কবিতার জাগরণে নেতৃত্ব দিতে পারে ভেড়ামারা.. মেয়র আনোয়ারুল কবির টুটুল

 



বাংলাদেশের কাব্য চর্চা তথা সাহিত্যচর্চার ক্ষেত্রে কুষ্টিয়া জেলার বিশাল বা উল্লেখযোগ্য একটি ভূমিকা আছে। এই মাটিতে বিশ্ব বরেণ্য কবি গীতিকার ও সুরকার লালন ফকির বাংলার সংগীতকে আলোকিত করতে বিরাট ভূমিকা রেখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মোশাররফ হোসেন এর মত সাহিত্যিকেরা কাঙাল হরিনাথ ও বাঘা যতিনের জেলা কুষ্টিয়ায় তাদের সাহিত্য প্রতিভা বিকশিত করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন বাংলা ভাষাকে সমৃদ্ধ করার সংগ্রামে। সেই পথ ধরে বর্তমান কালে কবিতার জাগরণের পথে নেতৃত্ব দিতে পারে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা। আজ বুধবার সন্ধ্যায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গনে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রদত্ত সমাপনী বক্তব্যে ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল একথা বলেন। মেয়র তার বক্তব্যে আরও বলেন, সাম্প্রতিককালে ভেড়ামারা উপজেলার সাহিত্যাঙ্গনে উল্লেখযোগ্য সংখ্যক জনপ্রিয় কবিদের আবির্ভাব ঘটেছে। এ সকল কবিগন তাদের লেখনীর মাধুর্যে ও নিয়মিত প্রকাশনার গুণে বিশাল একটি পাঠক চক্র গড়ে তুলতে সক্ষম হয়েছেন। কাব্যচর্চায় নতুন মাত্রা সংযুক্ত বা দৃশ্যমান হয়েছে এখানে। এরই ধারাবাহিকতায় এবারে ভেড়ামারা উপজেলায় এই বইমেলা ও কবিতা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। মেয়র আনোয়ারুল কবির টুটুল আরো বলেন, উপজেলা সদর বা মফস্বল এলাকা হওয়া সত্ত্বেও বইমেলা ও কবিতা উৎসব স্থানীয় অধিবাসীদের মধ্যে বিপুল সাড়া ফেলতে সক্ষম হয়েছে। ভেড়ামারার সাহিত্যাঙ্গনকে এগিয়ে নিতে কাব্যচর্চার ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে। 



প্রয়োজনীয় সহায়তা যোগানো সম্ভব হলে নতুন নতুন কবিরা আরও অধিক অনুপ্রাণিত হবেন। তিনি আরো বলেন, কবিতা জীবন বোধ, প্রেম -বিরহ,  হাসি -কান্না, প্রকৃতি ও পরিবেশ, দ্রোহ ও মমতা সব কিছু ধারণ করে। সার্থক সমাজ গড়ে তুলতে কবিতার অনবদ্য ভূমিকা রাখার দৃষ্টান্ত রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন ভেড়ামারা থেকেও কবিদের সুযোগ রয়েছে জাতীয় পরিমণ্ডলে আসন গেড়ে নেবার। 

বিশিষ্ট শিক্ষাবিদ মুহ আনোয়ার-উল আজিম উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন। ভেড়ামারা কলেজের প্রভাষক আনিসুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে বিশিষ্ট লেখক ও গবেষক স্থানীয় আলহেরা অ্যাকাডেমির অধ্যক্ষ হাসানুজ্জামান খসরু, শিক্ষক বিনোদ কুমার বিশ্বাস, সময়ের জনপ্রিয় কবি আমেনা খানম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার একুশে ফেব্রুয়ারীর সকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ উক্ত বইমেলা ও কবিতা উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিন দিনব্যাপী আয়োজিত এই বইমেলার আগামীকাল শেষ দিন। শেষ দিনেও এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

ভেড়ামারায় স্মরণকালের সর্ববৃহৎ ও ঐতিহাসিক প্রভাত ফেরি অনুষ্ঠিত

 বইমেলা ও কবিতা উৎসবের উদ্বোধন


আজ মঙ্গলবার একুশে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতীয় শোক দিবস  যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ভেড়ামারা উপজেলা প্রশাসন। এ উপলক্ষে ভেড়ামারা উপজেলা চত্বরে বইমেলার আয়োজন করা হয়েছে। সকালে স্মরণকালের সর্ববৃহৎ ঐতিহাসিক প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়েছে। রাত বারোটা এক মিনিটে ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন প্রশাসন ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের জনতা। সকালে ভেড়ামারা উপজেলা চত্বর থেকে প্রভাত ফেরী শুরু হয়। বৃহৎ এই প্রভাত ফেরিটি ভেড়ামারা গোডাউন মোড়  ও শাপলা চত্বর হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে  ফিতা কেটে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত বইমেলা ও কবিতা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 



উক্ত কর্মসূচিগুলোতে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু , ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) রেক্সোনা খাতুন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুহেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাকির হোসেন বুলবুল,  ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আকিবুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান প্রমুখ পদস্থ কর্মকর্তা ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রভাত ফেরীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও  বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। ভেড়ামারা থানা পুলিশ একুশে ফেব্রুয়ারি কর্মসূচি গুলো সফলভাবে পালনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রাখেন।

ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান শহীদ দিবস উদযাপন

 


কুষ্টিয়ার ভেড়ামারায় আজ মঙ্গলবার সকাল আটটার সময় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা , দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ। এর আগে রাত বারোটা এক মিনিটে ভেড়ামারা উপজেলা পরিষদে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জ্ঞাপনার্থে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আওয়ামীলীগ নেতৃবৃন্দ। দলীয় কার্যালয়ের সামনে পালিত কর্মসূচিতে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি আবুহেনা মোস্তফা কামাল মুকুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাকির হোসেন বুলবুল, ভেড়ামারা উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও অ্যাডভোকেট মারুফ বিল্লাহ, বাহিরচর ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান কচি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উল্লেখ্য আজ শহীদ দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতাকারে উত্তোলন করেন নেতৃবৃন্দ। জাতীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে দলীয় কর্মসূচি ছাড়াও নেতৃবৃন্দ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রভাত ফেরী সহ অন্যান্য কর্মসূচিতে যোগ দেন।

ভেড়ামারায় সরকারি ক্যানেল থেকে মাটি চুরির অভিযোগ

 


সরকারি ক্যানেল থেকে মাটির চুরির অভিযোগ প্রশাসনের চোখে ধুলো দিয়েই দিনের আলোয় ক্যানেল থেকে মাটি চুরির অভিযোগ এক স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে। দিনমজুর দিয়ে ১৫ দিন ধরে চলছে মাটি কাটার কাজ।আর মাটি কাটার ঘটনাটি ঘটে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ২ নং ওয়ার্ড চরদামুকদিয়া জিকে ক্যানেলের উপর।জানা যায় ওই এলাকার মোঃ আব্দুল জলিল (৫৯), পিতা মৃত অকছেদ আলি চরদামুকদিয়া, বাহিরচর ইউনিয়ন, ভেড়ামারা, কুষ্টিয়া। স রে জমিনে পরিদর্শন করে দেখা যায় যে, মোঃ আব্দুল জলিল (৫৯), পিতা মৃত অকছেদ আলি সে নিজে এবং তার দলবল নিয়ে দিনের বেলায় তারা জিকে ক্যানেলের কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে মাটি কাটতে থাকে। সে নিজ মুখে স্বীকার করেন যে কোন অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি ঐ এলাকার একশ্রেণীর মানুষ সরাসরি বাধা না দিয়ে গণমাধ্যম ব্যক্তিদের খবর দেয়। পরে তারা সরেজমিনে বিষয়টি সত্যতা দেখতে পাই।ভে ড়ামারা জিকে ২নং কলোনির পাশে ক্যানেল রয়েছে। সেই ক্যানেল দিয়েই বর্ষাকালে সমগ্র এলাকার পানি নিকেশ হয়। শীতকালে শুকিয়ে গিয়েছে ক্যানেল। অভিযোগ সেখান থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। মাটি কাটার কাজে যুক্ত  দিনমজুররাও স্বীকার করে নিয়েছে সেই কথা।  এই মাটি নিয়ে বাড়ি তৈরীর কাজে ব্যবহার করা হচ্ছে। সরকারি জায়গার মাটি ব্যক্তিগত কোন কাজে ব্যবহার করা যায় না। এছাড়াও এইভাবে মাটি কাটলে নষ্ট হয়ে যেতে পারে ভারসাম্য। ওই ব্যক্তির বিরুদ্ধে সরকারি জমি দখল করার অভিযোগ রয়েছে। স্থানীয় বাহিরচর ইউনিয়ন ২ নং ওয়ার্ড মেম্বার ফজলুল হক মালুকে জানানো হলে, সে এই বিষয়ে কিছু জানানে না বলে জানান।জি কে ২নং কলোনির নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমানকে মুঠোফোনে ফোন দেওয়া হলে ফোন বন্ধ পাওয়া যায়।

মিরপুরে প্রতিপক্ষের হাসুয়ার কোপে কৃষক খুন

 



কুষ্টিয়ার মিরপুরে প্রতিপক্ষের হাসুয়ার কোপে আব্দুল মান্নান (৪৫) নামের এক কৃষক খুন হয়েছে। শনিবার বিকেল ৫টায় উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কচুয়াদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন শাখারী পাড়ার মৃত মক্কেল মন্ডলের ছেলে। সে বেশ কিছুদিন যাবৎ কচুয়াদহ গ্রামে তার শ্বশুর কলম জোয়ার্দ্দারের বাড়ীতে বসবাস করে আসছিল। এব্যাপারে ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, জমির সীমানা পিলারকে কেন্দ্র করে প্রতিপক্ষ একই এলাকার আমিরের পুত্র ফিরোজের হাসুয়ার কোপে ঘটনাস্থলে আব্দুল মান্নান মারাত্মক জখম হয়। পরবর্তীতে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় মান্নানকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আগামীকাল ধরমপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলন



আগামীকাল ১৯শে ফেব্রুয়ারী রোজ রবিবার বাদ মাগরিব কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সাতবাড়িয়া এস.এ টাওয়ার চত্বরে সম্মেলনের ভেন্যূ নির্ধারণ করা হয়েছে। ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ ধরমপুর ইউনিয়ন যুবলীগের সকল ইউনিট এর নেতা কর্মীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। ইউনিয়ন যুবলীগের সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ -উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য ধরমপুর ইউনিয়ন যুবলীগ ইউনিট ভেড়ামারা উপজেলার রাজনীতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ ও জনপ্রিয় যুবলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল আজিজ এর নেতৃত্বে এই ইউনিটটি কুষ্টিয়া জেলায় বিশেষভাবে নজর কেড়েছে। আগামীকাল সম্মেলন সফল করবার জন্য সংগঠন নেতৃবৃন্দ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। 

ভেড়ামারার চাঁদগ্রাম ইউপি আওয়ামী যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত

 



আগামী ২৫ ফেব্রুয়ারী ভেড়ামারা উপজেলা যুবলীগের যুব সমাবেশকে সমানে রেখে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম  ইউনিয়ন আওয়ামী যুবলীগের এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়।চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মসফের আলীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কারিবুল ইসলাম রনি' র স্বাবলীল উপস্হাপনায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু,বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইস


লাম ছানা,সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহি, রেলবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক  ও আওয়ামীলীগ নেতা আবু দাউদ,চাঁদগ্রাম ইউপি আওয়ামীলীগ সভাপতি বুলবুল কবির,সাধারণ সম্পাদক আব্দুল হামিদ জোয়াদ্দার, উপজেলা যুবলীগ সভাপতি আকরাম হোসেন শামীম, সাধারণ সম্পাদক মানিক মিয়া,সহ সভাপতি আহাদুজ্জামান রানা, সহ সভাপতি আনোয়ার হোসেন গামা,সাংগঠনিক  সম্পাদক সোহানুর রহমান সোহাগ সহ বিভিন্ন ইউপি যুবলীগের সভাপতি / সম্পাদক বৃন্দ। 


উক্ত কর্মীসভায় উপজেলা যুবলীগসহ বিভিন্ন ইউপি যুবলীগের বিপুল সংখ্যক নেতা কর্মীগণ উপস্হিত ছিলেন। কর্মীসভায় বক্তারা বিএনপি, জামাতের নৈরাজ্য ঠেকাতে আগামী ২৫ ফেব্রুয়ারী উপজেলা যুবলীগের যুব সমাবেশ সফল ও স্বার্থক করতে নেতাকর্মীদের প্রতি আহবান সহ আগামী নির্বাচনে সকল ষড়যন্ত্র প্রতিহত করে আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান।

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ