ভেড়ামারায় দিনের বেলায় দুর্ধর্ষ চুরি

 একের পর এক ভেড়ামারায় চুরি বেড়েই চলেছে কিছুতেই যেন থামছে না। চুরি। 

সংবাদদাতা মোহন আলী




কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চাঁদগ্রাম ইউনিয়ন কোদালিয়াপাড়া  ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এর বাড়িতে ২৪/০২/২০২৩ ইং তারিখে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। জাহিদুল বলেন আমার বাড়ির লোকজন পাবনায়  আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে গেলে, বাড়ি ফাঁকা পেয়ে রান্না ঘরের জানালা ভেঙে বাড়ির মধ্যে প্রবেশ করে। ঘরের দরজার তালা ভেঙে ঘরে ঢুকে স্বর্ণ অলংকার সহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়। জাহিদুল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এলাকায় ট্যাপেন্টাডল, গাঁজা ও ইয়াবা খোরের উপদ্রব বেড়েই চলেছে, এই নিশার টাকা জোগানোর জন্য এলাকায় একের পর এক চুরি করে যাচ্ছে সংঘবদ্ধ চোরেরা, এই কারণেই আমার বাড়ি চুরি হয়েছে। মোছা: শিউলি খাতুন, স্বামী মোঃ আতিক, বলেন আমার চার ভরি ও আমার শাশুড়ির দুই ভরি  মোট ছয় ভরি স্বর্ণ অলংকার  সহ  চার রুম থেকে নগদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়, এতে আমাদের ক্ষতির পরিমাণ আনুমানিক ৯ থেকে ১০ লক্ষ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক আরও একজন বলেন, আমার বাড়ির পাশের একটি লোক আমাকে আনুমানিক গত ২ থেকে ৩ মাস আগে বলে আপনারা সতর্ক থাকবেন যেকোনো সময় আপনাদের বাড়ি চুরি হতে পারে, এবং আমাদের বাড়ির আশেপাশে ঘুরাঘুরি করত বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাত নিয়ে আমার বাড়ির মধ্যে ঢুকতো এবং আমাদের বাড়ির আশেপাশে বসে নেশা করত এরা ছাড়া আমার বাড়িতে আর কেউ চুরি করতে পারে না, আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে জোর বিচার দাবি জানাচ্ছি।

ভেড়ামারায় মসজিদের পেশ ইমামের দৃষ্টান্তমূলক জনসেবা

 কুষ্টিয়ার ভেড়ামারা দক্ষিণ রেলগেট থেকে কুঠি বাজার পর্যন্ত আরসিসি নর্দমা নির্মাণের কাজ চলছে। এই নির্মাণ কাজে কিউরিং এর জন্য প্রচুর পানির প্রয়োজন হয়। ‌ পানি স্বল্পতা অনুভূত হওয়ায় স্থানীয় মসজিদের পেশ ইমাম সহযোগী আরো কয়েকজন মুসল্লিকে নিয়ে  আজ শুক্রবার বিকেলে নিজেই লেগে যান ঢালাই এর উপরে পানি দিতে। 



একাজ চোখে পড়া মাত্র ভেড়ামারা উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহাদুজ্জামান রানা তার ফেসবুক আইডিতে লাইভ করেন। লাইভ এর বদৌলতে মুহূর্তে মসজিদের পেশ ইমাম এর স্বেচ্ছাসেবী ও জনসেবামূলক কাজটি সবার নজরে আসে। সঙ্গত কারণে সবাই পেশ ইমামকে বাহবা দিতে থাকেন। জানা গেছে ভেড়ামারা পৌরসভায় জলাবদ্ধতা দূর করনের উদ্দেশ্যে পৌরসভার উদ্যোগে আরসিসি ড্রেনের নির্মাণ কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান দুবেলা ঢালাইয়ের উপরে পানি দিচ্ছে। কিন্তু পানি পর্যাপ্ত মনে না হওয়ায় বা পানি শুকিয়ে যাওয়ায় পেশ ইমাম নিজে থেকে ঢালাইয়ের উপরে পানি দেয়ার উদ্যোগ গ্রহণ করেন। ভেড়ামারা উপজেলা ইমাম সমিতির সভাপতি মোঃ মকবুল হোসেন এই কাজে সহযোগিতা করেন। লাইভ ভিডিওর মাধ্যমে আহদুজ্জামান রানা এলাকাবাসীকে আহ্বান জানিয়েছেন এই আরসিসি ড্রেন নির্মাণের কাজটি জনগণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। পেশ ইমামের জনসেবা মূলক কাজটি দেখে অনুপ্রাণিত হয়ে আপনারা সবাই এই কাজটিকে সফল করবার লক্ষ্যে জনস্বার্থে যার যার এলাকার উন্নয়নের জন্য ঢালাই এর উপরে কিউরিং এর জন্য পানি দেয়ার কাজে এগিয়ে আসুন। উল্লেখ্য, পেশ ইমামের নিঃস্বার্থ এই কাজটিকে ভালো কাজের দৃষ্টান্ত হিসেবে দেখছেন এলাকাবাসী।

এবারের নির্বাচনে সোলায়মান চিশতী এক অপ্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম

 


কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির নির্বাচন আগামী ৪ মার্চ তারিখে অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও উক্ত সমিতির সাবেক সভাপতি সোলায়মান চিশতী। সমাজসেবক সোলায়মান চিশতী কে চেনে না ভেড়ামারা উপজেলা তথা কুষ্টিয়া জেলায় এমন লোকের সংখ্যা খুবই নগণ্য। নানা বিধ জনসেবামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এলাকাবাসীর মনে তার প্রতি ব্যাপক আস্থা। প্রতিবাদ মুখর এই ব্যক্তিত্বের নেতৃত্বে সূচিত হয়েছে বিভিন্ন সময়ে বহুবিধ আন্দোলন। সকল আন্দোলনের অধিকাংশই মুখ দেখেছে সফলতার। জনঃ গুরুত্বসম্পন্ন দাবি আদায়ের ক্ষেত্রে অসম্ভবকে অনেক ক্ষেত্রেই সম্ভব করতে সক্ষম হয়েছেন তিনি। করোনা কালীন সময়ে স্থানীয় অধিবাসীদের কাছে তিনি ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন। ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলেন লঙ্গরখানা। নিয়মিতভাবে লঙ্গরখানা থেকে প্রতিদিন দুই বেলা দরিদ্রদের জন্য আহারের সংস্থান করেন তিনি। ভেড়ামারা রেলস্টেশনে যাত্রীসেবার গুণগতমান বৃদ্ধিতে তিনি রেখেছেন প্রত্যক্ষ ভূমিকা। আর এ সকল কারণেই কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে সোলায়মান চিশতী এক অপ্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম।




আসন্ন নির্বাচনের মাঠে ভোটারদের রয়েছে তার প্রতি অগাধ বিশ্বাস। ভোটারদের অনেকেই প্রতিবেদককে জানিয়েছেন তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন সোলায়মান চিশতীর ছাতা মার্কায় ভোট দিয়ে তাকে আবারও এই সমিতির সভাপতি পদে নির্বাচিত করবেন। নির্বাচন ঘনিয়ে এসেছে। নির্বাচনকে সামনে রেখে সিএনজি চালক- মালিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সভাপতি পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক সোলায়মান চিশতী এবং তার কর্মী ভক্ত ও সমর্থকেরা বিপুল ভোটে নির্বাচনে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এবং সেইসাথে জনপ্রিয়তায় তিনি অন্যান্য প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীর তুলনায় অনেক এগিয়ে আছেন।

ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই গাইনী ও অ্যানেসথেসিয়া বিভাগের কনসালটেন্ট

কুষ্টিয়ার ভেড়ামারা হাসপাতাল (ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) এর ২৭ টি পদের মধ্যে ১২ টি পদ শূন্য রয়েছে। এমতাবস্থায়, রোগীরা পাচ্ছেন না সরকারি হাসপাতাল থেকে  সর্ব বিভাগের পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা। এই সপ্তাহে ২ জন জুনিয়র কনসালটেন্ট যোগ দেয়ায় বর্তমানে ১৫ জন চিকিৎসক রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করছেন।  মেডিসিন ও সার্জারি বিভাগের দুই জন জুনিয়র কনসালটেন্ট  যথাক্রমে ডাঃ নাজমুল হক শাওন এবং ডাঃ মনিরুজ্জামান মানিক হাসপাতালটিতে নতুন যোগদান করেছেন  সার্জারি বিভাগের কনসাল্টেন্ট সংযুক্ত হলেও এখানে নেই এনেসথেসিয়া বিভাগের কোন কনসালটেন্ট। ফলে অস্ত্রোপচারের রোগীদেরকে অজ্ঞান করার প্রয়োজন হলে সেই সুবিধা পাচ্ছে না ভেড়ামারা হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। তাই অতি সত্বর এখানে একজন এনেসথেসিয়া বিভাগের কনসালটেন্ট জরুরি হয়ে পড়েছে। এছাড়া হাসপাতালে গাইনি বিভাগেরও কোন চিকিৎসক নেই। ফলে এই বিভাগের রোগীরা যথাযথ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে হাসপাতালে।  এদিকে ক্রমবর্ধমান হারে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে বর্ধিত করে ১০০ শয্যায় উন্নীত করবার জন্য দাবী জানিয়েছেন এলাকাবাসী। এই দাবিটি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। 



এ সকল বিষয়ে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ নুরুল আমিনের মুখোমুখি হলে তিনি দৈনিক ভেড়ামারা ডট ব্লগস্পট ডট কম কে জানান, শূন্য পদ গুলো বিশেষ করে গাইনি এবং এনেস্থিসিয়া বিভাগের ডাক্তার সংযুক্ত করার ব্যাপারে মাননীয় সংসদ সদস্যকে অবহিত করা হয়েছে। হাসপাতালে বর্তমানে যে জনবল রয়েছে তা দিয়েই প্রাণান্তকর পরিশ্রমের মাধ্যমে আমরা রোগীদেরকে আন্তরিক সেবা দেবার চেষ্টা করছি। হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। 

এদিকে ভেড়ামারা উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালটিকে আধুনিক মানের একটি হাসপাতালে পরিণত করবার প্রয়োজন রয়েছে। সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে হাসপাতালে বর্তমানে প্রয়োজনীয় সকল চিকিৎসা সরঞ্জাম রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে বর্তমানে উপজেলা পর্যায়র হাসপাতালের জন্য প্রয়োজন এমন কোন চিকিৎসা সরঞ্জামের অভাব নেই। 

এমতাবস্থায়, রোগীদের চিকিৎসা সেবার মানোন্নয়নে গাইনি ও আনোসথেসিয়া বিভাগের ডাক্তারের প্রয়োজনীয়তা অনুভব করছেন এলাকাবাসী।

দৌলতপুরে বিটিপি মাধ্যমিক বিদ্যালয়ে বেঞ্চ নির্মিত শহীদ মিনার

 


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি স্কুলে বেঞ্চ  দিয়ে তৈরি শহীদ মিনার এ শ্রদ্ধা নিবেদন করা অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২১ ফেব্রæয়ারি) উপজেলার তেলিগাংদিয়া গ্রামস্থ বি,টি,পি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্কুলটির সহকারি প্রধান শিক্ষক রেজাউল হক এ অভিযোগ অস্বীকার করেছেন। অপরদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। বর্তমানে বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক রেজাউল হক  বলেন, আমাদের শহীদ মিনার নেই,‌আমরা র‌্যালি ও দোয়া মাহফিল করেছি। আপনারা যে ছবিটি দেখছেন সেটা কেউ হিংসা করে দিয়েছে ।বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ সামাদ খান বাদশা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আজ আমি স্কুলে যাইনি, গতকাল এ্যাসিস্টান্ট হেডমাস্টার রেজাউলকে আজ (২১ ফেব্রæয়ারি) ছাত্র-ছাত্রীদের নিয়ে একটু দোয়া-টোয়া করে দিতে বলেছি। অন্যকেউ ছবি তুলে দিতে পারে ।এ ব্যাপারে দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার মোহম্মদ আবু সালেক বলেন, বিষয়টি শুনে প্রধান শিক্ষককে একাধিকবার ফোন দিয়েছি, উনি ফোন রিসিভ করেনি। তার বিরুদ্ধে বিভাগীয়  ব্যবস্থা নেয়ার নেয়ার প্রক্রিয়া চলছে।

ভেড়ামারায় সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার ৩০ তম বর্ষপূর্তির অনুষ্ঠান

 



কুষ্টিয়ার ভেড়ামারায় সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার ৩০ বর্ষ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুল আজিজ, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক।




অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল আমিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, আবুল হাশেম, উপজেলা প্রকৌশলী, আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, গীতিকার, গল্পাকার, লেখক ও শিল্পী, সাপ্তাহিক জংশন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস,এম,রাজা, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, সহ-সভাপতি ফয়জুল ইসলাম মিলন, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক দৈনিক আমার সংবাদ পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি হেলাল মজুমদার, যুগ্ন সধারন সম্পাদক আজিজুল হাকিম, সাংবাদিক ইসমাইল হোসেন বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, কোষাধ্যক্ষ সাংবাদিক ইয়ামিন হোসেন, সাংবাদিক ইঞ্জিনিয়ার বাবুল আক্তার, সাংবাদিক মঞ্জুরুল রাসেল ডলার, মেহেদী হাসান জ্যাকি, সাংবাদিক তূর্য হোসেন, সাংবাদিক শাকিল, সাংবাদিক মহন, সাংবাদিক রোহান, সাংবাদিক নাজমুল, সাংবাদিক লিটন, সাংবাদিক হেলাল, সাংবাদিক রাজু, সাংবাদিক কামরুল, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কবিতার জাগরণে নেতৃত্ব দিতে পারে ভেড়ামারা.. মেয়র আনোয়ারুল কবির টুটুল

 



বাংলাদেশের কাব্য চর্চা তথা সাহিত্যচর্চার ক্ষেত্রে কুষ্টিয়া জেলার বিশাল বা উল্লেখযোগ্য একটি ভূমিকা আছে। এই মাটিতে বিশ্ব বরেণ্য কবি গীতিকার ও সুরকার লালন ফকির বাংলার সংগীতকে আলোকিত করতে বিরাট ভূমিকা রেখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মোশাররফ হোসেন এর মত সাহিত্যিকেরা কাঙাল হরিনাথ ও বাঘা যতিনের জেলা কুষ্টিয়ায় তাদের সাহিত্য প্রতিভা বিকশিত করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন বাংলা ভাষাকে সমৃদ্ধ করার সংগ্রামে। সেই পথ ধরে বর্তমান কালে কবিতার জাগরণের পথে নেতৃত্ব দিতে পারে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা। আজ বুধবার সন্ধ্যায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গনে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রদত্ত সমাপনী বক্তব্যে ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল একথা বলেন। মেয়র তার বক্তব্যে আরও বলেন, সাম্প্রতিককালে ভেড়ামারা উপজেলার সাহিত্যাঙ্গনে উল্লেখযোগ্য সংখ্যক জনপ্রিয় কবিদের আবির্ভাব ঘটেছে। এ সকল কবিগন তাদের লেখনীর মাধুর্যে ও নিয়মিত প্রকাশনার গুণে বিশাল একটি পাঠক চক্র গড়ে তুলতে সক্ষম হয়েছেন। কাব্যচর্চায় নতুন মাত্রা সংযুক্ত বা দৃশ্যমান হয়েছে এখানে। এরই ধারাবাহিকতায় এবারে ভেড়ামারা উপজেলায় এই বইমেলা ও কবিতা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। মেয়র আনোয়ারুল কবির টুটুল আরো বলেন, উপজেলা সদর বা মফস্বল এলাকা হওয়া সত্ত্বেও বইমেলা ও কবিতা উৎসব স্থানীয় অধিবাসীদের মধ্যে বিপুল সাড়া ফেলতে সক্ষম হয়েছে। ভেড়ামারার সাহিত্যাঙ্গনকে এগিয়ে নিতে কাব্যচর্চার ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে। 



প্রয়োজনীয় সহায়তা যোগানো সম্ভব হলে নতুন নতুন কবিরা আরও অধিক অনুপ্রাণিত হবেন। তিনি আরো বলেন, কবিতা জীবন বোধ, প্রেম -বিরহ,  হাসি -কান্না, প্রকৃতি ও পরিবেশ, দ্রোহ ও মমতা সব কিছু ধারণ করে। সার্থক সমাজ গড়ে তুলতে কবিতার অনবদ্য ভূমিকা রাখার দৃষ্টান্ত রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন ভেড়ামারা থেকেও কবিদের সুযোগ রয়েছে জাতীয় পরিমণ্ডলে আসন গেড়ে নেবার। 

বিশিষ্ট শিক্ষাবিদ মুহ আনোয়ার-উল আজিম উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন। ভেড়ামারা কলেজের প্রভাষক আনিসুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে বিশিষ্ট লেখক ও গবেষক স্থানীয় আলহেরা অ্যাকাডেমির অধ্যক্ষ হাসানুজ্জামান খসরু, শিক্ষক বিনোদ কুমার বিশ্বাস, সময়ের জনপ্রিয় কবি আমেনা খানম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার একুশে ফেব্রুয়ারীর সকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ উক্ত বইমেলা ও কবিতা উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিন দিনব্যাপী আয়োজিত এই বইমেলার আগামীকাল শেষ দিন। শেষ দিনেও এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ