কুমিল্লায় রেল দুর্ঘটনা। হতাহতের আশঙ্কা

 কুমিল্লায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা পাঁচ বগি ক্ষেতে, হতাহতের আশঙ্কা। 





ঢাকা-চট্টগ্রাম রুটের অভিজাত ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’ কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি এবং মালবাহী ট্রেনের ২টি বগিসহ সাতটি লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। 

তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। রাতে এ প্রতিবেদন লিখা পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে দেশের সকল ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।


আহতদের বেশ কয়েকজনকে নাঙ্গলকোট স্বাস্থ্য কপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা দেয়া হয়।


লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশনে মালবাহী একটি ট্রেন দাঁড়ানো ছিল। ওই মালবাহী ট্রেনের লাইনেই চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের আপ ট্রেনটি ঢুকে পড়ে। এসময় সোনার বাংলা ট্রেনটি মালগাড়ির উপড়ে উঠে পড়ে এবং সাথে সাথেই এর ইঞ্জিনসহ ৫টি বগি রেল সড়কের দুইপশে ছিটকে পড়ে যায়।  


নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের এক কর্মচারী বলেন, স্টেশন থেকে সিগনাল ঠিক না করায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। যে লাইণে একটি মালগাড়ি রয়েছে সে লাইনেই যাত্রীবাহী ট্রেনটি কীভাবে ঢুকে। স্টেশন কর্তৃপক্ষের অবহেলাই এ দুর্ঘটনার জন্য দায়ী।


জানা গেছে লাকসাম ও কুমিল্লা থেকে রাতে রেল কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। চট্টগ্রাম থেকেই একটি দল ঘটনাস্থল পরিদর্শনে রওনা দিয়েছেন।


ওসি জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনার বাংলা ট্রেনটি হাসানপুর স্টেশনে থেমে থাকা কনটেইনার মেইল ট্রেনকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার বলেন, সোনার বাংলা ও মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।


এ দুর্ঘটনায় অর্ধশতের মতো যাত্রী আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, আহতদেরকে স্থানীয় ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

ভেড়ামারায় পরকীয়ার জের ধরে পিটুনির শিকার রক্তাক্ত জখমী বৃদ্ধ নিখোঁজ



রোববার রাত তিনটার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামচন্দ্রপুরে এক বাড়িতে পরকীয়া সম্পর্কের সূত্র ধরে অপ্রীতিকর অবস্থায় হাতেনাতে ধরা পড়া ‌আবুল কাশেম নামে এক ব্যক্তি মেয়ের পরিবারের লোকজনের হাতে গণপিটুনির শিকার হয়।  সে ঘটনাস্থলে মারপিটে আহত হয় বলে বেশ কয়েকটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার পর থেকে আবুল কাশেম এর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। ‌ সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ করে ‌আবুল কাশেমের কোনরূপ সন্ধান না পাওয়ায় এলাকায় বিভিন্ন ধরনের গুজবের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে পরস্পর  বিরোধী বক্তব্য শোনা যাচ্ছে। আবুল কাশেমের বয়স  ৬০ বছর। শনিবার রাতে তারাবির পরে সে ওই বাড়িতে যায়। সেখানে অবস্থানকালে গভীর রাতে সে পরিবারের সদস্যদের দ্বারা আক্রান্ত হয়। টর্চ লাইট দিয়ে তার মাথা লক্ষ্য করে আঘাত করা হয়। এতে সে রক্তাক্ত জখম হয় বলে এলাকাবাসীর সূত্রে জানা যায়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নির্দেশে এসআই মিন্টু সঙ্গীয় ফোর্স সহ‌ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে আবুল কাশেম এর নিখোঁজ ঘটনার বিষয়টিকে কেন্দ্র করে এলাকাবাসীদের মুখ থেকে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে। কেউ বলছে  আবুল কাশেম মারা গেছে। কেউ বলছেন তাকে গুম করা হয়েছে।‌ আবার মেয়ে পক্ষ থেকে বলা হচ্ছে যে, আবুল কাশেম আত্মগোপনে রয়েছে। এ ব্যাপারে আবুল কাশেমের ছেলে সুমন কিছুক্ষণ আগে ভেড়ামারা থানায় উপস্থিত হয়ে তার পিতার নিখোঁজ হওয়ার ঘটনার বিষয়ে একটি অভিযোগ দাখিল করেছেন। ভেড়ামারা থানা পুলিশের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে। ‌ তবে আবুল কাশেম এর কোন ব্যক্তিগত মোবাইল ফোন না থাকায় তার খোঁজ এখন পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে জানার জন্য উক্ত এলাকার ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার জিয়ার মোবাইল নম্বরে ফোন করে তাকে পাওয়া যায়নি। ‌ ঘটনার বিষয়ে উক্ত এলাকার গ্রাম পুলিশ মারপিটের বিষয়টি সত্য মর্মে সাংবাদিকদের‌ প্রশ্নের জবাবে জানিয়েছেন। আবুল কাশেম অষ্টম শ্রেণীর একজন ছাত্রীর সাথে অপ্রীতিকর অবস্থায় ধরা পড়েছে মর্মে নিশ্চিত হওয়া গেছে।

ভেড়ামারা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত। সরকারি ঘোষণা আসছে আগামীকাল

 


অবশিষ্ট ২১ টি‌ প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূনর্বাসনের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত একটি উপজেলা হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামীকাল বুধবার দেশব্যাপী একযোগে অনুষ্ঠিতব্য একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেবেন বলে জানা গেছে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ আজ মঙ্গলবার সকাল দশটায় তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এই তথ্য জানিয়েছেন। জানা গেছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে সর্বমোট ২৭৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার সনাক্ত করা যায়। সনাক্তকৃত পরিবারগুলোর মধ্যে প্রথম পর্যায়ে ১০০ টি, দ্বিতীয় পর্যায়ে ৫৫ টি ও তৃতীয় পর্যায়ে ৮৩ টি সর্বমোট ২৩৮ টি পরিবারকে এই উপজেলার বিভিন্ন স্থানে সরকারি খাস জমি ও ক্রয়কৃত জমিতে ইতোমধ্যেই পূনর্বাসন করা হয়েছে। অবশিষ্ট ৩৭টি পরিবারের মধ্যে দুইটি পরিবার মুজিব বর্ষের ঘর নিতে অনাগ্রহ দেখায় এবং অন্য ৩৭ টি পরিবার তাদের নিজ নিজ আবাসস্থল হতে অন্যত্র যেতে অনিচ্ছুক মর্মে প্রত্যয়ন দেন। গত  ১৯ মে ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে অত্র উপজেলায় আশ্রয়ন দুই প্রকল্প সংক্রান্ত উপজেলা টাস্ক ফোর্স কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার পর সমগ্র উপজেলা ব্যাপী এই সংক্রান্তে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ইলেকট্রনিক ও মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে এবং পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে অবশিষ্ট একুষ্টি প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ২২ মার্চ ২০২৩ তারিখে উদ্বোধনের মাধ্যমে সারাদেশের ১৫৮ উপজেলার সাথে ভেড়ামারা উপজেলা কেও ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করবেন।

ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজিত

 



ভেড়ামারা পৌরসভার সড়ক প্রশস্তকরণসহ উন্নতির প্রতিবন্ধকতা অপসারনে সহায়তা করবো। সংস্থাপন সন্ত্রণালয়ের সাবেক সচিব যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, ভেড়ামারার কৃতি সন্তান রশিদুল আলম আজ শনিবার ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রদত্ত বক্তব্যে একথা বলেন। তিনি তার বক্তব্যে ছাত্রদের উদ্দেশ্যে বলেন, তোমরা প্রতিযোগিতায় হার মানবা না। হারার আগে হারবা না। কারো কাছে মাথা নত করবা না। জীবনে সফলতা অর্জনের জন্য প্রচেষ্টা অবাহত রাখতে হবে। রশিদুল আলম নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে বর্তমান সরকারের অবদানের ভূয়সী প্রশংসা করে ছাত্রীদেরকে পাঠে মনযোগী হওয়ার জন্য উৎসাহিত করেন। তিনি ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রশংসা করে বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন এমন শিক্ষার্থীরা কর্মজীবনে উচ্চস্তরে আসীন হয়েছেন। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে যাওয়ার সুযোগ পেয়েছেন। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি তার বক্তব্যে আরো বলেন, ভেড়ামারার উন্নয়নের বিষয়ে তিনি অত্যন্ত আন্তরিক। প্যৗরসভার সড়ক প্রশস্তকরণের প্রতিবন্ধকতার বিষয়ে তাকে অবহিত করা হলে তিনি অবশ্যই এবিষয়ে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার প্রতিশ্রুতি দেন। সড়কের উন্নয়নের জন্য তিনি দোকানদারকে কিছুটা সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। তিনি আরো বলেন, ৮ই ডিসেম্বর ১৯৭১ সালে আমরা মুক্তিযোদ্ধারা ভেড়ামারাকে শত্রুমুক্ত করি। রেলগেটে সম্মুখ সমরে পাকহানাদার বাহিনীর গুলিতে আমি আহত হয়ে বিদেশে চিকিৎসা গ্রহন করি। রশিদুল আলম তার বক্তব্যে আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নানাবিধ কারনে ভেড়ামারার উন্নয়নের জন্য আন্তরিক। রাশেদুল আলমের সহধর্মিনী, মরহুম আব্দুর রব সেরনিয়াবাত এর কন্যা হাবিবা আলম প্রধান অতিথির সফর সঙ্গী হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামীলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল ইসলাম, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এর আগে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে পৌছালে তাকে বিএনসিসি ও রোভার স্কাউট দল গার্ড অব অনার প্রদান করেন। প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ বিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা পরিদর্শন করেন।

আল্ হেরা মডেল একাডেমির সরকারি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

 



 ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল্ হেরা মডেল একাডেমি ও এ. বি. এল ফাউন্ডেশনের উদ্যোগে ২০২২ সালের সরকারি বৃত্তি প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। (১৮মার্চ) রোজ শনিবার সকালে আল্ হেরা  মিলনায়তনে   সংবর্ধনার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জনাব  এ্যাডঃ আব্দুর রশিদ,সভাপতি আল্ হেরা মডেল একাডেমি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ভেড়ামারা পৌরসভার মেয়র জনাব  আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র  আল্ হাজ্ব  শামিমুল ইসলাম ছানা, উপজেলা শিক্ষা অফিসার  জনাব আহসান আরা,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃনুরুল আমিন, ভেড়ামারা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র এ্যাডঃ জনাব আব্দুল মান্নাফ, অধ্যাপক মোঃ আরশেদ আলী,  ভেড়ামারা সরকারি মহিলা কলেজ।উক্ত অনুষ্ঠানে আল্ হেরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক লেখক ও গবেষক মোঃ হাসানুজ্জামান খসরু স্বাগত বক্তব্য রাখেন।  এ সময় প্রতিষ্ঠানটির  প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে  আল্ হেরা মডেল একাডেমির ১৪ জন  কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করেন এবং শুভেচ্ছা স্বরূপ ফুলের মালা পরিয়ে বরন করে নেই  অতিথিবৃন্দ।

অনলাইন প্ল্যাটফর্মে উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক।

 

গতকাল বুধবার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে অনলাইন প্লাটফর্মের উদ্যোক্তাদের এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্জ আক্তারুজ্জামান মিঠু মহোদয়, সম্মানিত চেয়ারম্যান ,উপজেলা পরিষদ ভেড়ামারা ,কুষ্টিয়া।



রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, জনাব হাসিনা মমতাজ, সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, ভেড়ামারা ,কুষ্টিয়া ও  মোছাঃ বলাকা পারভীন স্বপ্না, চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা, ভেড়ামারা ,কুষ্টিয়া মহোদয়। উপস্থিত ছিলেন  মোছাঃ তানিয়া খন্দকার ,তথ্যসেবা কর্মকর্তা ,ভেড়ামারা,কুষ্টিয়া।এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত সুধীজন ,রাজনৈতিক  ব্যক্তিবর্গ এবং তথ্যকেন্দ্র ভেড়ামারার স্টাফবৃন্দ।

১০০ জন উদ্যোক্তা নিয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

 


কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতি রেজি নম্বর ২১১৬ এর নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ আজ রোববার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গত ০৪ মার্চ তারিখে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মডেল হাই স্কুল কেন্দ্রে ভোটের মাধ্যমে কমিটির সদস্যরা নির্বাচিত হন। ভোটের দিন ৩২২ জন ভোটারের মধ্যে ৩০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সিএনজি মালিক চালকদের ভোটে নির্বাচিত সভাপতি সোলায়মান চিশতী, সাধারণ সম্পাদক সোলায়মান মাস্টার, সিনিয়র সহ-সভাপতি আলী আহসান সনি, সহ-সভাপতি বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত জোয়ারদার শালুক, সহ-সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক পিকে বাপ্পি শেখ, দপ্তর সম্পাদক এজাজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহজালাল আজ শপথ নেন। মোট ১১ টি পদে নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান সিএনজি মালিক সমিতির নির্বাচন কমিশনার এডভোকেট মারুফ বিল্লাহ। এ সময় নির্বাচন কমিটির অন্য দুই সদস্য ফয়জুল ইসলাম মিলন ও বাবলু মোস্তাফিজ উপস্থিত ছিলেন।

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ