৩০ বছর নির্বাসিত তসলিমা নাসরিন

 নিউজ ডেস্ক#

৩০ বছর যাবৎ নির্বাসিত অবস্থায় রয়েছেন বাংলাদেশের একসময়ের তুখোড় দুঃসাহসী লেখিকা তসলিমা নাসরিন।

তসলিমা নাসরিনের 'নিমন্ত্রণ' গ্রন্থটি ব্যাপক জনপ্রিয়তা পায় পাঠক সমাজে। 'লজ্জা' একই সময়ে তিনি রচনা করেন তিনি। 'আমার মেয়েবেলা' সহ উনার অনেক লেখা পাঠক প্রিয়তা পায়। তার লেখা ভালই লাগত আটক সমাজের একাংশে। কিছু লেখা বিতর্কের উর্ধে নয়। সেটা তো সব সময় বড় লেখকের বেলাতেই ঘটে। সমালোচনা আছে, থাকবে। এই লেখিকা কয়েক যুগ যাবৎ নির্বাসনে। শুধু লেখালেখির কারনে বিতর্কিত এই লেখিকা খুব শীঘ্র নিজ দেশে ফিরতে পারবেন বলে মনে হয়না।



আশির দশকের একজন মেধাবী, চিকিৎসক, লেখিকা সেই সাথে পারিবারিক ও সামাজিক অবস্থান। সবকিছু ঠিকই তো ছিল।

উনার প্রায় ৭ টি বই নিষিদ্ধ বাংলাদেশে।

এদেশে অনেকেই উনার কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ খুব মনোযোগ দিয়ে পড়তাম, এখনও পড়েন। উনার কবিতাগুলো থেকে কিছু কবিতা আবৃতি করে থাকেন।

 অসমর্থিত কয়েকটি সূত্রে জানা যায়, জন্মভূমিতে ফিরতে খুব বেশি আগ্রহ প্রকাশ করার খবর দেখা যায় না। তবে প্রবাসেও তিনি সমানে লেখা লেখির চর্চা অব্যাহত রেখেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ