ভেড়ামারা মওলাহাবাসপুর শান্তিপাড়ায় জনৈক তোফাজ্জেলের নির্মাণাধীন বাড়ি-ঘরে হামলা-ভাংচুর

 



কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মলোহাবাসপুর শান্তিপাড়ায় অশান্তির সৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে গতকাল শুক্রবার সকাল ১১.০০ টার সময় প্রতিপক্ষের লোকজন কর্তৃক জনৈক তোফাজ্জেলের বাড়িতে হামলা ও বাড়ি-ঘর ভাংচুর উপর্যুপরী তার বোনের বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট করেছে একই অপরাধীরা। এঘটনায় ৭ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা অন্ততঃ ১৫ জনের নামে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন, ঘটনার প্রত্যক্ষদর্শী ও থানায় দাখিল করা লিখিত অভিযোগের সূত্রে ঘটনার লোমহর্ষক বর্ণনা পাওয়া যায়। ঘটনার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব থেকে চলমান বিরোধের জের ধরে তোফাজ্জেলের ক্রয়কৃত নিজ নামীয় জমিতে বিবাদীগণ পরস্পর যোগসাজসে বাদীর সাথে অহেতুক ঝগড়া-বিবাদসহ অশান্তি সৃষ্টি করে আসছে। এরই ধারাবহিকতায় গতকাল শুক্রবার সকাল ১১.০০ টার সময় তোফাজ্জেল তার নিজ জমিতে বসত বাড়ি নির্মাণের সময় বিবাদীগণ একত্রে বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্র রামদা, হাসুয়া, চাইনজ কুড়াল, হকিষ্টিক, কাঠের বাটাম, বাঁশের লাঠি সহ আরো অন্যান্য অস্ত্রে সজ্জ্বিত হয়ে অনধিকার প্রবেশ করে বসত ঘর নির্মাণের কাজ জোরপূর্বক বন্ধ করে দেয়। বাদীকে গালিগালাজ ও মারমুখি আচরণ করার সময় বাদী বাঁধা দিলে আসামীরা বাড়ি-ঘর ভাংচুর ও তান্ডব করে। তারা হাসুয়া-চাইনিজ কুড়াল নিয়ে তোফাজ্জেলের উপর হামলা করতে উদ্যত হয়। এসময় প্রাণ ভয়ে দৌড়ে সে আত্মরক্ষা করে। নির্মাণাধীন ঘর গুড়িয়ে দেয়াসহ আসামীরা উক্ত জমিতে থাকা একটি টিউবওয়েল, বীমের রড ও ৩ টন লোহার রড তাদের সঙ্গে আনা ট্রাকে করে নিয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ পাঁচ হাজার টাকা। এরপর আসামীরা তোফাজ্জেল এর বোন তাসলিমা খাতুনের বাড়িতে অনধিকার প্রবেশ করে। একইভাবে তার ঘরবাড়িতেও ব্যাপক ভাংচুর করে। আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল ভাংচুর করে। আলমারির ড্রয়ারে থাকা ২ লক্ষ ২০ হাজার টাকা, ষ্টীলের আলমারির ড্রয়ারে থাকা ১২ আনা ওজনের ৩টি স্বর্ণ নির্মিত গলার চেইন, ১৪ আনা ওজনের হাতের ১টি রুলি, ৫ জোড়া ১০ আনা ওজনের কানের দুল, ৪ আনা ওজনের ৪ টি হাতের আংটি লুটপাট করে নিয়ে যায়। তাসলিমা বাধা দিলে তাকে হেনস্থা করে আসামীরা। ঘটনার শোর চিৎকার শুনে স্থানীয় অধিবাসীরা এগিয়ে আসলে আসামীরা খুন-জখমের হুমকি দিতে দিতে প্রস্থান করে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা শঙ্কায় রয়েছে আক্রান্ত পরিবার।

ভেড়ামারা জুনিয়াদহে সন্ত্রাসী হামলায় আহত ১




কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়রদহ ইউনিয়ন পরিষদের সন্নিকটে গতকাল শুক্রবার রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিত সন্ত্রাসী হামলায় মোঃ শামস উদ্দিন (৭২) নামের এক বয়োবৃদ্ধ ব্যক্তি গুরুতর আহত হয়ে ভেড়ামারা উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ব্যাপারে জখমী শামসুদ্দিনের পক্ষে তার পুত্র মোঃ গিয়াস উদ্দিন বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। ভুক্তভোগী, এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, জনৈক শুকুর গাড়োয়ানের বাড়িতে অনুষ্ঠিত মিলাদ মাহফিল শেষে নিজ বাড়ি ফেরার পথে ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার পাশে, ৩ জন ব্যক্তি পরস্পর যোগসাজশে ও পূর্ব পরিকল্পিতভাবে তার গতিরোধ করে। আসামী যদুর হাতে থাকা ধারাল হাসুয়া দিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত ভাবে শামসুদ্দিনের মাথায় আঘাত করতে গেলে শামসুদ্দিন সরে দাঁড়ালে হাসুয়ার কোপটি তার বাম চোয়ালে চোখের উপরে লেগে রক্তাক্ত কাটা জখম প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন আসামী বদু ও তুষার তাদের হাতে থাকা লোহার রড ও বাটাম দিয়ে শামসুদ্দিনের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি ভাবে পিটিয়ে গুরুতর জখম করে। জখমীর আর্ত চিৎকার শুনতে পেরে আশেপাশে থাকা লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসার সময় আসামিরা দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় আসামিরা জখমীকে বিভিন্ন ধরনের হুমকি দেয়। আহত অবস্থায় এলাকাবাসী শামসুদ্দিনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগে জখমী শামসুদ্দিনের বাম গালে ছয়টি সেলাই লাগে। এ ঘটনায় জুনিয়াদহ বাবু পাড়া এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আসামিদের বাড়ি জুনিয়াদহ কাচারিপাড়া এলাকায়। এই ঘটনার বিষয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

ভেড়ামারায় মকবুল হোসেন সাহিত্য-সংস্কৃতি-সমাজকল্যাণ পরিষদের শুভ উদ্বোধন

 


কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সমলেমপুর গ্রামে আজ শনিবার মকবুল হোসেন সাহিত্য-সংস্কৃতি-সমাজকল্যাণ পরিষদের শুভ উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১.০০ টার সময় জাতীয় ও প্রাতিষ্ঠানিক পতাকা উত্তোলন এবং ফলক উন্মোচন এর মাধ্যমে পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর মকবুল হোসেন সাহিত্য-সংস্কৃতি-সমাজকল্যাণ পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব, সাহিত্যক মকবুল হোসেনের জেষ্ঠ পুত্র মোঃ রফিকুল ইসলাম (লালু) এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন। বিজেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দীন ও ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান বিশেষ আতিথি হিসেবে বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে মকবুল হোসেন রচিত “যে নামের আবৃত্তিতে এত মধু আছে” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মকবুল হোসেন এর আমেরিকা প্রবাসী নাতনী কবি, সাহিত্যিক ও অনুবাদক রওশন হাসান বক্তব্য রাখেন। খায়রুল ইসলাম রিক্তার সার্বিক তত্বাবধানে এই অনুষ্ঠানের সফল আযোজন উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। উল্লেখ্য, মকবুল হোসেন বাহাদুরপুর ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। তিনি একজন রাজনীতিবিদ ছিলেন এবং পরবর্তীতে নানা কারনে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে সমাজকল্যাণ ও সাহিত্য চর্চায় মনযোগী হন। তিনি বাহাদুরপুর ইউনিয়নের একজন কীর্তিমান পুরুষ হিসেবে পরিচিতি অর্জন করেন। তার পুত্র রফিকুল ইসলাম সংস্থাপন মন্ত্রণায়ের যুগ্ম সচিব হন এবং একসময় পিরোজপুরের এসডিও হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেন। তার আরেক পুত্র রবিউল ইসলাম বিদ্যূৎ উন্নয়ন বোর্ডের পরিচালক হিসেবে দায়ীত্ব পালন করেন। মকবুল হোসেন একজন সুশিক্ষক ছিলেন। তার নামে এই প্রতিষ্ঠানটি উদ্বোধন উপলক্ষে আমেরিকাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে অবস্থানকারী তার বংশের বর্তমান প্রজন্ম তথা উত্তরসুরীগণ গ্রামের বাড়িতে সমবেত হন। বক্তারা মকবুল হোসেনের সমৃদ্ধ জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। তার উত্তরসূরীরাও সাহিত্য চর্চায় নিজেদেরকে নিবেদিত রেখেছেন। তাদের মধ্যে আমেরিকা প্রবাসী নাতনী রওশন জাহান এর নাম বিশেষভাবে উল্লেখ করা যায়। এবারের বাংলা একাডেমির বই মেলায় রওশন জাহানের “তোমাকে প্রদক্ষিণ করি” কাব্য গ্রন্থটি প্রকাশিত হয়েছে। এছাড়া তার রচিত “অনূদিত বর্ণমালা” এবং “ওভার দ্যা হরিজন” পাঠক মহলে বিশেষভাবে সমাদৃত হয়েছে।

সাতবাড়িয়ায় যুবলীগ নেতা আব্দুল আজিজের মায়ের নামাজে জানাজা শেষে ধর্মীয় মর্যাদায় দাফন

 



ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল আজিজ এবং ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হকের মাতা জৈগন নেছা এর নামাজে জানাজা আজ শনিবার সকাল দশটায় সাতবাড়িয়া ও শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ‌ জানাজায় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন। জানাযার নামাজ শেষে মরহুমাকে তাদের পারিবারিক গোরস্থানে ধর্মীয় রীতিনীতি ও মর্যাদায় দাফন করা হয়। 

জানাজা উপলক্ষে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে মরহুমার পুত্র ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক ও যুবলীগ নেতা আব্দুল আজিজসহ পরিবারের অন্যান্য সদস্যগণ বক্তব্য রাখেন। এ সময় ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এজাজ আল মামুন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান প্রমূখ কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গতকাল পবিত্র জুম্মার দিন বেলা আড়াইটার দিকে যুবলীগ নেতা আব্দুল আজিজ এর মা বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি মৃত আবু বক্কর সিদ্দিক এর সহধর্মিনী ছিলেন।

ভেড়ামারায় দুঃস্থ নারীদের মাঝে বিনামূল্যে মাসিক ৩০ কেজি করে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

 

জো

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধীনে ডি ডাবলু বি  কার্যক্রমের অংশ হিসেবে দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টার সময় চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও চাঁগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন বক্তব্য রাখেন। ভেড়ামারা উপজেলার ৬ ইউনিয়নে দুই বছরের জন্য সুবিধাভোগীরা প্রতিমাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল পাবেন। এই প্রকল্পের আওতায় চাঁদগ্রাম ইউনিয়নে আজ মোট ১৯০ জন সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব কাজী তৌহিদুজ্জামান শাকিল, প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম মন্টু, ইউপি সদস্য কারিবুল ইসলাম রনি, মনজুর আহমেদ ভুট্টো, আজমল হোসেন, মানিক শাহ, শাহীন আক্তার শান্তি, মোশাররফ হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বার তাহেরা খাতুন, শেফালী খাতুন ও সুজাতা খাতুন প্রমুখ  উপস্থিত ছিলেন।

নির্বাচনের মডেল বয় আরিফ এর এবারের মার্কা ছাতা



ইতিপূর্বে নির্বাচনকালীন প্রার্থীদের প্রচার-প্রচারণায়  ব্যাপকভাবে অংশ নিয়ে মিডিয়া তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আরিফ। নির্বাচনের মিছিল মিটিংয়ে স্লোগান এমনকি ফেসবুকে সাক্ষাৎকার দিয়ে নজর কাড়ে সে। বয়সে ছোট হলেও নির্বাচনী প্রচারণায় অভিনবত্ব নিয়ে আসার ক্ষেত্রে দারুন মুন্সিয়ানা তার। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধরমপুর ইউনিয়নের  আনারস মার্কার চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী প্রচারণায় দারুণ ভূমিকা রাখে এই ছেলেটি। আগামীকাল অনুষ্ঠিতব্য কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির নির্বাচনের মাঠেও আরিফকে দেখা যাচ্ছে। এবার এসে নির্বাচনে সভাপতি পদপ্রার্থী সোলায়মান চিশতী এর ছাতা মার্কার প্রচারণায় মাঠে অবতীর্ণ হয়েছে জনপ্রিয় এই পথ শিশুটি। তার পরিধেয় বস্ত্রে  ছাতা মার্কার স্টিকার লাগিয়ে নির্বাচনী পরিবেশকে উৎসবমুখর করতে দারুণ ভূমিকা রাখছে সে।  মাত্র কয়েক দিনের প্রচারণায় আবারও সে সবার নজর কাড়তে সক্ষম হয়েছে। প্রার্থীদের নির্বাচনী প্রতীককে দ্রুত জনপ্রিয় করতে তার তুলনা নেই। নির্বাচনের মাঠে তাকে ঘিরে ব্যাপক আগ্রহ ভোটারদের। প্রার্থী সোলাইমান চিশতী বলেন, আরিফ নিঃস্বার্থভাবে ভালবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে আমার প্রচার কাজে সহযোগিতা করছে। তার প্রচারণা আমার নির্বাচনের কাজকে এগিয়ে নিতে অবশ্যই সহায়ক ভূমিকা পালন করছে। এমনিতেই ভোটারদের মধ্যে ছাতা প্রতীকের স্বপক্ষে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। দুই দফা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সুবাদে সিএনজি মালিক চালক ভাইয়েরা আমাকে ভালোবেসে ফেলেছেন অন্তর থেকে। ভোটারদের হৃদয়ে আমার পোস্টার অঙ্কিত হয়েছে। এরই ফলশ্রুতিতে সাতবাড়িয়া থেকে ভাইরাল আরিফ ছুটে এসেছে আমার কাছে। ডেইলি ভেড়ামারা ডট ব্লগ স্পট এর ক্যামেরায়  নির্বাচনী প্রচারণার কার্যে আরিফের ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রচারণার কিছু দৃশ্য ধারণ করা হয়েছে। আরিফ এক সাক্ষাৎকারে এই প্রতিবেদককে বলেন, আমি সোলায়মান চিশতীকে ভালবাসি। সোলায়মান চিশতী একজন খুব ভালো মানুষ। তাই কোন টাকা পয়সার বিনিময়ে নয় আমি স্বভাব-সুলভভাবে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করছি। নির্বাচনের মাঠে কর্মী সমর্থকদের সাথে থাকতে আমার খুব ভালো লাগে। এদিকে একজন জানবাজী কর্মীর মত নির্বাচনে এই ক্ষুদে বালকের সদর্ভ উপস্থিতি সিএনজি মালিক সমিতি নির্বাচনের মাঠে ব্যাপকভাবে  প্রাণের সঞ্চার করেছে। ‌ বিগত ইউনিয়ন পরিষদের  নির্বাচনের মত এই নির্বাচনেও আরিফ ও সবার নজর কেড়েছে। আশা করা হচ্ছে আরিফের মুখে ফুল চন্দন পড়বে এবং বিগত নির্বাচনে আনারস প্রতীকের প্রচারণা করে যেভাবে সে বিজয় ঘরে তুলেছিল এবার কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির নির্বাচনেও তার সমর্থিত ছাতা মার্কার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাল্লাহ।

আল-হেরা মডেল একাডেমি প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় সেরাদের সেরা

 আবারও প্রমাণিত হলো আল হেরা মডেল একাডেমি ভেড়ামারায় সেরাদের সেরা




প্রাথমিকের  বৃত্তি পরীক্ষায় ছাত্র ছাত্রী অংশ গ্রহণে  ২০%  হার বেঁধে দেওয়ায় অত্র বিদ্যালয়ে মাত্র ১৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পায়। অনেক মেধাবী শিক্ষার্থী অংশ গ্রহণ করতে পারে নাই।  বৃত্তিতে  অংশ গ্রহণ কারি সকল ছাত্র-ছাত্রী বৃত্তি পেয়েছে।

উল্লেখ্য, সংশোধিত ঘোষণাতেও এই ফলাফল অপরিবর্তিত রয়েছে। আর এতে প্রমাণিত হলো শিশু শিক্ষার মানদন্ডে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আল হেরা মডেল একাডেমি সেরাদের সেরা। এজন্য অবশ্যই অভিনন্দন এর দাবিদার তারা।

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ