনূদিত বর্ণমালা” এবং “ওভার দ্যা হরিজন” পাঠক মহলে বিশেষভাবে সমাদৃত হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ