ভেড়ামারায় সরকারি জায়গায় ইট পাথর বালির ব্যবসা

 ভেড়ামারায় সরকারি জমি দখল করে ইট, পাথর, খোয়া, বালির ব্যবসা করার অভিযোগ। 


কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ব্যবসা করার অভিযোগ উঠেছে। উল্লেখ্য ভেড়ামারা জি. কে ২নং কলোনির সামনে পানি উন্নয়ন বোর্ডের আম বাগান সহ বেশ কিছু সরকারি জমি আছে। সেই জমিকে কেন্দ্র করে বেশ কিছু ব্যক্তি গড়ে তুলেছেন ইট, পাথর, খোয়া সহ বালির ব্যবসা। 



সাধারণ মানুষের কাছে একই প্রশ্ন ঘুরাফেরা করছে কিভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করছে। এদের কাছে কি কোন অনুমতিপত্র আছে নাকি জবর দখল করে ব্যবসা করছে। এসব জমি দখল করে ব্যবসা করার অনুমতি থাকে তাহলে ঠিক আছে। আর যদি অনুমতি না থাকে তাহলে এসব জমি দখল মুক্ত করা প্রয়োজন মনে করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গন।


ভেড়ামারায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সেচাগার বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কে বা কাহারা এখানে ইট, বালি, পাথর, খোয়া রেখেছে বা কি কারণে রেখেছে এটা আমার জানা নাই। এখানে সে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হয়েও জানেননা এই জমিটা ইজারা দেওয়া হয়েছে কিনা? এই কর্মকর্তা আরো বলেন, কুষ্টিয়া অফিসের সাথে যোগাযোগ করলে সঠিক তথ্য পাওয়া যাবে।


সরেজমিনে গিয়ে দেখা যায় যে তার সরকারি বাসভবন থেকে অফিস যেতে হয় এই জমির পাশ দিয়ে। তাহলে তিনি কিভাবে বলে এই সম্বন্ধে সে জানেনা। এখানে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হয়েও সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য কিছুই কি করার ছিল না। উনার এই খামখেয়ালির কারণে নষ্ট হতে চলেছে জমি সহ কিছু ঐতিহ্যবাহী গাছপালা। 



নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, 

এখান থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন এসব ব্যবসায়ীরা। এই সব সরকারি জমি উদ্ধার করা হলে এখান থেকে সরকারের রাজস্ব আয় করা সম্ভব এবং প্রশাসন পানি উন্নয়ন বোর্ডের জমি উদ্ধারে কার্যকরী পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ছায়ানীড় // সানু তাছমিন সাগরিকা

 ছায়ানীড়

সানু তাছমিন সাগরিকা 


মা!!

তিনি কে জানেন?

যে দশ মাস দশদিন গর্ভে ধারণ করে

অসহ্য যন্ত্রণা সহ্যের পরে একটি শিশুকে

পৃথিবীর আলোকিত মুখ দেখায়।।


বাবা!!

তিনি কে জানেন?

উওপ্ত রোদে ঝালসীত একটি দক্ষ বাহু

যিনি দিন রাত পরিশ্রম করে পরিবারের

মুখে এক চিলতি হাসির ঝলক দেখতে ব্যতিব্যস্ত।। 



জিবন চলে সময়ের গতিতে

সময় চলে যায় স্রোতের মত

আঁধার কেটে আলো আসে

কিছু আপনজন বদলায় সময়ের ন্যায়ে 

কিন্তু বাবা-মায়ের স্নেহ মমতা

কখনোই শেষ হয়না,স্নেহের রং হয়না

মমতা মাখা ভালোবাসা যেন অনন্তকাল

জুড়ে ঠিক নবজাতক শিশুর মতই রয়।।  


বাবা-মা !!

তারা কি জানেন?

শত অভাব অনাটনের মাঝেও

সন্তানের শত আবদার পূরণে অবিচল,

এক চিলতি হাসির মাঝে

লুকিয়ে রাখে মনের হাজারো যন্ত্রনা।।


স্বপ্ন!!

বাবার পরিশ্রমী ঘামে ভেজা শরীরটা 

দেখার পরে মনের মাঝে স্বপ্ন গুলো 

অনেক লজ্জা পায়, 

আর মনের মাঝে উজ্জীবিত স্বপ্নগুলো

অস্থির হয়ে সামনের দিকে এগিয়ে যাবার

একবুঁক আশায় নিশ্চুপ শপথ গ্রহণ করে ।। 


শিক্ষক!!

হয়তো জন্মদাতা মায়ের ডিগ্রি না থাকলেও

তিনি সন্তানের জিবনের প্রথম শিক্ষক

কারণ,শিশুর প্রথম বুলি মা, 

যা মায়ের মুখের বুলি হতে শেখা

আর সন্তানের পারিবারিক শিক্ষায়

একটি মানুষ স্ব-শিক্ষায় শিক্ষিত হতে পারে।।



কষ্ট!!

বাবা-মায়ের কষ্ট কি জানেন?

এত ত্যাগ তিতিক্ষার পরেও যখন

একটি সন্তান বড় হবার পরেও

সেই বাবা মা কে অবমূল্যায়ন করে

এবং যে বাবা মা জিবনের শেষ বয়সে এসে

সন্তানের দিকে তাকিয়ে রয়, একটু সুখের আশায়

কিন্তু পরিবর্তে পায় হাজরো যন্ত্রণা।

অভিশপ্ত সন্তানের জন্য ধিক্কার যারা একটু

সুখের তরে বাবা-মা কে শেষ বেলাতে

বানালে খেলার পুতুল।।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিতের প্রবাসী সাংবাদিকবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়

<p> জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিতের  প্রবাসী সাংবাদিকবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি#

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি  মোহাম্মদ আব্দুল মুহিত ‘ইংরেজি নববর্ষ ২০২৩’ উপলক্ষ্যে  গত ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার সন্ধ্যা ৬:০০ ঘটিকায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে নিউইয়র্কে দায়িত্বরত প্রবাসী বাংলাদেশী সাংবাদিকবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছেন। ১৭ জানুয়ারি,জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশন নিউইয়র্কের 

স্থায়ী প্রতিনিধি জনাব মুহিত শুরুতে সবাইকে স্বাগত জানান 



এবং লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি ১৯৭৪ সালে

বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের পর এ পর্যন্ত

বাংলাদেশের সাফল্য তুলে ধরেন। বাংলাদেশ বর্তমানে

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীসহ বিভিন্ন ফোরামে অত্যন্ত 

দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। রোহিঙ্গা সমস্যার দ্রুত 

 সমাধানের ব্যাপারে মিয়ানমার এবং জাতিসংঘের প্রতিটি 

দেশের সাথে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। 



২১শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৯৯৯ সাল থেকে জাতিসংঘসহ বিশ্বের প্রতিটি দেশে পালিত হচ্ছে,

এই কৃতিত্ব বাংলাদেশের। 

বাংলাদেশের উদ্দোগে জাতিসংঘে শান্তির সংস্কৃতি পালিত 

হচ্ছে। জনাব মুহিত তার দায়িত্ব পালনকালে বাংলা সংবাদ 

মাধ্যমের সমর্থন কামনা করেন এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে তুলে ধরার আহবান 

জানান।

আই-অন-বাংলাদেশ টিভির পরিচালক রিমন ইসলামের

এক প্রশ্নের জবাবে আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গাদের 

গণহত্যার বিচার দাবিতে মিয়ানমারের বিরুদ্ধে যে মামলা করেছিল ICC & ICJ কোর্টে, সেটির বর্তমান অবস্থা এবং

অগ্রগতি ব্যাখ্যা করেন জনাব মুহিত। গাম্বিয়ার মামলার উত্তরের জবাব দেন বাংলাদেশ মিশনের ডিফেন্স মিনিস্টার ব্রিগেডিয়ার জেনারেল সাদেক, মিয়ানমারে সদ্য নিয়োগ পাওয়া বাংলাদেশের রাস্ট্রদূত ডঃ হোসেন বিশদভাবে প্রশ্নের জবাব দেন। জাতিসংঘ ৩য় কমিটির মিনিস্টার মোসাম্মতসা হানারা মনিকা গাম্বিয়ার মামলার ব্যাপারে  বিস্তারিত আলোচনা করেন।এই মামলায় মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট অং সান সুচি ২০১৯ সালে ICC Court, The Hague, Netherlands এ সাক্ষ্য প্রদান করেন।




নিউইয়র্কে ইংরেজি নতুন বছর উপলক্ষে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির মতবিনিময় সভায়

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের পক্ষ থেকে কোন চাপ বা দিক নির্দেশনা নেই বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি- রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। জাতিসংঘের পক্ষ থেকে এ ধরণের দিক নির্দেশনা দেওয়ার সুযোগ আছে বলে তিনি মনে করেন না।



বরং তিনি বলেন,সদস্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশ জাতিসংঘে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিউইয়র্কে ইংরেজি নতুন বছর উপলক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে স্থায়ী প্রতিনিধির মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।


এ সময় রোহিঙ্গা ইস্যূতে রাষ্ট্রদূত মুহিত বলেন, ইতিমধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে দুটি প্রস্তাবনা পাশ হয়েছে। এ দুটি প্রস্তাবণাকে সামনে রেখে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ তরান্বিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত মোহাম্মদ আব্দুল মুহিত।


সংবাদ সম্মেলনে জানানো হয়, মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার যৌক্তিকতা নিয়ে মিয়ানমারের চ্যালেন্জ করা রিট আন্তর্জাতিক আদালত খারিজ করে দিয়েছে। ফলে এখন দায়েরকৃত মামলার কার্যক্রম চলতে আর বাধা নেই।


রেমিট্যান্স ইস্যূতে কথা বলতে গিয়ে রাষ্ট্রদূত আব্দুল মুহিত বলেন, রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখন শীর্ষে। যেটি আগে সৌদি আরবের দখলে ছিল। তিনি মনে করেন বৈধ পথে অর্থ পাঠানোর জন্যই এমনটি হয়েছে - যা নিয়ে আমরা গর্ব করতে পারি। এই জায়গায় যুক্তরাষ্ট্র প্রবাসীদের কিভাবে আরও উৎসাহিত করা যায় সেটি নিয়ে কাজ করার সুযোগ রয়েছে মনে করেন তিনি।




জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত খুনী রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে মোহাম্মদ আব্দুল মুহিত বলেন, খুনীরা প্রতিটি দেশে একটি আইনের অধীনে আশ্রয়ে আছে। তাই তাদের ফেরত নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট দেশের আইনী কাঠামোর উপর নির্ভর করছে। তবে খুনীদের ফিরিয়ে নেওয়ার সব চেষ্টাই করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজেকে সফল মনে করেন কিনা এমন প্রশ্নে রাষ্ট্রদূত আব্দুল মুহিত বলেন, আমি এখানে এসেছি মাত্র ৫ মাস। আমার আরও কাজ করার সুযোগ আছে। নিজেকে ব্যর্থ বা সফল বলার সময় এখনও আসেনি বলে জানান স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত।


এর আগে মতবিনিময় সভার শুরুতে লিখিত বক্তৃতায় রাষ্ট্রদূত আব্দুল মুহিত ২০২২ সালে মিশন কর্তৃক সম্পাদিত বিভিন্ন কাজের কথা তুলে ধরেন। তিনি নিউইয়র্কের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকগণকে নতুন বছরের শুভেচ্ছা জানান।


এ সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন মিয়ানমারে সদ্য নিযুক্ত রাষ্ট্রদূত ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি ড. মনোয়ার হোসেন।


প্রশ্নোত্তর পর্ব শেষে সাংবাদিকগণ তাদের নিজ নিজ পরিচয় তুলে ধরেন।


অনুষ্ঠানে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের সব কর্মকর্তা

উপস্থিত ছিলেন। 

দায়িত্বপ্রাপ্ত প্রেস মিনিস্টার নাসির উদ্দীন ধন্যবাদ জানিয়ে

অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

সবাইকে নতুন বছরের উপহার দেয়া হয়।

শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।



এবার পুত্রের সাথে পিতার গাদ্দারী

 কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কোদালিয়া পাড়ায় এক পিতা তার অন্য পুত্রদের বঞ্চিত করে ছোট পুত্রের নামে লিখে দিয়েছেন সমস্ত জমা জমি। এতে উক্ত জমির উপরে বসবাসকারী অন্যান্য পুত্ররা পড়েছেন চরম বিপাকে। নিজভূমে পরবাসের মতন অসহায় অবস্থায় নিপতিত হয়েছেন বঞ্চিত পুত্র এবং তার পরিবার। পাড়া-প্রতিবেশী সহ স্থানীয় লোকজন পিতার এই অবিবেচনা প্রসূত কাজের চরম সমালোচনা করছেন এবং নিন্দা ও ধিক্কার জানাচ্ছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।



 ভুক্তভোগী পুত্র এলাকাবাসীর সূত্রে জানা যায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কোদালিয়া পাড়া মৌজা ১৯৪ নম্বর খতিয়ানে দাগ নম্বর ২২১ ২৩৫ ও ৩২৩ নম্বর দাগে পয়েন্ট ৩৩১৭ শতাংশ জমির মালিক ছিলেন বিমল কুমার দেবনাথ। বিমল কুমার দেবনাথ তার পুত্র শুভ কুমার দেবনাথ এর নামে সমুদয় জমি রেজিস্ট্রি করে দিয়েছেন মর্মে জানা যয়। সম্প্রতি জমির নাম খারিজ করার সময় বিষয়টি জানাজানি হয়। জানতে পেরে বঞ্চিত পুত্র বিদ্বান কুমার দেবনাথ এর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এ ব্যাপারে প্রতিকারের আশায় বিদ্বান কুমার দেবনাথ তাদের সম্প্রদায়ের লোকজনকে বিষয়টি অবহিত করেছেন। এই বিষয়ে সুরাহার জন্য তিনি ভেড়ামারা উপজেলা ভূমি অফিসে মিস কেস নম্বর ৩৭৫৩, তারিখ ০৯/০১/২০২৩ দায়ের করেছেন। এ বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে স্থানীয় পরিষদের চেয়ারম্যান মেম্বারগণ কেও। এলাকাবাসী এই বিষয়টির একটি মানবিক সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। এলাকাবাসীর প্রশ্ন কিসের মোহে পিতা বিমল কুমার দেবনাথ তার সমুদয় সম্পত্তি থেকে অন্য পুত্রদেরকে বঞ্চিত করে শুধুমাত্র এক পুত্রের নামে লিখে দিলেন?

স্বর্ণ পদক প্রাপ্ত ক্রীড়া সংগঠক আমিরুলকে সম্বর্ধনা

 ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ জনপ্রিয় ক্রীড়া সংগঠক কুষ্টিয়ার আমলা-সদরপুরের ক্রীড়াঙ্গণের পরিচিত মুখ আমিরুল ইসলামকে স্বর্ণ পদকে ভূষিত হয়েছেন। বাংলাদেশ জাগ্রত জনতা ব্যবসায়ী সোসাইটি, ঢাকা এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করে। 

আমিরুল ইসলাম বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলোকিত আমলা-সদরপুরের অন্যতম সদস্য । এলাকার জন্য অভাবিত সুনাম বয়ে আনায় আলোকিত আমলা-সদরপুরের পক্ষ থেকে আজ ২৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে আমলা প্রেসক্লাবের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমিরুল ইসলাম কুষ্টিয়ার আমলা-সদরপুরে শত শত সাঁতারুকে প্রশিক্ষণ দিয়েছেন। তার সঠিক প্রশিক্ষণে অগণিত সাঁতারু জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। কয়েক যুগ ধরে সদ্য স্বর্ণ পদক প্রাপ্ত এই সংগঠক স্থানীয় ও জাতীয় ক্রীড়াঙ্গনকে বিকশিত করার ক্ষেত্রে নজর কাড়া ভুমিকা রেখে চলেছেন।



 আমলা প্রেসক্লাবের উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাংবাদিক কাঞ্চন কুমার, আলোকিত আমলা-সদরপুরের অন্যতম সংগঠক আমিরুল বিশ্বাস, হাজী আসাদুল হক মিল্টন, আব্দুর রাজ্জাক রাজা, সাইফুজ্জামান হিরা ও আসাদুজ্জামান রতন প্রমুখ উপস্থিত ছিলেন। 

আ্যডভোকেট আব্দুল হামিদ বাংলাদেশের ইতিহাসে সর্বদীর্ঘ মেয়াদের রাষ্ট্রপতি



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাষ্ট্রপতি থাকার রেকর্ড আ্যাডভোকেট আব্দুল হামিদের। তিনি ১০ বছর রাষ্ট্রীয় সর্বোচ্চ পদটিতে আসীন থাকার অভাবিত গৌরব অর্জন করেছেন। এর আগে এই রেকর্ডটি ছিল হুসেইন মুহাম্মদ এরশাদের দখলে। তিনি ৬ বছর ৩৬০ দিন রাষ্ট্রপতির ক্ষমতায় ছিলেন।এছাড়া সর্ব দীর্ঘ মেয়াদের রাষ্ট্রপতি ছিলেন ইয়াজ উদ্দিন আহম্মেদ। তিনি ৬ বছর ১৫৯ দিন দায়ীত্বে ছিলেন।এছাড়া ২ মেয়াদে ৬ বছরের ২০ দিন কম সময় পর্যন্ত দায়ীত্ব পালন করেছেন শাহাবুদ্দিন আহমেদ।  বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বল্প মেয়াদের রাষ্ট্রপতি হলেন জমির উদ্দিন সরকার। তিনি মাত্র ৭৭ দিন দায়ীত্ব পালন করেন। ২য় স্বল্প মেয়াদী রাষ্ট্রপতি ছিলেন খন্দকার মোশতাক। তিনি মাত্র ৮৩ দিন রাষ্ট্রপতি ছিলেন।

অ্যডভোকেট আব্দুল হামিদের পূর্বতন রাষ্ট্রপতি ছিলেন জিল্লুর রহমান। আব্দুল হামিদও বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নাম স্থির হওয়া ড. শিরিন শারমিন দৌধুরীর মত জাতীয় সংসদের স্পীকার ছিলেন। অ্যাডভোকেট আব্দুল হামিদ বিতর্কের ঊর্ধে থেকে নিজের দায়ীত্ব পালন করে গেছেন মর্মে জনশ্রুতি আছে।

জিল্লুর রহমান রাষ্ট্রপতির পদে থাকা অবস্থায় তার অসুস্থতার কারনে ২০১৩ সালের ১৪ ই মার্চ আব্দুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়ীত্বভার গ্রহন করেন। একই বছর ২৪ এপ্রিল থেকে ২০১৮ সালের ২৪ এপ্রিল পর্যন্ত তিনি নিয়মিত প্রথম মেয়াদ শেষ করেন। দ্বিতীয় মেয়াদে তিনি ২৪ এপ্রিল ২০১৮ থেকে ২০২৩ সালের ২৩শে এপ্রিল পর্যন্ত মেয়াদ পূর্ণ করবেন বলে আশা প্রকাশ করা যায়। সেই হিসাবে তিনি ১০ বছর রাষ্ট্রপতি থাকার এলিট গ্রুপে একমাত্র ব্যক্তি হিসেবে ইতোমধ্যেই ইতিহাসের স্বর্ণাক্ষরে নিজের নাম লিখিয়ে ফেলেছেন।



অ্যাডভোকেট আব্দুল হামিদ ১ জানুয়ারী ১৯৪৪ সালে জন্মগ্রহন করেন।সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অসুস্থতাজনিত কারনে তার চির প্রয়াণের ৬ দিন পূর্বে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়ীত্ব লাভ করেন। তিনি নবম জাতীয় সংসদের স্পীকার ছিলেন। তিনি ২০১৩ সালে স্বাধীনতা দিবস পদকে ভূষিত হন।কিশোরগঞ্জের মিঠামাইন উপজেলার কামালপুর গ্রাম তার জন্মস্থান। তিনি সরকারি গুরুদয়াল কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশের ২১ তম রাষ্ট্রপতি।

রজব মাসের চাঁদ দেখা গেছে

 পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে।  বাংলাদেশের আকাশে আজ পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ২৪ জানুয়ারি মঙ্গলবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এই হিসাবে আগামী ১৯ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে।

আজ সোমবার   ২৩ /০১/২০২৩ খ্রীঃ তারিখ তাদের বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।



আজ বাদ মাগরিব সন্ধ্যা ৬টার দিকে বায়তুল মুকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে ১৪৪৪ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখার বিষয়টি জানানো হয়। স ভায় শবে মিরাজের তারিখও নির্ধারণ করা হয়। 

এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনিম হাসান।

সংবাদদাতা ওমর ফারুক।

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ