জাকির হোসেন বুলবুলের উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল ও শাড়ি বিতরণ

 জাকির হোসেন বুলবুলের উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল ও শাড়ি বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ, বিশিষ্ট সমাজসেবক ও জনদরদী প্রকৌশলী জাকির হোসেন বুলবুলের ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল ও শাড়ি বিতরণ করা হয়েছে। আজ ২৩ জানুয়ারী ২০২৩ তারিখ সোমবার সন্ধ্যায় ফারাকপুর উত্তর রেলগেটস্থ কার্যালয়ে ৫শ জন দুঃস্থ শীতার্ত এবং ১শ জন নারীর মাঝে বিনামূল্যে শাড়ি বিতরণ করা হয়।



ভেড়ামারা পৌরসভার ১, ২, ৩ ও ৭ নং ওয়ার্ডের তালিকাভুক্ত অধিবাসীদের মধ্যে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ১ নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ডাবলু, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর খসরুজ্জামান ফারুক উপস্থিত ছিলেন। সমাজসেবক জাকির হোসেন বুলবুল নিজ হাতে সুবিধাভোগীদের হাতে কম্বল ও শাড়ি তুলে দেন। 

উল্লেখ্য, জনদরদী রাজনৈতিক নেতা প্রকৌশলী জাকির হোসেন বুলবুল করোনা কালীন সময় থেকে অদ্যাবধি  নিয়মিতভাবে প্রত্যক্ষভাবে দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্যদ্রব্যসহ বিভিন্নভাবে সহযোগিতা যুগিয়ে আসছেন। বছরের দুই ঈদের সময়সহ অন্যান্য সময়েও তিনি নিঃস্বার্থভাবে গণমানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। সেই সাথে ভবিষ্যতেও এই প্রকারের বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।



বগুড়ার এসপি সুদীপের টানা সাফল্য

 এসপি সুদীপ চক্রবর্তী ১৭ মাস হল বগুড়া জেলা পুলিশের দায়িত্ব নিয়েছেন। জেলা পুলিশের এই পুরোধা ব্যক্তিত্ব তার কর্মদক্ষতা, মেধাগুণে প্রশাসন পরিচালনায় নিপুলতার স্বাক্ষর রেখে চলেছেন। ১৭ মাসের মধ্যে ১২ বার শ্রেষ্ঠত্ব‌ পেল বগুড়া ডিস্ট্রিক্ট পুলিশ।

 রাজশাহী রেঞ্জ পুলিশের সর্বশেষ (ডিসে. ২০২২)  ‌মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ জেলা হিসেবে আবারও নাম উঠে এসেছে বগুড়া জেলা পুলিশের।



রাজশাহী রেঞ্জের ৮ টি জেলার মধ্যে মূল্যায়নে বিপুল ব্যবধানে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে জেলা পুলিশ, বগুড়া। 

১৮ জানুয়ারি, ২০২৩  বুধবার রেঞ্জ ডিআইজি কার্যালয়, রাজশাহীর পদ্মা কনফারেন্স রুমে ডিসেম্বর-২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম । এ সময় আইজিপি সার্বিক কার্যক্রম বিবেচনায় শ্রেষ্ঠ কর্মকর্তাদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন। শ্রেষ্ঠ জেলা হিসেবে বগুড়া নির্বাচিত হওয়ায় প্রধান অতিথি'র কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন বগুড়া জেলার পুলিশ সুপার  সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম । বেস্ট অফিসার ইনচার্জ, সদর থানা, বগুড়া নির্বাচিত হওয়ায় এ সময় তিনিও পুরস্কার গ্রহণ করেন।


এসপি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, জনবান্ধব পুলিশী ব্যবস্থা প্রবর্তন করে অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ বগুড়া বিনির্মাণে জেলা পুলিশ, বগুড়া'র গর্বিত সদস্যগণ অঙ্গীকারাবদ্ধ । জেলা পুলিশের এই সাফল্য পুলিশ সদস্যদের অনুপ্রাণিত ও আরো প্রত্যয়ী করে তুলবে।


গাংনিতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু

 মোটরসাইকেল থেকে পড়ে ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তিনি প্রশিক্ষণে যাওয়ার সময় পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।

মেহেরপুর গাংনী উপজেলার করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা শামিমা ইসলাম কনা আজ ২৩/০১/২০২৩ (সোমবার) সকাল ৯ঃ৩০ ঘটিকার সময় নিজ বাড়ি থেকে মোটর সাইকেল যোগে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয় ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের ভেন্যূ গাংনী পাইলট হাই স্কুলে যাওয়ার সময় গাংনী মালশাদাহ জোড়াপোল নামক জায়গায় হঠাৎ মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে যান। এ-সময় তার স্বামী মোটর বাইকটি ড্রাইভ করছিলেন। তাদের কন্যখ মাঝখানে বসা ছিল এবং উক্ত শিক্ষিকা ছিলেন পিছনে বসা। তিন জনই একসাথে পড়ে যায়। শিক্ষিকা শামিমা রোডের মাঝখানে পড়লে পিছন থেকে দ্রুত গতিতে আসা প্রানঘাতি ড্রামট্রাক মূহুর্তের মধ্যে তার মাথা পিষ্ট করে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 
অল্পের জন্য উক্ত শিক্ষিকার স্বামী ও কন্যা প্রাণে বেঁচে যান।


দুর্ঘটনায় শিক্ষক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বাংলাদেশ যুব গেমসে ভেড়ামারা রানার্সআপ

 আজ রোববার বাগেরহাটের শেখ হেলাল স্টেডিয়ামে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর খুলনা বিভাগীয় পর্যায়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ছেলে এবং মেয়ে উভয় গ্রুপে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ক্রীড়া সংস্থা রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।


ছেলেদের গ্রুপে ভেড়ামারা উপজেলা ক্রীড়া সংস্থা একাদশ সাতক্ষীরার মোকাবেলা করে। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ও টানটান উত্তেজনা কর উক্ত ম্যাচে নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। টাইব্রেকারে ভেড়ামারা উপজেলা একাদশ পরাজিত হয়ে রানার্স আপ হয়।


পক্ষান্তরে মেয়েদের গ্রুপে ভেড়ামারার প্রমিলা ফুটবল দল মাগুরার মোকাবেলা করে। উক্ত ফাইনালে ৩ -০ গোলে মাগুরা ভেড়ামারাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার কেএম আরিফুল হক এবং বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

বাগেরহাট স্টেডিয়ামে এ সময় ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা এবং বিশিষ্ট ক্রীড়া পৃষ্ঠপোষক আসাদুজ্জামান কচি সহ ভেড়ামারা থেকে যাওয়া প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বাগেরহাটে অনুষ্ঠিত শেখ কামাল বাংলাদেশ যুব গেমস ২০২৩-এ রানার্সআপ হওয়ার খবর ভেড়ামারা এসে পৌছালে এলাকাবাসীর মধ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে।


দৌলতপুর থানার এসআই কওছারের পদোন্নতি

 কুষ্টিয়ার দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ কওছার আলম পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি লাভ করেছেন। তার পদোন্নতিতে দৌলতপুর থানার অফিসার ও ফোর্স-এর পক্ষ থেকে তাকে


ফুলেল শুভেচ্ছা সহযোগে অভিনন্দন জানানো হয়। পদোন্নতি উপলক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উক্ত থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান সহ থানার অফিসার, ফোর্স উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য সদ্য পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ কওছার আলম ১৯৯৪ সালে পুলিশ বিভাগে ভর্তি হন। তিনি বিগত নয় মাস যাবত দৌলতপুর থানায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছিলেন। তার পদোন্নতি প্রাপ্তিতে সহকর্মী পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।



দৌলতপুরে বিট পুলিশিং সভা

কুষ্টিয়ার দৌলতপুর থানার ৭৪ নং বিট ফিলিপনগর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি"এই শ্লোগানের আলোকে জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি  এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যকরী ভূমিকা রেখে চলেছে। 

সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল করার লক্ষ্যে সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে দৌলতপুর থানা পুলিশ। 



৮ জানুয়ারি  রবিবার দৌলতপুর থানার (বিট নং-৭৪) ফিলিপনগর ইউনিয়ন এর আয়োজনে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আঃ জব্বার, উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জনাব মজিবুর রহমান। উক্ত বিট পুলিশিং সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধ, স্কুল-কলেজের শিক্ষকগণ ও গণ্যমান্যব্যক্তিবর্গ এবং উক্ত এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত বিটের বিট ইনচার্জ এসআই মিরাজুল ইসলাম।

মতবিনিময় সভায় বক্তাগণ মাদক নির্মুল ও সন্ত্রাস-জঙ্গিবাদ, রোধে জেলা পুলিশের কার্যকর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাশিত 'জনগণের পুলিশ' হিসেবে আপামর জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন ওসি মজিবুর রহমান।

রাষ্ট্রপতি ড. শিরিন শারমিন চৌধুরীর জীবন বৃত্তান্ত

 

রাষ্ট্রপতি ড. শিরিন শারমিন চৌধুরীর জীবন বৃত্তান্ত নিম্নরুপ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সদ্য অধিষ্ঠিত রাষ্ট্রপতি ড. শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি এবং নারীদের মধ্যে তিনিই প্রথম রাষ্ট্রপতি। তিনি ১৯৬৬ সালের ৬ অক্টোবর তারিখে জন্মগ্রহন করেন।

 তিনি বাংলাদেশ সরকারের প্রথম সচিব মরহৃম রফিকুল্লাহ চৌধুরী ও ঢাকা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর নাইয়ার এর কন্যা। তিনি নোয়াখালীর চাটখিলের কৃতি সন্তান। সর্বশেষ তিনি জাতীয় সংসদের স্পীকার হিসেবে দায়ীত্ব পালন করছিলেন। তিনি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মর্মে সংবাদ বেরিয়েছে। স্পীকার হওয়ার আগে ড. শারমিন বাংলাদেশের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়ীত্ব পালন করেন। তিনি প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ছেড়ে দেয়া আসন রংপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।



তার স্বামীর নাম সৈয়দ ইশতিয়াক হুসাইন। সন্তানের নাম লামিসা শিরিন হুসাইন। শিরিন শারমিন চৌধুরীর মাতামহ ছিলেন পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি সিকান্দার আলী। ড. শিরিন শারমিন চৌধুরী ১৯৮৩ সালে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে ঢাকা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। ১৯৮৫ সালে এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে সেকেন্ড স্ট্যান্ড করেন। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ১৯৯০ সালে এলএল এমএ পরীক্ষায় একই বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার কৃতিত্ব দেখান। নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন থেকে সদস্য নির্বাচিত হন। তিনি একজন কমেনওয়েলথ স্কলার। ২০০০ সালে তিনি এসেক্স থেকে পিএইচডি করেন। এই সময়ে তিনি সংবিধান, আইন ও মানবাধিকার বিষয়ে গবেষণা করেন। ১৯৯২ সালে বার কাউন্সিলে তালিকাভুক্ত আইনজীবি হিসেবে কর্মকাল শুরু করেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাস করেন।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া, গুগল সার্চসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

বিঃদ্রঃ ছবির ক্যাপশনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে।

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ