ভেড়ামারা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত। সরকারি ঘোষণা আসছে আগামীকাল

 


অবশিষ্ট ২১ টি‌ প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূনর্বাসনের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত একটি উপজেলা হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামীকাল বুধবার দেশব্যাপী একযোগে অনুষ্ঠিতব্য একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেবেন বলে জানা গেছে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ আজ মঙ্গলবার সকাল দশটায় তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এই তথ্য জানিয়েছেন। জানা গেছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে সর্বমোট ২৭৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার সনাক্ত করা যায়। সনাক্তকৃত পরিবারগুলোর মধ্যে প্রথম পর্যায়ে ১০০ টি, দ্বিতীয় পর্যায়ে ৫৫ টি ও তৃতীয় পর্যায়ে ৮৩ টি সর্বমোট ২৩৮ টি পরিবারকে এই উপজেলার বিভিন্ন স্থানে সরকারি খাস জমি ও ক্রয়কৃত জমিতে ইতোমধ্যেই পূনর্বাসন করা হয়েছে। অবশিষ্ট ৩৭টি পরিবারের মধ্যে দুইটি পরিবার মুজিব বর্ষের ঘর নিতে অনাগ্রহ দেখায় এবং অন্য ৩৭ টি পরিবার তাদের নিজ নিজ আবাসস্থল হতে অন্যত্র যেতে অনিচ্ছুক মর্মে প্রত্যয়ন দেন। গত  ১৯ মে ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে অত্র উপজেলায় আশ্রয়ন দুই প্রকল্প সংক্রান্ত উপজেলা টাস্ক ফোর্স কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার পর সমগ্র উপজেলা ব্যাপী এই সংক্রান্তে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ইলেকট্রনিক ও মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে এবং পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে অবশিষ্ট একুষ্টি প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ২২ মার্চ ২০২৩ তারিখে উদ্বোধনের মাধ্যমে সারাদেশের ১৫৮ উপজেলার সাথে ভেড়ামারা উপজেলা কেও ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করবেন।

ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজিত

 



ভেড়ামারা পৌরসভার সড়ক প্রশস্তকরণসহ উন্নতির প্রতিবন্ধকতা অপসারনে সহায়তা করবো। সংস্থাপন সন্ত্রণালয়ের সাবেক সচিব যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, ভেড়ামারার কৃতি সন্তান রশিদুল আলম আজ শনিবার ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রদত্ত বক্তব্যে একথা বলেন। তিনি তার বক্তব্যে ছাত্রদের উদ্দেশ্যে বলেন, তোমরা প্রতিযোগিতায় হার মানবা না। হারার আগে হারবা না। কারো কাছে মাথা নত করবা না। জীবনে সফলতা অর্জনের জন্য প্রচেষ্টা অবাহত রাখতে হবে। রশিদুল আলম নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে বর্তমান সরকারের অবদানের ভূয়সী প্রশংসা করে ছাত্রীদেরকে পাঠে মনযোগী হওয়ার জন্য উৎসাহিত করেন। তিনি ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রশংসা করে বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন এমন শিক্ষার্থীরা কর্মজীবনে উচ্চস্তরে আসীন হয়েছেন। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে যাওয়ার সুযোগ পেয়েছেন। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি তার বক্তব্যে আরো বলেন, ভেড়ামারার উন্নয়নের বিষয়ে তিনি অত্যন্ত আন্তরিক। প্যৗরসভার সড়ক প্রশস্তকরণের প্রতিবন্ধকতার বিষয়ে তাকে অবহিত করা হলে তিনি অবশ্যই এবিষয়ে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার প্রতিশ্রুতি দেন। সড়কের উন্নয়নের জন্য তিনি দোকানদারকে কিছুটা সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। তিনি আরো বলেন, ৮ই ডিসেম্বর ১৯৭১ সালে আমরা মুক্তিযোদ্ধারা ভেড়ামারাকে শত্রুমুক্ত করি। রেলগেটে সম্মুখ সমরে পাকহানাদার বাহিনীর গুলিতে আমি আহত হয়ে বিদেশে চিকিৎসা গ্রহন করি। রশিদুল আলম তার বক্তব্যে আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নানাবিধ কারনে ভেড়ামারার উন্নয়নের জন্য আন্তরিক। রাশেদুল আলমের সহধর্মিনী, মরহুম আব্দুর রব সেরনিয়াবাত এর কন্যা হাবিবা আলম প্রধান অতিথির সফর সঙ্গী হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামীলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল ইসলাম, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এর আগে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে পৌছালে তাকে বিএনসিসি ও রোভার স্কাউট দল গার্ড অব অনার প্রদান করেন। প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ বিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা পরিদর্শন করেন।

আল্ হেরা মডেল একাডেমির সরকারি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

 



 ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল্ হেরা মডেল একাডেমি ও এ. বি. এল ফাউন্ডেশনের উদ্যোগে ২০২২ সালের সরকারি বৃত্তি প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। (১৮মার্চ) রোজ শনিবার সকালে আল্ হেরা  মিলনায়তনে   সংবর্ধনার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জনাব  এ্যাডঃ আব্দুর রশিদ,সভাপতি আল্ হেরা মডেল একাডেমি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ভেড়ামারা পৌরসভার মেয়র জনাব  আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র  আল্ হাজ্ব  শামিমুল ইসলাম ছানা, উপজেলা শিক্ষা অফিসার  জনাব আহসান আরা,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃনুরুল আমিন, ভেড়ামারা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র এ্যাডঃ জনাব আব্দুল মান্নাফ, অধ্যাপক মোঃ আরশেদ আলী,  ভেড়ামারা সরকারি মহিলা কলেজ।উক্ত অনুষ্ঠানে আল্ হেরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক লেখক ও গবেষক মোঃ হাসানুজ্জামান খসরু স্বাগত বক্তব্য রাখেন।  এ সময় প্রতিষ্ঠানটির  প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে  আল্ হেরা মডেল একাডেমির ১৪ জন  কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করেন এবং শুভেচ্ছা স্বরূপ ফুলের মালা পরিয়ে বরন করে নেই  অতিথিবৃন্দ।

অনলাইন প্ল্যাটফর্মে উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক।

 

গতকাল বুধবার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে অনলাইন প্লাটফর্মের উদ্যোক্তাদের এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্জ আক্তারুজ্জামান মিঠু মহোদয়, সম্মানিত চেয়ারম্যান ,উপজেলা পরিষদ ভেড়ামারা ,কুষ্টিয়া।



রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, জনাব হাসিনা মমতাজ, সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, ভেড়ামারা ,কুষ্টিয়া ও  মোছাঃ বলাকা পারভীন স্বপ্না, চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা, ভেড়ামারা ,কুষ্টিয়া মহোদয়। উপস্থিত ছিলেন  মোছাঃ তানিয়া খন্দকার ,তথ্যসেবা কর্মকর্তা ,ভেড়ামারা,কুষ্টিয়া।এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত সুধীজন ,রাজনৈতিক  ব্যক্তিবর্গ এবং তথ্যকেন্দ্র ভেড়ামারার স্টাফবৃন্দ।

১০০ জন উদ্যোক্তা নিয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

 


কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতি রেজি নম্বর ২১১৬ এর নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ আজ রোববার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গত ০৪ মার্চ তারিখে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মডেল হাই স্কুল কেন্দ্রে ভোটের মাধ্যমে কমিটির সদস্যরা নির্বাচিত হন। ভোটের দিন ৩২২ জন ভোটারের মধ্যে ৩০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সিএনজি মালিক চালকদের ভোটে নির্বাচিত সভাপতি সোলায়মান চিশতী, সাধারণ সম্পাদক সোলায়মান মাস্টার, সিনিয়র সহ-সভাপতি আলী আহসান সনি, সহ-সভাপতি বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত জোয়ারদার শালুক, সহ-সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক পিকে বাপ্পি শেখ, দপ্তর সম্পাদক এজাজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহজালাল আজ শপথ নেন। মোট ১১ টি পদে নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান সিএনজি মালিক সমিতির নির্বাচন কমিশনার এডভোকেট মারুফ বিল্লাহ। এ সময় নির্বাচন কমিটির অন্য দুই সদস্য ফয়জুল ইসলাম মিলন ও বাবলু মোস্তাফিজ উপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন




তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।


এ ঘটনায় ৪৭ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে জরুরি বিভাগ। এর মধ্যে একজন স্থানীয়। বাকিরা সবাই শিক্ষার্থী।


প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়া থেকে ‘মোহাম্মদ’ নামের একটি বাসে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলামিন আকাশ। বাসের আসনে বসাকে কেন্দ্র করে তার সঙ্গে বাসের চালক শরিফুল ও চালকের সহকারী রিপনের কথা–কাটাকাটি হয়। পরে বাসটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুরে পৌঁছালে রিপনের সঙ্গে ওই শিক্ষার্থীর আবার বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় স্থানীয় এক দোকানদার এসে ওই শিক্ষার্থীর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয়ে ওই দোকানদারের ওপর চড়াও হন। একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা এক জোট হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। তখন শিক্ষার্থীরাও তাদের পাল্টা ধাওয়া করেন। 


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক গণমাধ্যমকে বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে।’


শিক্ষার্থী ও স্থানীয়রা মুখোমুখি অবস্থানে আছেন। স্থানীয় দোকানদারেরা অবস্থান করছেন বিনোদপুর বাজারে। আর সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের ভেতরে ক্যাম্পাসে।


এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বিজিবির ১ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজশাহী-ঢাকা মহাসড়কের বিনোদপুরে অবস্থান নিয়েছে তারা।’


এছাড়া শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় আগামীকাল রোববার ও সোমবার সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম টিপু বিষয়টি নিশ্চিত করেন।

ভেড়ামারায় তাফসিরুল কোরআন মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠানের আয়োজন

 



কুষ্টিয়ার ভেড়ামারায় ফারাকপুর চরদামুকদিয়া গোরস্থান কমিটির উদ্যোগে আজ শনিবার সন্ধ্যায় এক তাফসীরুল কোরআন মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন বাইতুন নূর জামে মসজিদ গাউছিয়া ঢাকা এর খতিব মুফতি আবিদ আল আহসান।

 দ্বিতীয় বক্তা হিসাবে ওয়াজ করেন হাফেজ মাওলানা মুফতি শাহিদুজ্জামান শাহিদ, মেহেরপুর। 

উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দারুল এহসান মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার সভাপতি আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আমিরুল ইসলাম।

ভেড়ামারা মওলাহাবাসপুর শান্তিপাড়ায় জনৈক তোফাজ্জেলের নির্মাণাধীন বাড়ি-ঘরে হামলা-ভাংচুর

 



কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মলোহাবাসপুর শান্তিপাড়ায় অশান্তির সৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে গতকাল শুক্রবার সকাল ১১.০০ টার সময় প্রতিপক্ষের লোকজন কর্তৃক জনৈক তোফাজ্জেলের বাড়িতে হামলা ও বাড়ি-ঘর ভাংচুর উপর্যুপরী তার বোনের বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট করেছে একই অপরাধীরা। এঘটনায় ৭ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা অন্ততঃ ১৫ জনের নামে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন, ঘটনার প্রত্যক্ষদর্শী ও থানায় দাখিল করা লিখিত অভিযোগের সূত্রে ঘটনার লোমহর্ষক বর্ণনা পাওয়া যায়। ঘটনার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব থেকে চলমান বিরোধের জের ধরে তোফাজ্জেলের ক্রয়কৃত নিজ নামীয় জমিতে বিবাদীগণ পরস্পর যোগসাজসে বাদীর সাথে অহেতুক ঝগড়া-বিবাদসহ অশান্তি সৃষ্টি করে আসছে। এরই ধারাবহিকতায় গতকাল শুক্রবার সকাল ১১.০০ টার সময় তোফাজ্জেল তার নিজ জমিতে বসত বাড়ি নির্মাণের সময় বিবাদীগণ একত্রে বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্র রামদা, হাসুয়া, চাইনজ কুড়াল, হকিষ্টিক, কাঠের বাটাম, বাঁশের লাঠি সহ আরো অন্যান্য অস্ত্রে সজ্জ্বিত হয়ে অনধিকার প্রবেশ করে বসত ঘর নির্মাণের কাজ জোরপূর্বক বন্ধ করে দেয়। বাদীকে গালিগালাজ ও মারমুখি আচরণ করার সময় বাদী বাঁধা দিলে আসামীরা বাড়ি-ঘর ভাংচুর ও তান্ডব করে। তারা হাসুয়া-চাইনিজ কুড়াল নিয়ে তোফাজ্জেলের উপর হামলা করতে উদ্যত হয়। এসময় প্রাণ ভয়ে দৌড়ে সে আত্মরক্ষা করে। নির্মাণাধীন ঘর গুড়িয়ে দেয়াসহ আসামীরা উক্ত জমিতে থাকা একটি টিউবওয়েল, বীমের রড ও ৩ টন লোহার রড তাদের সঙ্গে আনা ট্রাকে করে নিয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ পাঁচ হাজার টাকা। এরপর আসামীরা তোফাজ্জেল এর বোন তাসলিমা খাতুনের বাড়িতে অনধিকার প্রবেশ করে। একইভাবে তার ঘরবাড়িতেও ব্যাপক ভাংচুর করে। আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল ভাংচুর করে। আলমারির ড্রয়ারে থাকা ২ লক্ষ ২০ হাজার টাকা, ষ্টীলের আলমারির ড্রয়ারে থাকা ১২ আনা ওজনের ৩টি স্বর্ণ নির্মিত গলার চেইন, ১৪ আনা ওজনের হাতের ১টি রুলি, ৫ জোড়া ১০ আনা ওজনের কানের দুল, ৪ আনা ওজনের ৪ টি হাতের আংটি লুটপাট করে নিয়ে যায়। তাসলিমা বাধা দিলে তাকে হেনস্থা করে আসামীরা। ঘটনার শোর চিৎকার শুনে স্থানীয় অধিবাসীরা এগিয়ে আসলে আসামীরা খুন-জখমের হুমকি দিতে দিতে প্রস্থান করে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা শঙ্কায় রয়েছে আক্রান্ত পরিবার।

ভেড়ামারা জুনিয়াদহে সন্ত্রাসী হামলায় আহত ১




কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়রদহ ইউনিয়ন পরিষদের সন্নিকটে গতকাল শুক্রবার রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিত সন্ত্রাসী হামলায় মোঃ শামস উদ্দিন (৭২) নামের এক বয়োবৃদ্ধ ব্যক্তি গুরুতর আহত হয়ে ভেড়ামারা উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ব্যাপারে জখমী শামসুদ্দিনের পক্ষে তার পুত্র মোঃ গিয়াস উদ্দিন বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। ভুক্তভোগী, এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, জনৈক শুকুর গাড়োয়ানের বাড়িতে অনুষ্ঠিত মিলাদ মাহফিল শেষে নিজ বাড়ি ফেরার পথে ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার পাশে, ৩ জন ব্যক্তি পরস্পর যোগসাজশে ও পূর্ব পরিকল্পিতভাবে তার গতিরোধ করে। আসামী যদুর হাতে থাকা ধারাল হাসুয়া দিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত ভাবে শামসুদ্দিনের মাথায় আঘাত করতে গেলে শামসুদ্দিন সরে দাঁড়ালে হাসুয়ার কোপটি তার বাম চোয়ালে চোখের উপরে লেগে রক্তাক্ত কাটা জখম প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন আসামী বদু ও তুষার তাদের হাতে থাকা লোহার রড ও বাটাম দিয়ে শামসুদ্দিনের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি ভাবে পিটিয়ে গুরুতর জখম করে। জখমীর আর্ত চিৎকার শুনতে পেরে আশেপাশে থাকা লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসার সময় আসামিরা দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় আসামিরা জখমীকে বিভিন্ন ধরনের হুমকি দেয়। আহত অবস্থায় এলাকাবাসী শামসুদ্দিনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগে জখমী শামসুদ্দিনের বাম গালে ছয়টি সেলাই লাগে। এ ঘটনায় জুনিয়াদহ বাবু পাড়া এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আসামিদের বাড়ি জুনিয়াদহ কাচারিপাড়া এলাকায়। এই ঘটনার বিষয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

ভেড়ামারায় মকবুল হোসেন সাহিত্য-সংস্কৃতি-সমাজকল্যাণ পরিষদের শুভ উদ্বোধন

 


কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সমলেমপুর গ্রামে আজ শনিবার মকবুল হোসেন সাহিত্য-সংস্কৃতি-সমাজকল্যাণ পরিষদের শুভ উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১.০০ টার সময় জাতীয় ও প্রাতিষ্ঠানিক পতাকা উত্তোলন এবং ফলক উন্মোচন এর মাধ্যমে পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর মকবুল হোসেন সাহিত্য-সংস্কৃতি-সমাজকল্যাণ পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব, সাহিত্যক মকবুল হোসেনের জেষ্ঠ পুত্র মোঃ রফিকুল ইসলাম (লালু) এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন। বিজেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দীন ও ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান বিশেষ আতিথি হিসেবে বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে মকবুল হোসেন রচিত “যে নামের আবৃত্তিতে এত মধু আছে” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মকবুল হোসেন এর আমেরিকা প্রবাসী নাতনী কবি, সাহিত্যিক ও অনুবাদক রওশন হাসান বক্তব্য রাখেন। খায়রুল ইসলাম রিক্তার সার্বিক তত্বাবধানে এই অনুষ্ঠানের সফল আযোজন উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। উল্লেখ্য, মকবুল হোসেন বাহাদুরপুর ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। তিনি একজন রাজনীতিবিদ ছিলেন এবং পরবর্তীতে নানা কারনে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে সমাজকল্যাণ ও সাহিত্য চর্চায় মনযোগী হন। তিনি বাহাদুরপুর ইউনিয়নের একজন কীর্তিমান পুরুষ হিসেবে পরিচিতি অর্জন করেন। তার পুত্র রফিকুল ইসলাম সংস্থাপন মন্ত্রণায়ের যুগ্ম সচিব হন এবং একসময় পিরোজপুরের এসডিও হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেন। তার আরেক পুত্র রবিউল ইসলাম বিদ্যূৎ উন্নয়ন বোর্ডের পরিচালক হিসেবে দায়ীত্ব পালন করেন। মকবুল হোসেন একজন সুশিক্ষক ছিলেন। তার নামে এই প্রতিষ্ঠানটি উদ্বোধন উপলক্ষে আমেরিকাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে অবস্থানকারী তার বংশের বর্তমান প্রজন্ম তথা উত্তরসুরীগণ গ্রামের বাড়িতে সমবেত হন। বক্তারা মকবুল হোসেনের সমৃদ্ধ জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। তার উত্তরসূরীরাও সাহিত্য চর্চায় নিজেদেরকে নিবেদিত রেখেছেন। তাদের মধ্যে আমেরিকা প্রবাসী নাতনী রওশন জাহান এর নাম বিশেষভাবে উল্লেখ করা যায়। এবারের বাংলা একাডেমির বই মেলায় রওশন জাহানের “তোমাকে প্রদক্ষিণ করি” কাব্য গ্রন্থটি প্রকাশিত হয়েছে। এছাড়া তার রচিত “অনূদিত বর্ণমালা” এবং “ওভার দ্যা হরিজন” পাঠক মহলে বিশেষভাবে সমাদৃত হয়েছে।

সাতবাড়িয়ায় যুবলীগ নেতা আব্দুল আজিজের মায়ের নামাজে জানাজা শেষে ধর্মীয় মর্যাদায় দাফন

 



ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল আজিজ এবং ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হকের মাতা জৈগন নেছা এর নামাজে জানাজা আজ শনিবার সকাল দশটায় সাতবাড়িয়া ও শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ‌ জানাজায় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন। জানাযার নামাজ শেষে মরহুমাকে তাদের পারিবারিক গোরস্থানে ধর্মীয় রীতিনীতি ও মর্যাদায় দাফন করা হয়। 

জানাজা উপলক্ষে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে মরহুমার পুত্র ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক ও যুবলীগ নেতা আব্দুল আজিজসহ পরিবারের অন্যান্য সদস্যগণ বক্তব্য রাখেন। এ সময় ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এজাজ আল মামুন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান প্রমূখ কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গতকাল পবিত্র জুম্মার দিন বেলা আড়াইটার দিকে যুবলীগ নেতা আব্দুল আজিজ এর মা বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি মৃত আবু বক্কর সিদ্দিক এর সহধর্মিনী ছিলেন।

ভেড়ামারায় দুঃস্থ নারীদের মাঝে বিনামূল্যে মাসিক ৩০ কেজি করে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

 

জো

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধীনে ডি ডাবলু বি  কার্যক্রমের অংশ হিসেবে দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টার সময় চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও চাঁগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন বক্তব্য রাখেন। ভেড়ামারা উপজেলার ৬ ইউনিয়নে দুই বছরের জন্য সুবিধাভোগীরা প্রতিমাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল পাবেন। এই প্রকল্পের আওতায় চাঁদগ্রাম ইউনিয়নে আজ মোট ১৯০ জন সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব কাজী তৌহিদুজ্জামান শাকিল, প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম মন্টু, ইউপি সদস্য কারিবুল ইসলাম রনি, মনজুর আহমেদ ভুট্টো, আজমল হোসেন, মানিক শাহ, শাহীন আক্তার শান্তি, মোশাররফ হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বার তাহেরা খাতুন, শেফালী খাতুন ও সুজাতা খাতুন প্রমুখ  উপস্থিত ছিলেন।

নির্বাচনের মডেল বয় আরিফ এর এবারের মার্কা ছাতা



ইতিপূর্বে নির্বাচনকালীন প্রার্থীদের প্রচার-প্রচারণায়  ব্যাপকভাবে অংশ নিয়ে মিডিয়া তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আরিফ। নির্বাচনের মিছিল মিটিংয়ে স্লোগান এমনকি ফেসবুকে সাক্ষাৎকার দিয়ে নজর কাড়ে সে। বয়সে ছোট হলেও নির্বাচনী প্রচারণায় অভিনবত্ব নিয়ে আসার ক্ষেত্রে দারুন মুন্সিয়ানা তার। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধরমপুর ইউনিয়নের  আনারস মার্কার চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী প্রচারণায় দারুণ ভূমিকা রাখে এই ছেলেটি। আগামীকাল অনুষ্ঠিতব্য কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির নির্বাচনের মাঠেও আরিফকে দেখা যাচ্ছে। এবার এসে নির্বাচনে সভাপতি পদপ্রার্থী সোলায়মান চিশতী এর ছাতা মার্কার প্রচারণায় মাঠে অবতীর্ণ হয়েছে জনপ্রিয় এই পথ শিশুটি। তার পরিধেয় বস্ত্রে  ছাতা মার্কার স্টিকার লাগিয়ে নির্বাচনী পরিবেশকে উৎসবমুখর করতে দারুণ ভূমিকা রাখছে সে।  মাত্র কয়েক দিনের প্রচারণায় আবারও সে সবার নজর কাড়তে সক্ষম হয়েছে। প্রার্থীদের নির্বাচনী প্রতীককে দ্রুত জনপ্রিয় করতে তার তুলনা নেই। নির্বাচনের মাঠে তাকে ঘিরে ব্যাপক আগ্রহ ভোটারদের। প্রার্থী সোলাইমান চিশতী বলেন, আরিফ নিঃস্বার্থভাবে ভালবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে আমার প্রচার কাজে সহযোগিতা করছে। তার প্রচারণা আমার নির্বাচনের কাজকে এগিয়ে নিতে অবশ্যই সহায়ক ভূমিকা পালন করছে। এমনিতেই ভোটারদের মধ্যে ছাতা প্রতীকের স্বপক্ষে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। দুই দফা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সুবাদে সিএনজি মালিক চালক ভাইয়েরা আমাকে ভালোবেসে ফেলেছেন অন্তর থেকে। ভোটারদের হৃদয়ে আমার পোস্টার অঙ্কিত হয়েছে। এরই ফলশ্রুতিতে সাতবাড়িয়া থেকে ভাইরাল আরিফ ছুটে এসেছে আমার কাছে। ডেইলি ভেড়ামারা ডট ব্লগ স্পট এর ক্যামেরায়  নির্বাচনী প্রচারণার কার্যে আরিফের ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রচারণার কিছু দৃশ্য ধারণ করা হয়েছে। আরিফ এক সাক্ষাৎকারে এই প্রতিবেদককে বলেন, আমি সোলায়মান চিশতীকে ভালবাসি। সোলায়মান চিশতী একজন খুব ভালো মানুষ। তাই কোন টাকা পয়সার বিনিময়ে নয় আমি স্বভাব-সুলভভাবে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করছি। নির্বাচনের মাঠে কর্মী সমর্থকদের সাথে থাকতে আমার খুব ভালো লাগে। এদিকে একজন জানবাজী কর্মীর মত নির্বাচনে এই ক্ষুদে বালকের সদর্ভ উপস্থিতি সিএনজি মালিক সমিতি নির্বাচনের মাঠে ব্যাপকভাবে  প্রাণের সঞ্চার করেছে। ‌ বিগত ইউনিয়ন পরিষদের  নির্বাচনের মত এই নির্বাচনেও আরিফ ও সবার নজর কেড়েছে। আশা করা হচ্ছে আরিফের মুখে ফুল চন্দন পড়বে এবং বিগত নির্বাচনে আনারস প্রতীকের প্রচারণা করে যেভাবে সে বিজয় ঘরে তুলেছিল এবার কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির নির্বাচনেও তার সমর্থিত ছাতা মার্কার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাল্লাহ।

আল-হেরা মডেল একাডেমি প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় সেরাদের সেরা

 আবারও প্রমাণিত হলো আল হেরা মডেল একাডেমি ভেড়ামারায় সেরাদের সেরা




প্রাথমিকের  বৃত্তি পরীক্ষায় ছাত্র ছাত্রী অংশ গ্রহণে  ২০%  হার বেঁধে দেওয়ায় অত্র বিদ্যালয়ে মাত্র ১৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পায়। অনেক মেধাবী শিক্ষার্থী অংশ গ্রহণ করতে পারে নাই।  বৃত্তিতে  অংশ গ্রহণ কারি সকল ছাত্র-ছাত্রী বৃত্তি পেয়েছে।

উল্লেখ্য, সংশোধিত ঘোষণাতেও এই ফলাফল অপরিবর্তিত রয়েছে। আর এতে প্রমাণিত হলো শিশু শিক্ষার মানদন্ডে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আল হেরা মডেল একাডেমি সেরাদের সেরা। এজন্য অবশ্যই অভিনন্দন এর দাবিদার তারা।

সিএনজি মালিক সমিতির নির্বাচন কমিশনের সাথে প্রার্থীদের মতবিনিময়

 


কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবে আজ মঙ্গলবার সন্ধ্যায় আগামী ৪ঠা মার্চ তারিখে অনুষ্ঠেয় কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে উক্ত নির্বাচন কমিশনের সাথে প্রার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মারুফ বিল্লাহ এতে সভাপতিত্ব করেন। নির্বাচন কমিশনের অন্য ২ সদস্য ফয়জুল ইসলাম মিলন ও বাবলু মোস্তাফিজ উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ অন্যান্য পদের প্রার্থীগণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। নির্বাচনে মোট ১১ টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চারটি পদে একক প্রার্থী থাকায় সেই সকল পদে ব্যালটের মাধ্যমে নির্বাচনের প্রয়োজন হবে না। সহ-সভাপতি,কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক ক্রীড়া সম্পাদক পদগুলো বাদে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ বাকি ৭ টি পদে নির্বাচন হবে ব্যালটের মাধ্যমে। ভেড়ামারা সরকারি পাইলট মডেল হাই স্কুল কেন্দ্রে ভোটগ্রহণ হবে।। শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মারুফ বিল্লাহ। এ ব্যাপারে প্রার্থীদের নিকট থেকে তিনি সহযোগিতা কামনা করেছেন। নির্বাচনকে কেন্দ্র করে ভোটার ও সমর্থকদের মধ্যে উৎসবের পরিবেশ বিরাজ করছে। নির্বাচন কমিশনের অন্যতম সদস্য ফয়জুল হক মিলন জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের বিষয়ে ইতিমধ্যে প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিকট বার্তা প্রেরণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের সহযোগিতায় এখানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন তারা।

ভেড়ামারা গোলাপ নগর থেকে শিশু নিখোঁজ

 গতকাল মঙ্গলবার বিকেলে সজনেতলা বটগাছ এলাকায় নানির বাড়ি থেকে অরিন (৪)  নামের এই মেয়েটি নিখোঁজ হয়েছে! তার বাবার বাড়ি  কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর। তার বাবা বলেন মাগরিবের সময় থেকে আমার শিশু বাচ্চাকে পাওয়া যাচ্ছে না সম্ভাব্য সকল জায়গায়ই খোঁজাখুঁজি করেছি। বর্তমানে আমরা ভেড়ামারা থানার উদ্দেশ্যে রওনা দিয়েছি নিখোঁজ এর জিডি করার জন্য। কেউ মেয়েটির সন্ধান পেয়ে থাকলে নিম্নে নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো

মেয়েটির বাবার মোবাইল নাম্বার: ০১৭১৩৯০৬৯৩০



এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু নিখোঁজের ঘটনায় ভেড়ামারায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেয়েটির স্বজনেরা সহ ফেসবুকের মাধ্যমে অবগত হওয়া লোকজন মেয়েটিকে খুঁজে বের করার জন্য চেষ্টা করছে। নিখোঁজ মেয়েটিকে খুঁজে পেতে প্রচেষ্টা অব্যাহত আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মেয়েটিকে খুঁজে পাওয়া যায়নি। ‌ মেয়েটিকে খুঁজে পাওয়া না যাওয়ায় মেয়েটির পরিবার শোকাচ্ছন্ন অবস্থার সৃষ্টি হয়েছে।

ভেড়ামারায় এস আই বি এল এর উপ শাখার উদ্বোধন

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর উপ শাখার উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজ...

সংবাদ সর্বক্ষণ