কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গলায় কোপ দিয়ে যুবকের আত্ম'হত্যা!

 



কুষ্টিয়ার দৌলতপুরে হাতে থাকা হাসুয়া দিয়ে নিজেই নিজের গলায় কোপ দিয়েই মাঠের (ক্ষেতের) মধ্যে দৌড় দেন সোহেল রানা (২৭) নামের এক যুবক।  হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাজারপাড়া এলাকার ফসলের মাঠে এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা ওই এলাকার এজের বিশ্বাসের ছেলে।

প্রত্যাক্ষদর্শী সাইদুর রহমান জানান, আমি ফসলের মাঠে কাজ করছিলাম। হঠাৎ দেখি সোহেল রানা নিজের গলা ধরে দৌড়াচ্ছে এবং তার শরীরে রক্ত। তখন আমিসহ আশেপাশের জমিতে কাজ করা লোকজন মিলে তার বাড়িতে খবর পাঠায়। নিহত সোহেল রানার মা যমুনা খাতুন জানান, প্রতিদিনের মতো আমার ছেলে সকালে খাওয়া-দাওয়া শেষে মাঠে যায়। 

আমিও তার সঙ্গে বাজার পাড়ার পশ্চিমের মাঠে যাই। আমি তাকে রেখে সকাল অনুমানিক ৯টার পরে চলে আসি। পরে শুনতে পাই, আমার ছেলে নিজেই নিজের গলায় হাঁসুয়া দিয়ে কোপ দিয়েছে।  তিনি আরও বলেন, তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পথিমধ্যে আমার ছেলেটা অনুমানিক ১১টার দিকে মারা যায়।  ছেলে হারানো মা বলেন, আমাদের পারিবারিক কোনো সমস্যা ছিল না। তবে প্রায় দুই মাস যাবত ছেলেটার মাথায় একটু সমস্যা মনে হচ্ছিল। তবে কি কারনে সে নিজের গলাই কোপ দিয়ে আত্মহত্যা করেছে তা আমাদের জানা নেই।

সংসারে কোনো ঝামেলা ছিল না বলে জানান সোহেল রানার স্ত্রী চাঁদনী খাতুন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাংবাদিক আফরোজা আক্তার ডিউ এর জন্মদিন আজ। ব্লগস্পট ডট কম‌ এর‌ পক্ষ থেকে শুভেচ্ছা


 কুষ্টিয়া জেলা উইমেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সুযোগ্য সভাপতি, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি 'র নির্বাহী সদস্য, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য, দৈনিক অারশীনগর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, নিউ নেশন এর জেলা প্রতিনিধি, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য, কালেক্টরেট স্কুলের সহকারী শিক্ষিকা অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর, ত্যাগী রাজনৈতিক পরিবারের সন্তান জেলার কৃতি নারী, স্বনামধন্য সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম বিপ্লব এর সুযোগ্য সহধর্মিণী অাফরোজা অাক্তার ডিউ এর জন্হমদিন আজ।
এ উপলক্ষে dailyheramra.blogspot.com এর পক্ষ থেকে তাকে জানাই আমাদের হৃদয় নিংড়ানো সশ্রদ্ধ ভালবাসা । 
একজন নারী হয়েও অসামান্য অবদান রেখে কুষ্টিয়ার সাংবাদিকতা জগতকে তিনি করেছেন পরিশুদ্ধ ও পরিপুষ্ট। সাংবাদিক অন্তপ্রাণ এই মহৎ ব্যক্তিত্ব কুষ্টিয়ার নারী সাংবাদিকদের পথিকৃৎ হিসাবেও বিবেচিত হওয়ার দাবি রাখেন।
জন্মদিন উপলক্ষে এই মহীয়সী রমনীর উত্তরোত্তর সাফল্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

একুশে বইমেলায় আনান্নিয়া আন্নি'র একটি বই

একুশে বইমেলা একটা আলাদা আবেগের নাম একটা আলাদা অনুভুতি প্রকাশের জায়গা। যেখানে হাজারো লেখক পাঠকের স্বপ্ন ঝলমল করে সাজিয়ে রাখা হয় এক একটি বইয়ের মধ্যে দিয়ে। 




লেখক আনান্নিয়া আন্নি'র প্রথম বইটি প্রকাশিত হওয়ার অনুভূতি জানতে চাওয়া তিনি যা বললেন, গত কয়েক বছর যখন বইমেলায় গিয়েছিলাম এক একটা স্টল ঘুরে দেখেছি তখন মনে হয়েছে ইস যদি আমার বই ও বইমেলায় কোন স্টোলে থাকতো সাজিয়ে রাখা হাতে কোন স্টোর, পাঠক দলে দলে আসবে সাজিয়ে রাখা বাইয়ে হাত বুলাবে প্রথম পাতা খুলে দেখবে খানিকটা হয়তো পড়বে ও কারো ভালো লেগে যাবে কেউবা কিনে নিয়ে যাবে আবার কেউবা সাজিয়ে রেখে চলে যাবে। সুন্দর অনুভূতি গুলো বড় বড় লেখকদের বইয়ের সাথে আমার বই নিয়ে ঘিরে থাকবে। এভাবে তার অনুভূতি জানান।


অমর একুশে বইমেলা

প্রতিবছরের মত এবারও এসেছে হাজারো বই। লেখকদের কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিনেতা, কেউবা গানের শিল্পী, কেউ ব্যবসায়ী,কেউবা আবার শিক্ষার্থী,  কেউ রাজনীতিবিদ, কেউ পরিচালক কিংবা গীতিকার। তবে অমর একুশে বইমেলা তাদের আরও এক সৃজনশীল পরিচয়কে সামনে নিয়ে এসেছে। বেঁধেছে এক সুতায়। তারা সবাই লেখক। এমনই একজন ,আনান্নিয়া আন্নি, কবি নজরুল সরকারি কলেজ বাংলা সাহিত্য বিভাগে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থ। "গোয়েন্দাগিরি"একটি বই প্রকাশিত হয়।

 এবারের গ্রন্থমেলায় এই বইগুলো পাওয়া যাবে- ইচ্ছে স্বপ্ন প্রকাশানীর, লিটল ম্যাগাজিন চত্বরে, স্টল নং  ১২১এবং১৪১।

লেখকের বই  " গোয়েন্দাগিরি" সকল শ্রেণির পাঠকের কাছে উপভোগ্য হবে বলে লেখক বিশ্বাস করেন। 

উল্লেখ্য, কর্ম জীবনে বর্তমানে কবি নজরুল সরকারি কলেজের বাংলা সাহিত্য বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জলবায়ু সচেতনতায় স্কুল ক্যাম্পেইন

 


সিক্ত বাংলাদেশের আয়োজনে ও গ্রিন নিউ ডিল হাব কুষ্টিয়ার সহায়তায় জলবায়ু সচেতনতায় দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম ধাপে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে সেশন পরিচালনা করা হয়। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশ ও অনেক বেশি ক্ষতিগ্রস্ত। তার মধ্যে দৌলতপুর উপজেলা অন্যতম। গ্রিন নিউ ডিল হাব কুষ্টিয়া কাজ করছে জলবায়ু সচেতনতা ও পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতিকারক ফসিল ফুয়েল এর ব্যবহার কমিয়ে রিনিয়েবল এনার্জিতে রুপান্তরের দাবী নিয়ে। এ সময়ে উপস্থিত ছিলেন দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুজিবর রহমান সহ স্কুলের সকল শিক্ষকগণ সহ স্কুলের স্কাউট টিম। সেশনটি পরিচালনা করেন ৩৫০ বাংলাদেশের কান্ট্রি কো অর্ডিনেটর ফারজানা ফারুক ঝুমু, এসোসিয়েট কান্ট্রি কো অর্ডিনেটর আমানুল্লাহ পরাগ, সিক্ত বাংলাদেশ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক মো: ফয়সাল আহমেদ, সিনিয়র রোভার হোসনেয়ারা খাতুন সহ সিক্ত বাংলাদেশ ও গ্রিন নিউ ডিল হাব এর সদস্যরা।

বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ফেসবুক রীল


 ফেসবুক রীল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নতুন একটি সংস্করণ। সম্প্রতি ফেসবুক তাদের বিশ্বব্যাপী জনপ্রিয়তাকে আরও বর্ধিত করার উদ্দেশ্যে রিল ভিডিও আপলোড সিস্টেম চালু করেছে। ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজে রিল প্রদর্শনীর সুযোগ পাচ্ছেন এর ব্যবহারকারীরা। ফেসবুক স্টোরি এর পাশাপাশি রিল সম্প্রতি দারুন জনপ্রিয়তা পেয়েছে। ‌ বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। রিল ভিডিও আপলোড পদ্ধতি চালু হবার পরে এর জনপ্রিয়তা বর্তমানে আকাশছোঁয়া। এক মিনিটের স্বল্প দৈর্ঘ্যের ভিডিও হওয়ায় টি-টোয়েন্টি ক্রিকেটের মতোই এটি জনপ্রিয়তা লাভ করেছে এখানে। রিল ভিডিও আপলোডের মাধ্যমে সর্বোচ্চ এক মিনিটের ভিডিও আপলোড করা যায়। ভিডিও আপলোডের সাথে ফেসবুক বিশেষ সুবিধা দিয়েছে পছন্দমত মিউজিক যুক্ত করার। ফেসবুক view রিলের বদৌলতে রাতারাতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। মূলত বিনোদনমূলক ভিডিওই বেশি জনপ্রিয়তা পেতে দেখা যাচ্ছে। রিল ভিডিও আপলোড এর ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরা বেশি এগিয়ে আছে। এর মাধ্যমে ফেসবুক থেকে অর্থ উপার্জনেরও সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ। রিলে ভিডিও আপলোড করে রাতারাতি স্টার বনে গিয়েছেন অনেকেই। সেই সাথে উপার্জন করে নিচ্ছেন কাড়ি কাড়ি টাকা। শুধুমাত্র চেহারা ও অঙ্গভঙ্গি দেখিয়ে অন্যের গানের সাথে মুখ মিলিয়ে ভিডিও আপলোড দিয়েই মিলছে তারকা খ্যাতি।

তবে ফেসবুক বা ভার্চুয়াল মিডিয়া রিলের বদৌলতে তাদের কাঙ্ক্ষিত ব্যবসা সফলতা লাভ করলেও বাংলাদেশের সমাজে এর বিরূপ প্রতিক্রিয়া পড়ছে বলে মনে করেন অনেকে। রক্ষণশীল সমাজের ধারক বাহকেরা মনে করছেন রিলে অশ্লীলতায় ভরপুর ভিডিও দেখানো হচ্ছে। অতিমাত্রায় দর্শক আকর্ষণ করতে বেপরোয়া অঙ্গভঙ্গি প্রদর্শন করছেন নির্মাতারা। ডিজিটাল নির্মাতাদের এহেন মনোভাবের কারণে যুব সমাজের মনোভাব পরিবর্তিত হচ্ছে। সমাজে অশ্লীলতা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে যৌন হয়রানি ও ধর্ষণের মত অপরাধ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে মনে করেন অনেকে।

নেতিবাচক দিক থাকলেও আধুনিক সমাজে সভ্য সমাজ গঠনে ফেসবুকের একটি বিরাট ভূমিকা রয়েছে। ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ছবি এবং ভিডিও ছাড়া অতিরিক্ত নগ্নতা পূর্ণ ভিডিও নিজে থেকেই ডিলিট করে দেয়। তরুণ সমাজের একটি বিশাল অংশ মনে করেন রিলের জনপ্রিয়তা বর্তমানে অন্য সবকিছুকে ছাড়িয়ে গেছে। চারদিকে রিল ভিডিওর জয়জয়কার। একে থামানোর কোন উপায় নেই। দীর্ঘদিন ফেসবুকের সাথে আছেন এমন ফেসবুক ইউজাররা জানিয়েছেন রিল ভিডিওর প্রভাবে ফেসবুকে স্বাভাবিক পোস্টগুলো জনপ্রিয়তা হারাতে শুরু করেছে। অভিজ্ঞ জনদের মতামত শুধু বিনোদন নয় শিক্ষা মূলক ভিডিওগুলোকে অগ্রাধিকার দিয়ে ডিজিটাল নির্মাতাদের উচিত রীল ভিডিওর সুবিধাকে জাতীয় ও সামাজিক মানদন্ডের ভিত্তিতে ব্যবহার করা। সেই সাথে মৌলিকতার চর্চা করাকে গুরুত্ব দিতে চান তারা। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে সমাজকে ভালো কিছু উপহার দেয়া যায় না বলে অভিমত  বিদগ্ধজনদের।

ছবিতে জনপ্রিয় রিল ভিডিও নির্মাতাদের কয়েকজনকে দেখা যাচ্ছে।

কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনায় ভেড়ামারায় ফায়ার সার্ভিসের ৪ সদস্য গুরুতর আহত

 

কুষ্টিয়ার ভেড়ামারায় ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনায়  ভেড়ামারা ফায়ার স্টেশনের চার জন কর্মী গুরুতর আহত হয়েছেন। আজ ১১ ই ফেব্রুয়ারি রাত ২ টার সময় কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আমদহ গ্রামের একটি বাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে দমকল কর্মীরা গাড়িযোগে ঘটনাস্থলে যাওয়ার সময় পথিমধ্যে হাওয়াখালি নামক স্থানে ঘন কুয়াশার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। উক্ত গাড়িতে চালকসহ পাঁচজন দমকল কর্মী ছিলেন। তাদের মধ্যে চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে ড্রাইভার জাহাঙ্গীর আলম এর বুকের হাড় ভেঙে গেছে এবং দমকল কর্মী রিমন হোসেনের মাজার হাড় ভেঙে গুরুতর আহত হয়েছেন। এছাড়া লিডার আজিজুল হক এবং তরিকুল ইসলাম এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। একাধিক সূত্রে এই খবর নিশ্চিত হওয়া গেছে। আহত চারজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে চিকিৎসার জন্য দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায়  চালক জাহাঙ্গীর আলম এবং দমকল বাহিনীর সদস্য রিমন হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকাতে স্থানান্তর করা হতে পারে। আমদহ গ্রামের একটি বাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে দ্বিতীয় দল হিসাবে ফায়ার সার্ভিসের এই গাড়িটি দ্রুত বেগে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময়ে ঘন কুয়াশার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে।  কর্তব্যরত অবস্থায় এই চারজন দমকল কর্মীর আহত হয়েছেন মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

ভেড়ামারায় ইয়া-সীন জামে মসজিদের কমিটি গঠন

আজ শুক্রবার বাদ এশা কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৯ নং ওয়ার্ড পূর্ব বামনপাড়া এলাকায় অবস্থিত ইয়া-সীন‌ জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে। 



৩ বছর মেয়াদি কমিটিতে হাজী মোঃ শাহজাহান আলী সভাপতি, রাশেদুল ইসলাম পিন্টু সাধারণ সম্পাদক এবং আবু জাফর অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মসজিদ প্রাঙ্গণে কমিটি গঠনের জন্য অনুষ্ঠিত অধিবেশনে সমবেত মুসল্লীগণ ও এলাকাবাসী তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে নতুন কমিটি গঠন করেন। শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্য পূর্ণ পরিবেশে মসজিদ কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লী গণ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে তারা আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত কমিটি অত্র মসজিদ পরিচালনা ও এর উত্তরোত্তর উন্নয়নে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ