বাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকা

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিগণ

১। শেখ মুজিবুর রহমান, জন্ম ১৯২০-মৃত্যূ ১৯৭৫, কর্মকাল ১৭ই এপ্রিল ১৯৭১ থেকে ১২ ই জানুয়ারী ১৯৭২

২।  সৈয়দ নজরুল ইসলাম, জন্ম ১৯২৫-মৃত্যূ ১৯৭৫, কর্মকাল ১৭ই এপ্রিল ১৯৭১ থেকে ১২ ই জানুয়ারী ১৯৭২

৩। আবু সাঈদ চৌধুরী, জন্ম ১৯২১-মৃত্যূ ১৯৯৭, কর্মকাল ১২ই জানুয়ারী ১৯৭২ থেকে ২৪ ডিসেম্বর ১৯৭৩

৪। মোহাম্মদউল্লাহ, জন্ম ১৯২১-মৃত্যূ ১৯৯৯, কর্মকাল ২৪ ডিসেম্বর ১৯৭৩ থেকে ২৫ জানুয়ারী ১৯৭৫

৫। শেখ মুজিবুর রহমান, জন্ম ১৯২০-মৃত্যূ ১৯৭৫, কর্মকাল ২৫ জানুয়ারী ১৯৭৫ থেকে ১৫ই আগষ্ট ১৯৭৫

৬। খন্দকার মোশতাক আহমেদ, জন্ম ১৯১৮-মৃত্যূ ১৯৯৬, কর্মকাল ১৫ ই আগষ্ট ১৯৭৫ থেকে ৬ নভেম্বর ১৯৭৫

৭। আবু সাদাত মোহাম্দ সায়েম, জন্ম ১৯১৬-মৃত্যূ ১৯৯৭, কর্মকাল ৬ নভেম্বর ১৯৭৫ থেকে  থেকে  ২১ এপ্রিল ১৯৭৭

৮। জিয়াউর রহমান, জন্ম ১৯৩৬-মৃত্যূ ১৯৮১, কর্মকাল থেকে  ২১ এপ্রিল ১৯৭৭  থেকে ৩০ মে ১৯৮১

৯। আবদুস সাত্তার, জন্ম ১৯০৬ – মৃত্যূ ১৯৮৫, কর্মকাল ৩০ মে ১৯৮১ থেকে ২৪ মার্চ ১৯৮২

১০। আ ফ ম আহসানউদ্দিন চৌধুরী, জন্ম ১৯১৫-মৃত্যূ ২০০১, কর্মকাল ২৭ মার্চ ১৯৮২ থেকে ১০ ডিস্মেবর ১৯৮৩

১১। হুসেইন মুহাম্মদ এরশাদ, জন্ম ১৯৩০-মৃত্যূ ২০১৯, কর্মকাল ১১ ডিসেম্বর ১৯৮৩ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০

১২। শাহাবুদ্দিন আহমেদ, জন্ম ১৯৩০-মৃত্যূ ২০২২, কর্মকাল ৬ ডিসেম্বর ১৯৯০ থেকে ১০ অক্টোবর ১৯৯১

১৩।আব্দুর রহমান বিশ্বাস, জন্ম ১৯২৬-মৃত্যূ ২০১৭, কর্মকাল ১০ অক্টোবর ১৯৯১ থেকে ০৯ অক্টোবর ১৯৯৬

১৪। শাহাবুদ্দিন আহমেদ, জন্ম ১৯৩০-মৃত্যূ ২০২২, ০৯ অক্টোবর ১৯৯৬ থেকে ১৪ ই নভেম্বর ২০০১

১৫। একিউএম বদরুদ্দোজা চৌধুরি, জন্ম ১৯৩২ কর্মকাল ১৪ নভেম্বর ২০০১ থেকে ২১ জুন ২০০২

১৬ । জমির উদ্দিন সরকার, জন্ম ১৯৩১ কর্মকাল ২১ জুন ২০০২ থেকে ৬ সেপ্টেম্বর ২০০২

১৭। ইয়াজউদ্দিন আহম্মেদ, জন্ম ১৯০১-মৃত্যূ ২০১২, কর্মকাল ৬ সেপ্টেম্বর ২০০২ থেকে ১২ ফেব্রুয়ারী ২০০৯

১৮। জিল্লুর রহমান, জন্ম ১৯২৯-মৃত্যূ ২০১০, কর্মকাল ১২ ফেব্রুয়ারী ২০০৯ থেকে ২০ মার্চ ২০১৩

১৯। আব্দুল হামিদ,  জন্ম ১৯৪৪, কর্মকাল ২৪ এপ্রিল ২০১৩ থেকে অদ্যাবধি

২০। ড. শিরিন শারমিন চৌধুরী, জন্ম ১৯৬৬, কর্মকাল বর্তমান অভিষেক



 

স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন

 বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ডঃ শিরিন শারমিন চৌধুরী

বিশ্বে ২২ তম এবং বাংলাদেশের ইতিহাসে ১ম নারী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন নোয়াখালীর কৃতি সন্তান  জাতীয় সংসদ এর প্রথম নারী স্পিকার ড, শিরিন শারমিন চৌধুরী।


তিনি রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হচ্ছেন।


বিভিন্ন সূত্রে এই তথ্য জানা গেছে।

President

ফাইল ফটো।

আবু লাহাবের মৃত্যু

 দীর্ঘ দিন ভেড়ামারা সহরের বালিকা বিদ্যালয় পাড়ায় বসবাসরত দৌলতপুর থানার মথুরা পুরের বাসিন্দা,ভেড়ামারা কলেজের সাবেক ছাত্র, গৃহ শিক্ষক,বিদ্যুৎ অফিস জামে মসজিদের নিয়মিত মুসল্লি হাজী আবু লাহাব ( লাহাব ভাই) গতকাল রাত্রি ১০.৩০ মিনিটের সময় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করিয়াছেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি, তিনি অনেক ভালো মানুষ ছিলেন, দোয়া করি সৃষ্টিকর্তা ভালো রাখুন, জান্নাত নসিব করুন।(বাদ জোহর মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বিদ্যুৎ অফিস সংলগ্ন মাঠে)







সংবাদ প্রেরক বশির উদ্দিন বাচ্চু


মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বদলী

 মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ তার সামরিক কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলির আদেশ প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে  এই চার রদবদলের তথ্য তুলে ধরা হয়।

বদলীকৃত  ৪ কর্মকর্তা তাদের কর্মস্থলে প্রেষনে নিয়োজিত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে বদলি হয়েছেন। 



 উক্ত প্রজ্ঞাপনে রিয়ার এডমিরাল মীর এরশাদ আলীকে মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে বদলি করে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে দেয়া হয়েছে। অন্য এক প্রজ্ঞাপনে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জামানকে নৌবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

 পক্ষান্তরে, কমডোর মো. জিয়াউল হককে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলি করে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এই প্রজ্ঞাপন দ্রুত কার্যকরের কথা জানা গেছে।

বিমান দুর্ঘটনায় পাইলট দম্পতির মৃত্যু

১৬ বছর আগে স্বামী দীপক প্রকরাইল যিনি পেশায় ছিলেন একজন পাইলট এক বিমান দুর্ঘটনায় তিনি মারা যান।

স্বামীর মৃত্যুর পর স্ত্রী অঞ্জু পাইলট হবার সংকল্প করেন ও স্বপ্ন দেখতে থাকেন। পাইলট হিসাবে প্রশিক্ষণ নেবার জন্য তিনি বিদেশ গমন করেন। এই সপ্তাহে নেপালে দুর্ঘটনায় পতিত হওয়া ইয়েটি বিমানের কো পাইলট ছিলেন অঞ্জু। বিমানটি আর ১০ সেকেন্ড পর অবতরণ করার কথা ছিল। বিমানটিরা নয়তো অবতরণ করলেই অঞ্জু ও পাইলট থেকে প্রমোশন পেয়ে হয়ে যেতেন পাইলট। আর এই স্বপ্ন পূরণের ঠিক আগ মুহূর্তে স্বামীর মত পরিণতিই বরণ করলেন নেপালের সেই প্লেনের কো-পাইলট। ১৬ বছরের ব্যবধানে পৃথক দুটি দুর্ঘটনায় পাইলট দম্পতির মৃত্যুর মর্মস্পর্শী ইতিহাসের সৃষ্টি হল।




নেপালে ভয়াবহ প্লেন দুর্ঘটনায় ছয় নবজাতক ও শিশুসহ অন্তত ৬৮ জন নিহত হয়েছে। রবিবার দেশটির পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের অভ্যন্তরীণ একটি ফ্লাইট বিধ্বস্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে।


এই ফ্লাইটে কো-পাইলট ছিলেন অঞ্জু খাটিবাডা। আর মাত্র কয়েক সেকেন্ড বাদেই পূরণ হত তার স্বপ্ন। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। এই উড্ডয়ন সম্পূর্ণ করলেই তিনি পাইলট পদে উন্নীত হতেন। কিন্তু তার সেই লক্ষ্য অধরাই থেকে গেল। বহু যাত্রীর সঙ্গে প্রাণ হারালেন তিনিও।


১৬ বছর আগে, তিনি তার স্বামী দীপক পোখরেলকে হারান এ রকম এক বিমান দুর্ঘটনায়। তার স্বামীও ইয়েতি এয়ারলাইন্সের কো-পাইলট ছিলেন। স্বামীর মৃত্যুর পর, তার অধরা স্বপ্নকেই নিজের লক্ষ্যে পরিণত করেন অঞ্জু। জীবনের দিশা বদলে ফেলেন। আমেরিকায় গিয়ে পাইলট হওয়ার প্রশিক্ষণ নেন। ফিরে এসে যোগ দেন ইয়েতি এয়ারলাইন্সে। কিন্তু রবিবার থেমে গেল তার সেই যাত্রা।

বিমান দুর্ঘটনায় পাইলট দম্পতির এই মৃত্যু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আওয়ামীলীগ নেতা সিদ্দিক মন্ডলের মৃত্যূ বার্ষিকী পালন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিদ্দিক মন্ডলের ১ম মৃত্যূ বার্ষিকী পালিত হয়েছে। চাঁদগ্রাম মসজিদ মোড়ে আজ শুক্রবার বিকেলে এ উপলক্ষে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন হাজি আঃ রহমান। ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদগ্রাম ইউনিয়ন অওয়ামীলীগের সভাপতি বুলবুল কবির। উক্ত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হামিদ জোয়ার্দার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় ৩ নং ওয়ার্ডের এনামুল মেম্বার, যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইউনুস মন্ডল, বাপ্পী, সিদ্দিক, মতলেব, ছলে প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মধ্যপাড়া মসজিদের ইমাম মাওলানা আঃ নাঈম মোনাজাত পরিচালনা করেন। সভায় বক্তারা রিপন এর উপর হামলা মামলার দ্রুত চার্জশীটের দাবি করেন।

ভেড়ামারায় প্রশিক্ষণ পরিদর্শনে ড. মোনালিসা খান

ভেড়ামারায় শিক্ষাক্রম প্রশিক্ষণ পরিদর্শন করলেন ড. মোনালিসা খান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক, প্রশিক্ষণ ড. মোনালিসা খান আজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় শিক্ষাক্রম-২০২১ এর বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচী পরিদর্শন করেছেন। ভেড়ামারা উপজেলার সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে আজ থেকে (২০-২৪) জানুয়ারী ৫দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ভেড়ামারা, দৌলতপুর, মিরপুর ও কুষ্টিয়া সদরের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এই প্রশিক্ষণ গ্রহন করছেন।
সবুজকলি মাধ্যমিক বিদ্যালয় ভেন্যুতে মোট ৬টি বিষয়ের উপর উক্ত প্রকল্পের ২য় ব্যাচের প্রশিক্ষণ চলছে। পরিদর্শনের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, ভেন্যু প্রধান সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হোসেন, মাষ্টার ট্রেইনার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মাউশি‘র উপ-পরিচালক, প্রশিক্ষণ মোনালিসা খান প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ