জলবায়ু সচেতনতায় স্কুল ক্যাম্পেইন

 


সিক্ত বাংলাদেশের আয়োজনে ও গ্রিন নিউ ডিল হাব কুষ্টিয়ার সহায়তায় জলবায়ু সচেতনতায় দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম ধাপে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে সেশন পরিচালনা করা হয়। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশ ও অনেক বেশি ক্ষতিগ্রস্ত। তার মধ্যে দৌলতপুর উপজেলা অন্যতম। গ্রিন নিউ ডিল হাব কুষ্টিয়া কাজ করছে জলবায়ু সচেতনতা ও পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতিকারক ফসিল ফুয়েল এর ব্যবহার কমিয়ে রিনিয়েবল এনার্জিতে রুপান্তরের দাবী নিয়ে। এ সময়ে উপস্থিত ছিলেন দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুজিবর রহমান সহ স্কুলের সকল শিক্ষকগণ সহ স্কুলের স্কাউট টিম। সেশনটি পরিচালনা করেন ৩৫০ বাংলাদেশের কান্ট্রি কো অর্ডিনেটর ফারজানা ফারুক ঝুমু, এসোসিয়েট কান্ট্রি কো অর্ডিনেটর আমানুল্লাহ পরাগ, সিক্ত বাংলাদেশ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক মো: ফয়সাল আহমেদ, সিনিয়র রোভার হোসনেয়ারা খাতুন সহ সিক্ত বাংলাদেশ ও গ্রিন নিউ ডিল হাব এর সদস্যরা।

বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ফেসবুক রীল


 ফেসবুক রীল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নতুন একটি সংস্করণ। সম্প্রতি ফেসবুক তাদের বিশ্বব্যাপী জনপ্রিয়তাকে আরও বর্ধিত করার উদ্দেশ্যে রিল ভিডিও আপলোড সিস্টেম চালু করেছে। ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজে রিল প্রদর্শনীর সুযোগ পাচ্ছেন এর ব্যবহারকারীরা। ফেসবুক স্টোরি এর পাশাপাশি রিল সম্প্রতি দারুন জনপ্রিয়তা পেয়েছে। ‌ বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। রিল ভিডিও আপলোড পদ্ধতি চালু হবার পরে এর জনপ্রিয়তা বর্তমানে আকাশছোঁয়া। এক মিনিটের স্বল্প দৈর্ঘ্যের ভিডিও হওয়ায় টি-টোয়েন্টি ক্রিকেটের মতোই এটি জনপ্রিয়তা লাভ করেছে এখানে। রিল ভিডিও আপলোডের মাধ্যমে সর্বোচ্চ এক মিনিটের ভিডিও আপলোড করা যায়। ভিডিও আপলোডের সাথে ফেসবুক বিশেষ সুবিধা দিয়েছে পছন্দমত মিউজিক যুক্ত করার। ফেসবুক view রিলের বদৌলতে রাতারাতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। মূলত বিনোদনমূলক ভিডিওই বেশি জনপ্রিয়তা পেতে দেখা যাচ্ছে। রিল ভিডিও আপলোড এর ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরা বেশি এগিয়ে আছে। এর মাধ্যমে ফেসবুক থেকে অর্থ উপার্জনেরও সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ। রিলে ভিডিও আপলোড করে রাতারাতি স্টার বনে গিয়েছেন অনেকেই। সেই সাথে উপার্জন করে নিচ্ছেন কাড়ি কাড়ি টাকা। শুধুমাত্র চেহারা ও অঙ্গভঙ্গি দেখিয়ে অন্যের গানের সাথে মুখ মিলিয়ে ভিডিও আপলোড দিয়েই মিলছে তারকা খ্যাতি।

তবে ফেসবুক বা ভার্চুয়াল মিডিয়া রিলের বদৌলতে তাদের কাঙ্ক্ষিত ব্যবসা সফলতা লাভ করলেও বাংলাদেশের সমাজে এর বিরূপ প্রতিক্রিয়া পড়ছে বলে মনে করেন অনেকে। রক্ষণশীল সমাজের ধারক বাহকেরা মনে করছেন রিলে অশ্লীলতায় ভরপুর ভিডিও দেখানো হচ্ছে। অতিমাত্রায় দর্শক আকর্ষণ করতে বেপরোয়া অঙ্গভঙ্গি প্রদর্শন করছেন নির্মাতারা। ডিজিটাল নির্মাতাদের এহেন মনোভাবের কারণে যুব সমাজের মনোভাব পরিবর্তিত হচ্ছে। সমাজে অশ্লীলতা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে যৌন হয়রানি ও ধর্ষণের মত অপরাধ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে মনে করেন অনেকে।

নেতিবাচক দিক থাকলেও আধুনিক সমাজে সভ্য সমাজ গঠনে ফেসবুকের একটি বিরাট ভূমিকা রয়েছে। ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ছবি এবং ভিডিও ছাড়া অতিরিক্ত নগ্নতা পূর্ণ ভিডিও নিজে থেকেই ডিলিট করে দেয়। তরুণ সমাজের একটি বিশাল অংশ মনে করেন রিলের জনপ্রিয়তা বর্তমানে অন্য সবকিছুকে ছাড়িয়ে গেছে। চারদিকে রিল ভিডিওর জয়জয়কার। একে থামানোর কোন উপায় নেই। দীর্ঘদিন ফেসবুকের সাথে আছেন এমন ফেসবুক ইউজাররা জানিয়েছেন রিল ভিডিওর প্রভাবে ফেসবুকে স্বাভাবিক পোস্টগুলো জনপ্রিয়তা হারাতে শুরু করেছে। অভিজ্ঞ জনদের মতামত শুধু বিনোদন নয় শিক্ষা মূলক ভিডিওগুলোকে অগ্রাধিকার দিয়ে ডিজিটাল নির্মাতাদের উচিত রীল ভিডিওর সুবিধাকে জাতীয় ও সামাজিক মানদন্ডের ভিত্তিতে ব্যবহার করা। সেই সাথে মৌলিকতার চর্চা করাকে গুরুত্ব দিতে চান তারা। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে সমাজকে ভালো কিছু উপহার দেয়া যায় না বলে অভিমত  বিদগ্ধজনদের।

ছবিতে জনপ্রিয় রিল ভিডিও নির্মাতাদের কয়েকজনকে দেখা যাচ্ছে।

কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনায় ভেড়ামারায় ফায়ার সার্ভিসের ৪ সদস্য গুরুতর আহত

 

কুষ্টিয়ার ভেড়ামারায় ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনায়  ভেড়ামারা ফায়ার স্টেশনের চার জন কর্মী গুরুতর আহত হয়েছেন। আজ ১১ ই ফেব্রুয়ারি রাত ২ টার সময় কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আমদহ গ্রামের একটি বাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে দমকল কর্মীরা গাড়িযোগে ঘটনাস্থলে যাওয়ার সময় পথিমধ্যে হাওয়াখালি নামক স্থানে ঘন কুয়াশার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। উক্ত গাড়িতে চালকসহ পাঁচজন দমকল কর্মী ছিলেন। তাদের মধ্যে চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে ড্রাইভার জাহাঙ্গীর আলম এর বুকের হাড় ভেঙে গেছে এবং দমকল কর্মী রিমন হোসেনের মাজার হাড় ভেঙে গুরুতর আহত হয়েছেন। এছাড়া লিডার আজিজুল হক এবং তরিকুল ইসলাম এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। একাধিক সূত্রে এই খবর নিশ্চিত হওয়া গেছে। আহত চারজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে চিকিৎসার জন্য দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায়  চালক জাহাঙ্গীর আলম এবং দমকল বাহিনীর সদস্য রিমন হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকাতে স্থানান্তর করা হতে পারে। আমদহ গ্রামের একটি বাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে দ্বিতীয় দল হিসাবে ফায়ার সার্ভিসের এই গাড়িটি দ্রুত বেগে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময়ে ঘন কুয়াশার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে।  কর্তব্যরত অবস্থায় এই চারজন দমকল কর্মীর আহত হয়েছেন মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

ভেড়ামারায় ইয়া-সীন জামে মসজিদের কমিটি গঠন

আজ শুক্রবার বাদ এশা কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৯ নং ওয়ার্ড পূর্ব বামনপাড়া এলাকায় অবস্থিত ইয়া-সীন‌ জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে। 



৩ বছর মেয়াদি কমিটিতে হাজী মোঃ শাহজাহান আলী সভাপতি, রাশেদুল ইসলাম পিন্টু সাধারণ সম্পাদক এবং আবু জাফর অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মসজিদ প্রাঙ্গণে কমিটি গঠনের জন্য অনুষ্ঠিত অধিবেশনে সমবেত মুসল্লীগণ ও এলাকাবাসী তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে নতুন কমিটি গঠন করেন। শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্য পূর্ণ পরিবেশে মসজিদ কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লী গণ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে তারা আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত কমিটি অত্র মসজিদ পরিচালনা ও এর উত্তরোত্তর উন্নয়নে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

ভেড়ামারায় বিট ও কমিউনিটি পুলিশিং এর সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ার  ভেড়ামারা থানা পুলিশের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকালে বিট ও কমিউনিটি পুলিশিং এর সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশের সভাপতি ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, সহকারী কমিশনার (ভূমি) রেক্সোনা খাতুন, ভেড়ামারা উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব আনোয়ারুল আজিম, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা মঞ্চে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন ও বক্তব্য দেন। সমাবেশে উপস্থিত সমাজের বিভিন্ন স্তরের গণমানুষের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ ওপেন হাউজ বক্তব্য রাখার সুযোগ পান। 



অনুষ্ঠানে ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান, সাধারন সম্পাদক বাবলু মোস্তাফিজ সহ সকল ইউনিয়নের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিকাল ০৩.০০ টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও প্রধান অতিথির আগমণে বিলম্ব হেতু নির্ধারিত সময় থেকে খানিকটা দেরিতে অনুষ্ঠান শুরু হয়।



 এর আগে কুষ্টিয়ার পুলিশ সুপার ভেড়ামারা থানা প্রাঙ্গণে পৌছালে তাকে  ফুলেল শুভেচ্ছায় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। সভায় বক্তারা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নিরিখে কমিউনিটি পুলিশিং ফোরামের ভিত্তির উপর দাঁড়িয়ে দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার উপর আলোকপাত করেন। প্রধান আতিথি তার বক্তব্যে বিট ও কমিউনিটি পুলিশিংকে গতিশীল করতে জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, স্মার্ট সিটিজেন ও স্মার্ট কমিউনিটি গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং ফোরাম খুবই ইতিবাচক ভুমিকা রাখতে পারে। এসপি খাইরুল আলম আরো বলেন, দেশ ও জাতি আজ কমিউনিটি পুলিশিং ফোরাম গঠনের সুফল পেতে শুরু করেছে। সমাজ থেকে মাদক, বাল্য বিবাহ, সন্ত্রাস, নারী নির্যাতন, এসিড নিক্ষেপসহ নানা অপরাধমূলক কর্মকান্ড দৃশ্যতঃ অনেক কমে গেছে। পুলিশ ও জনতার সেতু বন্ধনের কার্যকর অবদান রেখে চলেছে এই ফোরাম।

প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুখর ভেড়ামারা

 শীর্ষ স্থানীয় একটি জাতীয় সংবাদপত্রে আওয়ামীলীগ ও জাসদকে দোষারোপ করে মনগড়া প্রতিবেদনের প্রতিবাদ এবং প্রাসঙ্গিক দু’টি কথা

মনোয়ার হোসেন মারুফ #



“কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মিলে মিশে পদ্মার বালু উত্তোলন” শিরোনামে গতকাল মঙ্গলবার একটি শীর্ষ জাতীয় দৈনিকে প্রথম পাতায়, “ইজারা ছাড়াই তিন ইউনিয়নে আওয়ামীলীগ ও জাসদের নেতারা মিলে প্রতিদিন অবৈধভাবে মাটি ও বালু তুলছেন বলে অঅভিযোগ পাওয়া গেছে” মর্মে সূচনা বক্তব্য দিয়ে একটি ফরমায়েশি প্রতিবেদন প্রকাশিত হতে দেখা গেঝে। উক্ত প্রতিবেদনের বিষয়টি জানাজানি হলে পত্রিকাটির স্থানীয় পাঠক ও আওয়ামীলীগ এবং জাসদের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রতিবেদনে ধান ভানতে শীবের গীত গাওয়া হয়েছে। স্থানীয় শাসক দলগুলোর নাম উল্লেখ করে দলীয় বদনাম করা হলেও উক্ত দল দুটির কোন পর্যায় থেকে বালু তোলার নির্দেশ এসেছে তার উল্লেখ করেননি প্রতিবেদক।এহেন বক্তব্যধর্মী বিশাল প্রতিবেদনে উপজেলা আওয়ামীলীগ ও জাসদের উপজেলা কমিটির সভাপতি-সাধারন সম্পাদকের বক্তব্য নেওয়ার দরকার থাকলেও প্রতিবেদক তাদের বক্তব্য গ্রহন বা প্রকাশের বিষয়টিকে উদ্দেশ্যমূলকভাবে বেমালুম চেপে গেছেন। ভাল্লুকের হাতে খুন্তি গেলে যেমনটা হয় প্রতিবেদক ঠিক তেমনভাবে তার প্রতিবেদনে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নামে বিষোদগার করা ছাড়াও শ্রমিক ইউনিয়নের নামেও বিষোদগার করেন। তিনি ভেড়ামারা উপজেলার ৩/৪ জন নির্বাচিত জনপ্রতিনিধির নাম উল্লেখ করেছেন। কে কার নামে সাইট দেখাশোনা করছে সেই বিষয়টির দিকে ইঙ্গিত করেছেন। তবে তাদের জড়িত থাকার বিষয়ে প্রত্যক্ষ কোন প্রমান দিতে পারেননি। 

ভেড়ামারার কয়েকটি স্থান থেকে বালু উত্তোলন হচ্ছে একথা সত্য। তবে এর সাথে কারা জড়িত সে বিষয়ে অনুসন্ধানটি বস্তুনিষ্ঠ রুপে উপস্থাপিত হয়নি। এতে পত্রিকাটির ভাবমূর্তি স্থানীয় সচেতন মহলে প্রশ্নের সম্মুখীন হয়েছে। 

উল্লেখ্য, মাটি ও বালু উত্তোলনের প্রতিবেদনে নানা অসঙ্গতি, তথ্য ঘাটতির সাথে মূল বিষয়টিকে ভিন্নখাতে নেওয়ার জন্য অপ্রাসঙ্গিক তথ্যের অবতারনা করেছেন প্রতিবেদক। যেমন তিনি প্রতিবেদনের এক জায়গায় রাজনৈতিক দ্বন্দ্ব ও খুনোখুনির বিষয়ে লিখেছেন। কিন্তু প্রকৃত সত্য হলো, বর্তমান মাটি ও বালু উত্তোলনের ঘটনার সাথে হত্যাকান্ডের কোন সম্পৃক্ততা নেই। বিষয়টিকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কাঁধে চাপিয়ে দেওয়ার জন্য প্রতিবেদকের এই কৌশল অবলম্বন সুস্থ্য সাংবাদিকতার দর্শনের সাথে সাংঘর্ষিক বলে মনে করেন বিদগ্ধ পাঠককুল। সব মিলিয়ে উপসংহারে বলা যায়, প্রতিবেদনে চমক আছে কিন্তু বস্তু নেই।ঘটনাকে পূঁজি করে দোষারোপ সীমা ছাড়িয়ে গেছে। রাজনৈতিক দল, শ্রমিক ইউনিয়নসহ সম্মানিত ও নির্দোষ ব্যক্তিবর্গকে খামোখা হেয় প্রতিপন্ন করাটাই যেন কোন প্রতিবেদনের উদ্দেশ্য না হয়। এব্যাপারে সংশ্লিষ্টদেরকে সচেতন থাকা উচিত। এমনটাই অভিমত সচেতন সমাজের।

এদিকে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা এব্যাপারে একটি প্রতিবাদ লিপি  স্থানীয় সাংবাদিকদের নিকট সরবরাহ করেছেন। প্রতিবাদলিপিতে উক্ত নেতার স্বাক্ষর আছে। বাংলাদেশ আওয়ামীলীগ ভেড়ামারা উপজলো শাখার প্যাডে লিখিত প্রতিবাদলিপি হুবহু নিম্নে তুলে ধরা হলো-

“গতকাল মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে “আ’লীগ ও জাসদ নেতারা মিলেমিশে পদ্মার বালু লুট” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আমাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করেছে, যা শতভাগ ভিত্তিহীন, মিথ্যা বানোয়াট ও অসত্য উদ্দেশ্য প্রণোদিত। কোন স্বার্থান্বেষী মহল প্রতিবেদককে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য সরবরাহ করে উক্ত প্রতিবেদন প্রকাশ করিয়ে আমার পারিবারিক, সামাজিক ও সুদৃঢ় রাজনৈতিক ভাবমূর্তি কালিমা লিপ্ত করতে নানামুখী অপতৎপরতা ও গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সঙ্গত কারনেই আমি (আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা) অত্যন্ত দ্ব্যার্থহীনভাবে কথিত বালু উত্তোলনের সাথে আমার সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যানের পাশাপাশি প্রকাশিত প্রতিবেদনের অভিযোগ সমূহের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

এছাড়া ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আক্তারুজ্জামান মিঠু সন্ধ্যায় ভেড়ামারা প্রেসক্লাবে একই বিষয়ে প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

পুঠিয়ার রাজবাড়ি প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের নিদর্শন

কথিত আছে পুঠিয়ার রাজা এক সমরে শত্রু পক্ষ কর্তৃক চরমভাবে আক্রান্ত হয়েছিলেন। বিপদ সংকুল মুহূর্তে উঠিয়া নামে একজন দাসী কৌশলে শত্রুপক্ষের হাত থেকে রাজার জীবন বাঁচাতে সহযোগিতা করেন। সেই দাসীর নাম ছিল পুঠিয়া। পুঠিয়ার রাজা এই রাজবাড়ি নির্মাণ করেন।

বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী অন্যতম।১৮৯৫ সালে মহারানী হেমন্তকুমারী দেবী আকর্ষনীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্যরীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়ীটি নির্মিত হয়।‌



পুঠিয়া রাজবাড়ির আশে পাশে ছয়টি রাজদিঘী আছে। প্রত্যেকটা দিঘীর আয়তন ছয় একর করে। মন্দিরও আছে ছয়টি। আছে সবচেয়ে বড় শিব মন্দির। এ ছাড়া আছে রাধাগোবিন্দ মন্দির, গোপাল মন্দির, গোবিন্দ মন্দির, দোলমঞ্চ ইত্যাদি। প্রতিটি মন্দিরের দেয়ালেই অপূর্ব সব পোড়ামাটির ফলকের কারুকাজ। জোড়বাংলা মন্দির, বাংলো মন্দির, পঞ্চরত্ন অর্থাৎ চূড়াবিশিষ্ট মন্দির অর্থাৎ বাংলার বিভিন্ন গড়নরীতির মন্দিরগুলোর প্রতিটিই আকর্ষণীয়। এ ছাড়া রানির স্নানের ঘাট, অন্দর মহল মিলিয়ে বিশাল রাজবাড়ি। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের সাথে এই রাজবাড়ীটি দর্শনার্থীদের জন্য খুবই গুরুত্ব বহন করে।

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ