রাশেদুল ইসলাম বিপ্লব এর কবিতা

 ঘুমিয়ে পড়েছে কবিতা

     ( কবি রাশেদুল ইসলাম বিপ্লব )


আমার কবিতা ঘুমিয়ে পড়েছে

জেগে উঠবে কি না জানিনা।

এই শহরে কেউ কবিতা পড়েনা

সেই সুযোগে ক্লান্ত কবিতা

জিরিয়ে নিচ্ছে কিছুক্ষণ।

খৈয়াম বাসার, নাসের মাহমুদ,

কর্ণেল নাসের, রোকেয়া রহমান,

অচিন পাখির হাবিব রহমান

ঘুমিয়ে আছে কবরে।

তাদের মতই ঘুমিয়ে পড়েছে কবিতা।

কবিতার চেয়ে ডিভাইস বড় যাদের

তাদের কাছে কবিতা উপেক্ষিত।

হিসেবের টালিখাতায় কবিতা পড়ার

লাভ ক্ষতির অংক কষে যারা,

তারা কেন লিখবে কবিতা?

তার চেয়ে ফেসবুকে অন্যের রমনী-

দেখতে দেখতে ঘুমিয়ে পড়া বেশ।



তবুও কবিতা চলে নিজের গতিতে

বালুচর ঠেলে বহতা নদীর মত।

প্রিয়তমার হৃদয় চিরে, অন্তর জুড়ে,

বাঙলা আর বাঙালির পরান জুড়ে।

কবিতা আছে, কবিতা থাকবে-

ফুল ফোটা আর না ফোটা বসন্তের মতই।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ