কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনায় ভেড়ামারায় ফায়ার সার্ভিসের ৪ সদস্য গুরুতর আহত

 

কুষ্টিয়ার ভেড়ামারায় ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনায়  ভেড়ামারা ফায়ার স্টেশনের চার জন কর্মী গুরুতর আহত হয়েছেন। আজ ১১ ই ফেব্রুয়ারি রাত ২ টার সময় কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আমদহ গ্রামের একটি বাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে দমকল কর্মীরা গাড়িযোগে ঘটনাস্থলে যাওয়ার সময় পথিমধ্যে হাওয়াখালি নামক স্থানে ঘন কুয়াশার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। উক্ত গাড়িতে চালকসহ পাঁচজন দমকল কর্মী ছিলেন। তাদের মধ্যে চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে ড্রাইভার জাহাঙ্গীর আলম এর বুকের হাড় ভেঙে গেছে এবং দমকল কর্মী রিমন হোসেনের মাজার হাড় ভেঙে গুরুতর আহত হয়েছেন। এছাড়া লিডার আজিজুল হক এবং তরিকুল ইসলাম এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। একাধিক সূত্রে এই খবর নিশ্চিত হওয়া গেছে। আহত চারজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে চিকিৎসার জন্য দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায়  চালক জাহাঙ্গীর আলম এবং দমকল বাহিনীর সদস্য রিমন হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকাতে স্থানান্তর করা হতে পারে। আমদহ গ্রামের একটি বাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে দ্বিতীয় দল হিসাবে ফায়ার সার্ভিসের এই গাড়িটি দ্রুত বেগে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময়ে ঘন কুয়াশার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে।  কর্তব্যরত অবস্থায় এই চারজন দমকল কর্মীর আহত হয়েছেন মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ