সিএনজি মালিক সমিতির নির্বাচন কমিশনের সাথে প্রার্থীদের মতবিনিময়

 


কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবে আজ মঙ্গলবার সন্ধ্যায় আগামী ৪ঠা মার্চ তারিখে অনুষ্ঠেয় কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে উক্ত নির্বাচন কমিশনের সাথে প্রার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মারুফ বিল্লাহ এতে সভাপতিত্ব করেন। নির্বাচন কমিশনের অন্য ২ সদস্য ফয়জুল ইসলাম মিলন ও বাবলু মোস্তাফিজ উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ অন্যান্য পদের প্রার্থীগণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। নির্বাচনে মোট ১১ টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চারটি পদে একক প্রার্থী থাকায় সেই সকল পদে ব্যালটের মাধ্যমে নির্বাচনের প্রয়োজন হবে না। সহ-সভাপতি,কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক ক্রীড়া সম্পাদক পদগুলো বাদে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ বাকি ৭ টি পদে নির্বাচন হবে ব্যালটের মাধ্যমে। ভেড়ামারা সরকারি পাইলট মডেল হাই স্কুল কেন্দ্রে ভোটগ্রহণ হবে।। শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মারুফ বিল্লাহ। এ ব্যাপারে প্রার্থীদের নিকট থেকে তিনি সহযোগিতা কামনা করেছেন। নির্বাচনকে কেন্দ্র করে ভোটার ও সমর্থকদের মধ্যে উৎসবের পরিবেশ বিরাজ করছে। নির্বাচন কমিশনের অন্যতম সদস্য ফয়জুল হক মিলন জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের বিষয়ে ইতিমধ্যে প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিকট বার্তা প্রেরণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের সহযোগিতায় এখানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ