ভেড়ামারায় গোরস্থানের মাইকসহ মূল্যবান মালামাল চুরি

 


 

মানুষের শেষ ঠিকানা গোরস্থানের মাইকসহ অন্যান্য মালামাল চুরি হওয়ার সংবাদ পাওয়া গেছে।কুষ্টিয়ার ভেড়ামারায নওদা ক্ষেমিরদিয়াড় রামকৃষ্ণপুর গোরস্থানে‌ এই ঘটনাটি ঘটেছে। চোরাই মূল্য লক্ষাধিক টাকা মর্মে জানা গেছে।  গত ১৩ই ফেব্রুয়ারি রাতে গোরস্থানের মালামাল রাখার একটি রুমের  তালা ভেঙে জানাযা কার্যে ব্যবহৃত একটি মাইক, দুইটি এমপ্লিফায়ার, একটি বড় স্ট্যান্ড ফ্যান, কবর খুঁড়ার কার্যে ব্যবহৃত একটি হাই স্পিড ফ্যান, একটি দুই হাজার ওয়াটের লাইট ও আরো  পাঁচ সাতটি লাইট কয়েকশো গজ তার সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল  চুরি হয়েছে বলে জানান গোরস্থানের সভাপতি জনাব মোহাম্মদ ইয়াকুব আলী। দুইদিন অতিবাহিত হওয়ার পরেও এখন পর্যন্ত চোরের সন্ধান পাওয়া যায়নি। দুটি গ্রামের শেষ আশ্রয়স্থল এই কবরস্থান। এই ন্যাকারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন দুই গ্রামের জনগণ। বিষয়টি সম্পর্কে অবগত আছেন মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ও গোরস্থান কমিটির উপদেষ্টা সভাপতি জনাব আব্দুস সামাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ